স্কাউট আন্দোলনের মূলমন্ত্র কী?
A
Truth and Loyalty
B
Be Prepared
C
Duty First
D
Always Active
উত্তরের বিবরণ
স্কাউট আন্দোলনের মূলমন্ত্র হলো "Be Prepared" (প্রস্তুত থাকো)। এটি বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের এক অনন্য সামাজিক আন্দোলন।
-
প্রতিষ্ঠার সাল: ১৯০৭
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড (১৯০৭)
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
মূল উদ্দেশ্য
-
তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশ ঘটিয়ে ভালো নাগরিক তৈরি করা
-
মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
-
মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন
ঐতিহাসিক তথ্য
-
১৯০৮: রবার্ট ব্যাডেন-পাওয়েলের লেখা “Scouting for Boys” বই প্রকাশিত হয়, যা আন্দোলনের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
-
১৯১০: নারীদের জন্য Girl Guides প্রতিষ্ঠিত হয়
-
১৯২০: প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় লন্ডনে
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠিত হয়
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 21 hours ago
বাসেল কনভেনশন কত সালে গৃহীত হয়?
Created: 3 weeks ago
A
১৯৮২ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
বাসেল কনভেনশন
সাম্রাজ্যের পতন
বাসেল কনভেনশন
-
পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
-
বিষয়: বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি।
-
গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯
-
স্থান: বাসেল, সুইজারল্যান্ড
-
কার্যকর হয়: ৫ মে, ১৯৯২
-
সদস্য রাষ্ট্র: ১৯১টি
-
স্বাক্ষরকারী রাষ্ট্র: ৫৩টি
উদ্দেশ্য
-
উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-
বিপজ্জনক বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
-
আন্তঃসীমান্ত চলাচল যতটা সম্ভব হ্রাস করা।
বাংলাদেশ ও বাসেল কনভেনশন
-
বাংলাদেশ ১৯৯৩ সালের ৩০ জুন বাসেল কনভেনশন কার্যকর করে।
উৎস: UN Basel Convention ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
পরিবেশগত ' জৈব নিরাপত্তা বিষয়ক' চুক্তি কোনটি?
Created: 1 week ago
A
কার্টাগেনা প্রটোকল
B
মিনামাটা কনভেনশন
C
বাসেল কনভেনশন
D
ভিয়েনা কনভেনশন
পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তির বিষয়বস্তু:
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জীববৈচিত্র্য নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
- কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity.
- কার্টাগেনা প্রটোকল গৃহীত হয় ২০০০ সালের ১৯ জানুয়ারি।
- কার্টাগেনা প্রটোকল চুক্তিটি কানাডার মনট্রিলে ২০০৩ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।
অন্যদিকে,
- ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তরের সুরক্ষা চুক্তি।
- বাসেল কনভেনশন হলো ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক চুক্তি।
- মিনামাটা কনভেনশন হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশগত নৃতাত্ত্বিক নির্গমন এবং পারদ যৌগের নির্গমন থেকে রক্ষা বিষয়ক চুক্তি।

0
Updated: 1 week ago
‘পোপ’ কোন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু?
Created: 1 month ago
A
ইসলাম
B
খ্রিস্টান
C
হিন্দু
D
বৌদ্ধ
পোপ
-
‘পোপ’ হলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু।
-
তিনি রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং প্রাতিষ্ঠানিক প্রধান।
-
পোপকে খ্রিস্টান ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।
-
পোপ হিসাবে নির্বাচিত ব্যক্তি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধানও হন।
বর্তমান পোপ:
-
নাম: রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট
-
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ
-
পরিচিত পোপ চতুর্দশ লিও নামে
-
নির্বাচিত হন ৮ মে, ২০২৫
-
নির্বাচনে অংশগ্রহণকারী কার্ডিনাল সংখ্যা: ১৩৩, যারা বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে উপস্থিত ছিলেন
তথ্যসূত্র: বিবিসি

0
Updated: 1 month ago