ADB-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
A
৭১টি
B
৬৯টি
C
৬৫টি
D
৬০টি
উত্তরের বিবরণ
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) একটি আঞ্চলিক উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
-
পূর্ণরূপ: Asian Development Bank
-
প্রতিষ্ঠার তারিখ: ২২ আগস্ট, ১৯৬৬
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৯ ডিসেম্বর, ১৯৬৬
-
সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৯টি দেশ [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে
-
১৯টি দেশ অন্যান্য অঞ্চল থেকে
-
-
সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল (সেপ্টেম্বর ২০২৪-এ যুক্ত হয়)
-
বর্তমান প্রেসিডেন্ট: Masato Kanda [আগস্ট ২০২৫ অনুযায়ী]
ঐতিহাসিক তথ্য
-
এশীয় উন্নয়ন ব্যাংক প্রথমে ৩১টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল
-
প্রথম সভাপতি: তাকেশি ওয়াতানাবে
উৎস:

0
Updated: 21 hours ago
নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
ভারত
C
জার্মানি
D
পাকিস্তান
জার্মানির পারমাণবিক অবস্থান:
-
জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়।
-
এটি NPT (Non-Proliferation Treaty) এর সদস্য এবং তার নিরাপত্তা নির্ভর করে NATO ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাউনি/নিরাপত্তার ওপর।
-
জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে, তবে নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের হাতে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উদাহরণ:
-
চীন (১৯৬৪)
-
ভারত (১৯৭৪, "Smiling Buddha")
-
পাকিস্তান (১৯৯৮)
উৎস: Britannica, The Daily Star।

0
Updated: 1 month ago
নিচের কোনটি RCEP সদস্য রাষ্ট্র নয়? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
ভারত
RCEP (Regional Comprehensive Economic Partnership)
-
পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership
-
প্রকৃতি: আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Largest Regional Free Trade Agreement)
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
স্বাক্ষরিত: ১৫ নভেম্বর, ২০২০
-
কার্যকর: ১ জানুয়ারি, ২০২২
-
-
স্বাক্ষরকারী দেশ: ১৫টি
ASEAN সদস্য দেশ (১০টি):
-
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার
ASEAN সদস্য বহির্ভূত দেশ (৫টি):
-
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
-
ভূমিকা ও লক্ষ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি
-
মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ
-
ASEAN-এর FTA কৌশলকে সমর্থন
-
-
বিশেষ দ্রষ্টব্য: ভারত RCEP-এর সদস্য নয়
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 1 month ago
'কার্বন ক্রেডিট’ এর ধারণাটি সর্বপ্রথম কোন সংগঠন দেয়?
Created: 1 week ago
A
UNFCCC
B
IUCN
C
IPCC
D
UNEP
• ১৯৯৭ সালের কিয়োটো প্রোটোকল-এর অধীনে কার্বন ক্রেডিট চালু হয়, যার তত্ত্বাবধানে রয়েছে UNFCCC।
• কিয়োটো প্রোটোকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- ‘কার্বন ক্রেডিট’ এর ধারণা দেয় কিয়োটা প্রোটোকল।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- এই চুক্তির মূল বিষয়: গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।

0
Updated: 1 week ago