ব্রিকসের সর্বশেষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? [আগস্ট, ২০২৫]
A
ভারত
B
ব্রাজিল
C
দক্ষিণ আফ্রিকা
D
চীন
উত্তরের বিবরণ
BRICS হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট, যা প্রধানত emerging economies-এর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গঠিত।
-
পূর্ণরূপ: Brazil, Russia, India, China, South Africa
-
পূর্বনাম: BRIC
-
সদরদপ্তর: নেই
-
বর্তমান সদস্য দেশ [আগস্ট, ২০২৫ অনুযায়ী]: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া
-
সর্বশেষ সম্মেলন: ১৭তম BRICS সম্মেলন, ৬-৭ জুলাই, ২০২৫, রিও ডি জেনেইরো, ব্রাজিল
পর্যবেক্ষক দেশসমূহ
-
আলজেরিয়া, তুরস্ক ও ভিয়েতনাম
-
তারা BRICS-এর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী মতামত বা সহযোগিতা প্রদান করে
উৎস:
0
Updated: 1 month ago
নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
Created: 1 month ago
A
নেপাল
B
মিয়ানমার
C
পাকিস্তান
D
ভারত
মিয়ানমার হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
মূল তথ্য:
-
অবস্থান: দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে বাংলাদেশ ও ভারত, উত্তরে চীন, পূর্বে চীন, লাওস ও থাইল্যান্ড
-
রাজধানী: ইয়াঙ্গুন
-
সরকারী ভাষা: বর্মী
-
মুদ্রা: কিয়াট
উল্লেখযোগ্য:
-
নাসাকা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী
-
২০১৩ সালের পূর্বে নাসাকা সীমান্তরক্ষী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করত
উৎস:
0
Updated: 1 month ago
'UN Ocean Conference-2025' কোথায় অনুষ্ঠিত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
অস্ট্রেলিয়া
B
জার্মানি
C
স্পেন
D
ফ্রান্স
UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল Nice, France-এ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।
0
Updated: 1 month ago
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
Created: 2 months ago
A
ইউরাল পর্বতমালা
B
আল্পস পর্বতমালা
C
এটলাস পর্বতমালা
D
আন্দিজ পর্বতমালা
আন্দিজ পর্বতমালা (Andes Mountains)
-
বিশেষত্ব: পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা
-
অবস্থান: দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর
-
দেশসমূহ: আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা (মোট ৭টি দেশ)
-
দৈর্ঘ্য: প্রায় ৪,৩০০ মাইল
-
প্রস্থ: ১২০–৪৩০ মাইল (প্রায়)
-
উৎপত্তি: পৃথিবীর ভূত্বকের টেকটোনিক প্লেটগুলোর সংযোগের ফলে
-
বিভাগ: উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ, দক্ষিণ আন্দিজ
তথ্যসূত্র: Worldatlas.com
0
Updated: 2 months ago