MERCOSUR কোন অঞ্চলের বাণিজ্য জোট?
A
উত্তর আমেরিকা
B
দক্ষিণ আমেরিকা
C
দক্ষিণ-পূর্ব এশিয়া
D
উত্তর আফ্রিকা
উত্তরের বিবরণ
MERCOSUR দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্য জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ২৬ মার্চ, ১৯৯১
-
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asuncion
-
চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে
-
সদরদপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে
-
প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ
-
বর্তমান সদস্য দেশ: ৬টি – আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে ও ভেনেজুয়েলা [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
বিশেষ অবস্থা: ভেনেজুয়েলার সদস্যপদ ২০১৬ সালে স্থগিত করা হয়
-
সহযোগী সদস্য দেশ: পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম ও কলম্বিয়া
উৎস:
0
Updated: 1 month ago
ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি -
Created: 2 months ago
A
অস্ট্রেলিয়া
B
কানাডা
C
অস্ট্রিয়া
D
মেক্সিকো
কানাডা সম্পর্কে তথ্য
-
উপাখ্যান: ম্যাপল পাতার দেশ
-
দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং জনজীবনে এর গুরুত্বের কারণে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
-
জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
-
বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০% কানাডা থেকে রপ্তানি হয়।
-
-
অবস্থান ও আয়তন:
-
কানাডা উত্তর আমেরিকাতে অবস্থিত।
-
আয়তনে এটি পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
-
-
রাজধানী ও প্রধান শহর:
-
রাজধানী: অটোয়া
-
বৃহত্তম শহর: টরেন্টো
-
-
রাজনৈতিক ব্যবস্থা:
-
কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
-
তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট
0
Updated: 2 months ago
কোন দেশ বিশ্বব্যাংকের কাছ থেকে প্রথম ঋণ গ্রহণ করে?
Created: 1 month ago
A
ভারত
B
ব্রাজিল
C
ফ্রান্স
D
কোনটি নয়
ফ্রান্স বিশ্ব ব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে, যা ১৯৪৭ সালের ৯ মে ঘটে। এই দিন বিশ্ব ব্যাংক ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।
বিশ্ব ব্যাংক:
-
প্রতিষ্ঠিত: ১৯৪৪ সালে, কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৮৯টি দেশ।
-
ধরণ: একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা।
-
কার্যক্রম: উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান।
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র।
বিশ্ব ব্যাংক পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত:
-
IBRD (International Bank for Reconstruction and Development)
-
IFC (International Finance Corporation)
-
IDA (International Development Association)
-
ICSID (International Centre for Settlement of Investment Disputes)
-
MIGA (Multilateral Investment Guarantee Agency)
0
Updated: 1 month ago
বর্তমানে সামরিক খাতে ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
সৌদি আরব
B
যুক্তরাষ্ট্র
C
রাশিয়া
D
চীন
সামরিক ব্যয় র্যাংকিং-২০২৫ অনুযায়ী বিশ্বের শীর্ষ ৫ দেশ Defense Spending by Country 2025 প্রতিবেদনের ভিত্তিতে নির্ধারিত হয়েছে।
শীর্ষ ৫ দেশ:
১. যুক্তরাষ্ট্র
২. চীন
৩. রাশিয়া
৪. ভারত
৫. সৌদি আরব
এই র্যাংকিং গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে অন্তর্ভুক্ত করে তৈরি করেছে।
0
Updated: 1 month ago