Rotary International-এর প্রতিষ্ঠাতা কে?
A
Masato Kanda
B
Paul P. Harris
C
Takashi Watanabe
D
Klaus Schwab
উত্তরের বিবরণ
Rotary International হলো একটি বিশ্বব্যাপী মানবসেবামূলক সংগঠন, যা সমাজসেবা, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণে কাজ করে আসছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫
-
প্রতিষ্ঠাতা: Paul P. Harris
-
প্রথম ক্লাব: Rotary Club of Chicago, Illinois, USA
-
প্রধান কার্যালয়: Evanston, Illinois, United States
-
প্রধান ভাষা: ইংরেজি (তবে প্রতিটি দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)
লক্ষ্য ও উদ্দেশ্য
-
পেশাগত ও সমাজসেবামূলক কাজে নেতাদের একত্র করা
-
মূলনীতি: Service Above Self (নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা)
-
আন্তর্জাতিক সেবা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় কাজ করা
উৎস:

0
Updated: 21 hours ago
’পিরামিড অব দ্য সান’ কোন দেশে অবস্থিত?
Created: 1 week ago
A
মেক্সিকো
B
মিশর
C
দক্ষিণ সুদান
D
ব্রাজিল
মেক্সিকোর প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো পিরামিড অব দ্য সান, যা ইতিহাস ও প্রত্নতত্ত্বের দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। এটি বিশ্বের অন্যতম পরিচিত পিরামিড স্থাপনা।
-
পিরামিড অব দ্য সান: মেক্সিকো সিটি থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত।
-
এটি মহাশক্তিশালী অ্যাজটেক সভ্যতার বৃহত্তম পিরামিড।
-
ধারণা করা হয়, খ্রিস্ট জন্মের প্রায় ১০০ বছর পর এটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল।
অন্যদিকে,
-
সর্বাধিক পিরামিডের দেশ হলো সুদান।
-
বিশ্বের পিরামিডগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ হলো মেক্সিকোর পিরামিড অব দ্য সান এবং পিরামিড অব দ্য মুন, যেগুলো বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির তত্ত্বাবধানে রয়েছে।
-
পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হলো গিজার মহা পিরামিড বা খুফুর পিরামিড, যা মিসরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত।
উৎস:

0
Updated: 1 week ago
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কোনটি?
Created: 1 week ago
A
জুলাই বিপ্লব
B
সেপ্টেম্বর বিপ্লব
C
অক্টোবর বিপ্লব
D
নভেম্বর বিপ্লব
রুশ বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়, যেখানে মূলত দুটি বড় বিপ্লব ঘটে। এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব এবং বলশেভিক বিপ্লব, যেগুলোকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব বলা হয়।
-
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়
-
এর ফলে জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত ও বন্দি হন
-
১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) খাদ্য সংকটকে কেন্দ্র করে দাঙ্গা শুরু হয়
-
সেনাবাহিনী বিদ্রোহীদের সমর্থন দিলে নিকোলাস বাধ্য হয়ে সিংহাসন ত্যাগ করেন
-
এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার রাজতন্ত্রের পতন ঘটে
-
-
বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপ হলো বলশেভিক বা অক্টোবর বিপ্লব
-
এর ফলে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
-
এই বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি
-
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 1 month ago