COMESA কোন ধরণের সংগঠন?
A
সামরিক জোট
B
সাংস্কৃতিক জোট
C
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
D
মানবাধিকার সংগঠন
উত্তরের বিবরণ
COMESA হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ২১টি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল, যা অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে।
-
পূর্ণরূপ: The Common Market for Eastern and Southern Africa
-
প্রকার: আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
-
সদস্য দেশ সংখ্যা: ২১টি দেশ
-
পূর্বসূরি সংগঠন: Preferential Trade Area (PTA), প্রতিষ্ঠিত ১৯৮১ সালে
-
COMESA প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে
-
সদরদপ্তর: লুসাকা, জাম্বিয়া
-
উদ্দেশ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি বৃদ্ধি ও সামষ্টিক উন্নয়ন
উৎস:
0
Updated: 1 month ago
Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
Masato Kanda
B
Paul P. Harris
C
Takashi Watanabe
D
Klaus Schwab
Rotary International হলো একটি বিশ্বব্যাপী মানবসেবামূলক সংগঠন, যা সমাজসেবা, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণে কাজ করে আসছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫
-
প্রতিষ্ঠাতা: Paul P. Harris
-
প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA
-
প্রধান কার্যালয়: Evanston, Illinois, United States
-
প্রধান ভাষা: ইংরেজি (তবে প্রতিটি দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)
লক্ষ্য ও উদ্দেশ্য
-
পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা
-
মূলনীতি: Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)
-
আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় কাজ করা
উৎস:
0
Updated: 1 month ago
বাসেল কনভেনশন গৃহীত হয় কবে?
Created: 1 month ago
A
১৯৮৬ সালে
B
১৯৮৯ সালে
C
১৯৯২ সালে
D
১৯৯৭ সালে
বাসেল কনভেনশন হলো বিপদজনক বর্জ্যের দেশান্তর সীমান্ত চলাচল এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি।
বাসেল কনভেনশন সম্পর্কিত তথ্য:
-
পূর্ণনাম: The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৯, সুইজারল্যান্ডের বাসেল শহরে
-
কার্যক্রম শুরু: ৫ মে, ১৯৯২
-
বাংলাদেশকে অনুমোদন: ১৯৯৩
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটিতে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা রয়েছে?
Created: 1 month ago
A
পাকিস্তান
B
ভারত
C
মালদ্বীপ
D
ভুটান
রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা (Presidential System of Government):
-
নির্বাহী ক্ষমতা: রাষ্ট্রের সব নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত থাকে।
-
নির্বাচন পদ্ধতি: রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
-
পদ ও দায়িত্ব: রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্রের প্রধান (Head of State) ও সরকারের প্রধান (Head of Government)।
-
কেন্দ্রীয় বৈশিষ্ট্য:
-
রাষ্ট্রপতি সরকার পরিচালনা ও নীতি নির্ধারণে প্রধান ভূমিকা পালন করেন।
-
সংসদ বা আইনসভা স্বাধীনভাবে আইন প্রণয়ন করে, তবে কার্যকর প্রয়োগের জন্য রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।
-
-
রাষ্ট্রপতি শাসিত দেশ: যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ইন্দোনেশিয়া।
-
সংসদীয় (Prime Minister) শাসিত দেশ: পাকিস্তান ও ভারত।
0
Updated: 1 month ago