COMESA কোন ধরণের সংগঠন?
A
সামরিক জোট
B
সাংস্কৃতিক জোট
C
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
D
মানবাধিকার সংগঠন
উত্তরের বিবরণ
COMESA হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ২১টি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল, যা অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে।
-
পূর্ণরূপ: The Common Market for Eastern and Southern Africa
-
প্রকার: আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
-
সদস্য দেশ সংখ্যা: ২১টি দেশ
-
পূর্বসূরি সংগঠন: Preferential Trade Area (PTA), প্রতিষ্ঠিত ১৯৮১ সালে
-
COMESA প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে
-
সদরদপ্তর: লুসাকা, জাম্বিয়া
-
উদ্দেশ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি বৃদ্ধি ও সামষ্টিক উন্নয়ন
উৎস:

0
Updated: 21 hours ago
বর্তমানে এশিয়ায় কতটি দেশ 'Least Developed Countries' হিসেবে স্বীকৃত?
Created: 1 week ago
A
৩২টি
B
৪৪টি
C
৬টি
D
৮টি
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ বলতে সেসব দেশ বুঝায় যেগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়ন অপর্যাপ্ত।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।
- বাংলাদেশ ২০২৬ সালে LDC থেকে উর্ত্তীণ হবে।

0
Updated: 1 week ago
’কালাহারি মরুভূমি’ যে তিনটি দেশে বিস্তৃত?
Created: 1 month ago
A
মিশর, লিবিয়া, চাঁদ
B
নামিবিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া
C
মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া
D
বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা
কালাহারি মরুভূমি (Kalahari Desert)
-
অবস্থান: আফ্রিকা মহাদেশ
-
বিশেষত্ব: আফ্রিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মরুভূমি; বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি
-
দেশসমূহ: বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা (মোট ৩টি দেশ)
-
আয়তন: প্রায় ৯,৩২,০০০ বর্গ কিমি
-
বিস্তার:
-
বতসোয়ানার ৭০% অঞ্চল
-
নামিবিয়ার পূর্ব অংশ
-
দক্ষিণ আফ্রিকার উত্তর অংশ
-
উৎস: Worldatlas.com

0
Updated: 1 month ago
জাতিসংঘ সনদের কত নং ধারা অনুসারে 'সনদ সংশোধন করা যেতে পারে'?
Created: 1 week ago
A
৪৯ নং ধারা
B
১০৮ নং ধারা
C
৪৬ নং ধারা
D
১১০ নং ধারা
জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।
অন্যদিকে,
- ধারা ৪৯: নিরাপত্তা পরিষদ কর্তৃক স্থিরীকৃত কর্মপন্থা অনুসরণ করার জন্য জাতিসংঘের সদস্যরা পারস্পরিক সহযোগিতা প্রদানে স্বীকৃত থাকবে।
- ধারা ৪৬: সামরিক বাহিনী নিয়োগ-সম্পর্কিত পরিকল্পনাদি সামরিক স্টাফ কমিটির সহায়তায় নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রণীত হবে।

0
Updated: 1 week ago