জি-৭ এর এশিয়ার সদস্য দেশ- [আগস্ট, ২০২৫]
A
দক্ষিণ কোরিয়া
B
জাপান
C
চীন
D
ভারত
উত্তরের বিবরণ
জি-৭ মূলত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি জোট, যেখানে একমাত্র এশীয় সদস্য দেশ হলো জাপান।
-
প্রকৃতি: শিল্পোন্নত ৭টি দেশের সরকারপ্রধানদের জোট
-
পূর্ববর্তী নাম: G-8
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সাল
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র (মোট ৬টি)
-
পরবর্তী সদস্যপদ: কানাডা (এক বছর পর যুক্ত হয়)
-
বর্তমান সদস্য রাষ্ট্র: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র (মোট ৭টি)
সম্মেলন সংক্রান্ত তথ্য
-
সর্বশেষ শীর্ষ সম্মেলন: ১৬–১৭ জুন, ২০২৫, আলবার্টা, কানাডা
-
পরবর্তী (৫২তম) শীর্ষ সম্মেলন: ২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে
ঐতিহাসিক প্রেক্ষাপট
-
১৯৯৮ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে রাশিয়া পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়ে G-7 থেকে G-8 হয়
-
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করলে অন্য সদস্যরা তাকে বহিষ্কার করে
-
এর ফলে সংগঠনটি আবার G-7 নামে পরিচিত হয়
উৎস:
0
Updated: 1 month ago
নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি (Open Door Policy) ন্যাটোর কোন অনুচ্ছেদে অলোকপাত করা হয়েছে?
Created: 1 month ago
A
অলোকপাত
B
অনুচ্ছেদ ১৪
C
অনুচ্ছেদ ১০
D
অনুচ্ছেদ ৫
ন্যাটো (NATO) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যার পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization।
ন্যাটো:
-
সংস্থাটি ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়।
-
ন্যাটোর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
-
বর্তমান মহাপরিচালক: Mark Rutte (আগস্ট ২০২৫ অনুযায়ী)।
-
প্রতিষ্ঠার সময় ন্যাটোর প্রাথমিক সদস্য সংখ্যা ১২টি দেশ ছিল। পরবর্তীতে আরও দেশ যোগ হওয়ায় সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
-
ন্যাটোর দুইটি মুসলিম দেশ: তুরস্ক (১৯৫২) এবং আলবেনিয়া (২০০৯)।
-
সর্বশেষ, ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য হিসেবে যোগ দেয়।
-
বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩২টি।
-
ন্যাটোর অনুচ্ছেদ-১০ অনুযায়ী Open Door Policy বা নতুন সদস্য অন্তর্ভুক্তি নীতি কার্যকর, যার অধীনে নতুন রাষ্ট্র ন্যাটোতে যোগ দিতে পারে।
0
Updated: 1 month ago
নিরক্ষীয় তল
থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?নিরনির
Created: 1 day ago
A
১৮০°
B
৩৬০°
C
৯০°
D
০°
নিরক্ষীয় তল
(Equatorial
plane) পৃথিবীর মাঝ
বরাবর একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। নিরক্ষরেখা
থেকে উত্তর বা দক্ষিণ মেরু পর্যন্ত অক্ষাংশের দূরত্ব ৯০° হয়। অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর
মেরু পর্যন্ত কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ হলো ৯০° উত্তর অক্ষাংশ (90° N)।
0
Updated: 1 day ago
শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কত? (আগস্ট, ২০২৫)
Created: 1 month ago
A
২৮টি
B
২৯টি
C
৩০টি
D
৩১টি
শেনজেন অঞ্চল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে, স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহর
-
কার্যকর হওয়ার তারিখ: ২৬ মার্চ ১৯৯৫, যার মাধ্যমে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়
-
শেনজেন ভুক্ত দেশ সংখ্যা: ২৯টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ যোগদানকারী দেশ: রোমানিয়া ও বুলগেরিয়া, যোগদানের তারিখ: ১ জানুয়ারি ২০২৫
উল্লেখযোগ্য:
-
লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না হলেও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago