G20 বিশ্বের মোট জিডিপির কত শতাংশের প্রতিনিধিত্ব করে?[ আগস্ট, ২০২৫]
A
৭৫%
B
৬০%
C
৮৫%
D
৯০%
উত্তরের বিবরণ
G-20 হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম, যা বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। এটি বৈশ্বিক মোট জিডিপির (GDP) ৮৫% এবং আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫%-এর বেশি প্রতিনিধিত্ব করে।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৯
-
ধরন: আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম
-
মোট সদস্য সংখ্যা: ২১টি
-
১৯টি দেশ: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
-
২টি সংস্থা: ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন (২১তম সদস্য)
-
-
সদস্য নয়: সুইজারল্যান্ড
উৎস:

0
Updated: 20 hours ago
আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
Created: 9 hours ago
A
১৬ তম
B
১৮ তম
C
৩২ তম
D
১৫ তম
আব্রাহাম
লিংকন:
- আব্রাহাম লিংকন(Abraham Lincoln), মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি।
- গৃহযুদ্ধ: ১৮৬১-১৮৬৫ সালের
মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ অংশের
মধ্যে সংঘটিত অভ্যন্তরীণ যুদ্ধ হয়।
- গেটিসবার্গ যুদ্ধ: ১৮৬৩ সালের জুলাই
মাসে তিন দিনের একটি
গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা উত্তর বাহিনীর
জয়ে শেষ হয়।
- প্রদান তারিখ: 'গেটিসবার্গ ভাষণ' ১৯ নভেম্বর ১৮৬৩
সালে।
- অবস্থান: গেটিসবার্গ, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র।
- অনুষ্ঠানের উদ্দেশ্য: গৃহযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে
গেটিসবার্গ জাতীয় সমাধিক্ষেত্রের উদ্বোধন।
- গেটিসবার্গ ভাষণের বিখ্যাত আব্রাহাম লিংকন।
• ভাষণের
মূল বিষয়বস্তু:
- সব মানুষের সমান সৃষ্টি হয়েছেন"মৌলিক স্বাধীনতা ও সমতার ওপর
গুরুত্বারোপ।
- যুক্তরাষ্ট্রের অবিচ্ছিন্নতা রক্ষার আহ্বান।
- যোদ্ধাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশকে নতুন জীবন দিতে
প্রেরণা।
- সরকার “জনদের দ্বারা, জনদের জন্য, জনদের” চালিত থাকবে বলে প্রত্যয়।

0
Updated: 9 hours ago
শতবর্ষব্যাপী যুদ্ধের (Hundred Years’ War) কে জয় লাভ করে?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
ইংল্যান্ড
C
ফ্রান্স
D
জার্মানি
শতবর্ষব্যাপী যুদ্ধ:
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- ১৩৩৭ সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড অবৈধভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করেন।
- এতে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ লেগে যায়, যা ১৪৫৩ সাল পর্যন্ত চলে।
- ইতিহাসে এটি শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত।
- 'জোয়ান অব আর্ক' ছিলেন ফ্রান্সের সেনাপতি।
- ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে ফ্রান্সকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই বীর কন্যা।
- এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স।

0
Updated: 1 week ago
শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কত? (আগস্ট, ২০২৫)
Created: 1 week ago
A
২৮টি
B
২৯টি
C
৩০টি
D
৩১টি
শেনজেন অঞ্চল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে, স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহর
-
কার্যকর হওয়ার তারিখ: ২৬ মার্চ ১৯৯৫, যার মাধ্যমে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়
-
শেনজেন ভুক্ত দেশ সংখ্যা: ২৯টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ যোগদানকারী দেশ: রোমানিয়া ও বুলগেরিয়া, যোগদানের তারিখ: ১ জানুয়ারি ২০২৫
উল্লেখযোগ্য:
-
লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না হলেও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago