ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
A
বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
B
মেমোরী চিপ হিসেবে
C
চুম্বক ক্ষেত্র হিসেবে
D
কার্বন ক্ষেত্র হিসেবে
উত্তরের বিবরণ
কম্পিউটার ও ক্যাসেট প্লেয়ারে ব্যবহৃত টেপ বা স্মৃতির ফিতায় সাধারণত সিরামিক চুম্বক ব্যবহৃত হয়। এই ফিতায় প্রয়োগ করা হয় ক্রোমিয়াম ডাই অক্সাইড (CrO₂) নামক পদার্থ,
যার বৈশিষ্ট্য হলো—একবার বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করার পর তা সরিয়ে নিলেও অধিকাংশ চৌম্বক আবিষ্টতা অটুট থাকে।
এ কারণে এই চৌম্বকত্বকে স্থায়ী ধরা হয়। চৌম্বক শক্তিকে ব্যবহার করেই মূলত শব্দ সংরক্ষণের কাজটি সম্পন্ন হয়।
১৯৩০-এর দশকে জার্মানিতে প্রথম আবিষ্কৃত হয়েছিল চৌম্বকীয় রেকর্ডিং পদ্ধতি, যা পরবর্তীতে ক্যাসেট টেপের মাধ্যমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।
যে ধরনের কৃত্রিম চুম্বকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র অপসারিত হলেও চৌম্বকীয়তা সহজে বিলুপ্ত হয় না, তাকে বলা হয় স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক সাধারণত দুই প্রকারের হয়ে থাকে—সংকর চুম্বক এবং সিরামিক চুম্বক।
উৎস:
-
পদার্থবিজ্ঞান (নবম-দশম শ্রেণি), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
-
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
0
Updated: 3 months ago
নিচের কোন যন্ত্রটি উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করতে পারে?
Created: 1 month ago
A
ট্রান্সফরমার
B
ব্যাটারি
C
জেনারেটর
D
মোটর
ট্রান্সফরমার (Transformer)
-
যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, তাকে ট্রান্সফরমার বলে।
-
ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র, যা কেবলমাত্র পরিবর্তী প্রবাহে (AC) কাজ করে।
-
এটি কাজ করে তড়িৎচৌম্বক আবেশের (Electromagnetic Induction) নীতির ওপর।
-
ট্রান্সফরমারের মধ্যে সাধারণত দুটি কুণ্ডলী থাকে—
১. প্রাইমারি কুণ্ডলী
২. সেকেন্ডারি কুণ্ডলী -
ট্রান্সফরমার প্রধানত দুই ধরনের হয়:
১. স্টেপ-আপ ট্রান্সফরমার → নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে।
২. স্টেপ-ডাউন ট্রান্সফরমার → উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করে।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
Created: 3 months ago
A
স্ফিগমোম্যানোমিটার
B
স্টেথস্কোপ
C
কার্ডিওগ্রাফ
D
ইকোকার্ডিওগ্রাফ
হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের কারণে রক্ত যখন ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন ধমনিপ্রাচীরে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলা হয়।
-
সাধারণত রক্তচাপ বলতে ধমনির রক্তচাপকেই বোঝানো হয়।
-
যখন হৃৎপিণ্ড সঙ্কুচিত অবস্থায় থাকে (সিস্টোল), তখন ধমনিতে যে উচ্চ চাপ থাকে তাকে সিস্টোলিক রক্তচাপ বলা হয়।
-
আর যখন হৃৎপিণ্ড বিশ্রামে থাকে (ডায়াস্টোল), তখন ধমনিতে যে নিম্ন চাপ থাকে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে।
-
রক্তচাপ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র হলো স্ফিগমোম্যানোমিটার।
অন্যদিকে,
-
হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ শোনা ও নির্ণয়ের যন্ত্র হল স্টেথোস্কোপ।
-
আর হৃৎপিণ্ডের গতি নির্ণয়ের যন্ত্র হলো কার্ডিওগ্রাফ।
উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 3 months ago
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
Created: 3 months ago
A
তরল পদার্থ
B
বায়বীয় পদার্থ
C
কঠিন পদার্থ
D
নরম পদার্থ
তাপ প্রয়োগ করলে সকল ধরনের পদার্থই প্রসারিত হয়। তবে কোন পদার্থ কতটা প্রসারিত হবে, তা নির্ভর করে তার অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণের উপর। গ্যাসীয় পদার্থে এই আকর্ষণ সবচেয়ে কম,
তাই তাপের প্রভাবে গ্যাস পদার্থই সর্বাধিক প্রসারিত হয়। অন্যদিকে, কঠিন ও তরল পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ তুলনামূলক বেশি হওয়ায় এদের প্রসারণ তুলনামূলকভাবে কম হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি
0
Updated: 3 months ago