D-8-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
ঢাকা, বাংলাদেশ
B
ইসলামাবাদ, পাকিস্তান
C
কুয়ালালামপুর, মালয়েশিয়া
D
ইস্তাম্বুল, তুরস্ক
উত্তরের বিবরণ
Developing Eight (D-8) হলো বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
-
প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭
-
প্রতিষ্ঠান ঘোষণা: ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে
-
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
-
মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৯টি [আগস্ট, ২০২৫ অনুযায়ী]
-
সদস্য দেশসমূহ: তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান
-
সাম্প্রতিক কার্যক্রম
-
১৯-২১ জুলাই, ২০২৫: আজারবাইজান, শুশা শহরে অনুষ্ঠিত তৃতীয় শুশা গ্লোবাল মিডিয়া ফোরাম-এ D-8 অংশগ্রহণ করে, যেখানে সদস্য দেশগুলো অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নের বিষয় আলোচনা করে
উৎস:

0
Updated: 21 hours ago
সর্বোচ্চ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুটি? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
চীন ও যুক্তরাষ্ট্র
B
চীন ও ভারত
C
ভারত ও যুক্তরাষ্ট্র
D
ভারত ও রাশিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
সাম্রাজ্যের পতন
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
সংজ্ঞা: গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়।
-
কার্যপ্রণালী:
-
এরা সূর্য থেকে আগত অতিবেগুনী (UV) ও অবলোহিত (IR) রশ্মির কিছু অংশ শোষণ করে।
-
পুনরায় মহাশূন্যে ফিরিয়ে দিয়ে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
-
ফলে পৃথিবীতে জীববৈচিত্র্য টিকে থাকার মতো একটি স্থায়ী তাপমাত্রা বজায় থাকে।
-
-
প্রধান গ্রিন হাউস গ্যাস:
-
জলীয় বাষ্প (H₂O)
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
ক্লোরোফ্লুরোকার্বনস (CFCs)
-
গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ (২০২৫ অনুযায়ী)
-
চীন 🌏
-
যুক্তরাষ্ট্র 🇺🇸
-
ভারত 🇮🇳
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) 🇪🇺
-
রাশিয়া 🇷🇺
উৎস:
i) Investopedia
ii) U.S. Environmental Protection Agency (EPA)

0
Updated: 3 weeks ago
নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
Created: 5 days ago
A
জর্ডান
B
ইরান
C
মিশর
D
মালয়েশিয়া
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘D-8 (Developing Eight)’ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
-
সদস্য দেশগুলো: তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
-
সদরদপ্তর: তুরস্কের ইস্তানবুল শহরে অবস্থিত।
-
বর্তমান মহাসচিব: মালয়েশিয়ার ডাতো’ কু জাফর কু সারী।
-
বর্তমান সভাপতি: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
ভৌগোলিক তথ্য: এটি দক্ষিন-পশ্চিম এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, যার সীমানা উত্তরে সিরিয়া, পূর্বে ইরাক, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে সৌদি আরব, এবং পশ্চিমে ইসরাইল ও ফিলিস্তিন দ্বারা ঘেরা।

0
Updated: 5 days ago
G20 বিশ্বের মোট জিডিপির কত শতাংশের প্রতিনিধিত্ব করে?[ আগস্ট, ২০২৫]
Created: 20 hours ago
A
৭৫%
B
৬০%
C
৮৫%
D
৯০%
G-20 হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম, যা বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। এটি বৈশ্বিক মোট জিডিপির (GDP) ৮৫% এবং আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫%-এর বেশি প্রতিনিধিত্ব করে।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৯
-
ধরন: আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম
-
মোট সদস্য সংখ্যা: ২১টি
-
১৯টি দেশ: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
-
২টি সংস্থা: ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন (২১তম সদস্য)
-
-
সদস্য নয়: সুইজারল্যান্ড
উৎস:

0
Updated: 20 hours ago