জি-৭ এর এশিয়ার সদস্য দেশ- [আগস্ট, ২০২৫]
A
দক্ষিণ কোরিয়া
B
জাপান
C
চীন
D
ভারত
উত্তরের বিবরণ
জি-৭ মূলত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি জোট, যেখানে একমাত্র এশীয় সদস্য দেশ হলো জাপান।
-
প্রকৃতি: শিল্পোন্নত ৭টি দেশের সরকারপ্রধানদের জোট
-
পূর্ববর্তী নাম: G-8
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সাল
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র (মোট ৬টি)
-
পরবর্তী সদস্যপদ: কানাডা (এক বছর পর যুক্ত হয়)
-
বর্তমান সদস্য রাষ্ট্র: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র (মোট ৭টি)
সম্মেলন সংক্রান্ত তথ্য
-
সর্বশেষ শীর্ষ সম্মেলন: ১৬–১৭ জুন, ২০২৫, আলবার্টা, কানাডা
-
পরবর্তী (৫২তম) শীর্ষ সম্মেলন: ২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে
ঐতিহাসিক প্রেক্ষাপট
-
১৯৯৮ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে রাশিয়া পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়ে G-7 থেকে G-8 হয়
-
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করলে অন্য সদস্যরা তাকে বহিষ্কার করে
-
এর ফলে সংগঠনটি আবার G-7 নামে পরিচিত হয়
উৎস:

0
Updated: 21 hours ago
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC এর সদস্য?
Created: 1 week ago
A
বলিভিয়া
B
চিলি
C
পেরু
D
সুরিনাম
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট, যা বিশেষ করে ইসলামি বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করে। OIC-এর পূর্ণরূপ হলো The Organisation of Islamic Cooperation।
-
গঠিত প্রেক্ষাপট: ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরানোর ঘটনা
-
গঠন পদ্ধতি: রাবাত সম্মেলনের মাধ্যমে
-
প্রতিষ্ঠার স্থান: মরক্কো
-
প্রতিষ্ঠিত তারিখ: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম) – আগস্ট, ২০২৫
-
মহাসচিবের মেয়াদ: ৫ বছর
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৫৭টি (আগস্ট, ২০২৫)
-
দক্ষিণ আমেরিকার দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC-এর সদস্য
-
ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য
-
বাংলাদেশ প্রথমবার অংশগ্রহণ করে ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
Amnesty International এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 9 hours ago
A
লন্ডন
B
নিউইয়র্ক
C
মন্ট্রিল
D
নাইরোবি
Amnesty
International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা।
- আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার - সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠা- ১৯৬১, লন্ডন।
- প্রতিষ্ঠাতা – পিটার বেনেনসন, এরিক বেকার।
- সদর দপ্তর- লন্ডন।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ ১৯৭৭ সালে।
- বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।

0
Updated: 9 hours ago
লায়ন ক্লাবস ইন্টারনন্যাশনালের প্রতিষ্ঠাতা কে?
Created: 21 hours ago
A
পল পি. হ্যারিস
B
মেলভিন জোন্স
C
মাসাতো কান্দা
D
রবার্ট ব্যাডেন-পাওয়েল
Lions Clubs International হলো বিশ্বের বৃহত্তম মানবসেবামূলক সংগঠন, যা সমাজসেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে আসছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ৭ জুন, ১৯১৭
-
প্রতিষ্ঠাতা: মেলভিন জোন্স (Melvin Jones)
-
প্রথম ক্লাব: Chicago, Illinois, USA
-
প্রধান কার্যালয়: Oak Brook, Illinois, United States
-
প্রধান ভাষা: ইংরেজি (তবে প্রতিটি দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম পরিচালিত হয়)
উদ্দেশ্য ও লক্ষ্য
-
মানবসেবামূলক কাজের মাধ্যমে সমাজের উন্নয়ন
-
দৃষ্টিশক্তি রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, শিশু ও বৃদ্ধদের কল্যাণে কাজ করা
-
মূল মন্ত্র: "We Serve" (আমরা সেবা করি)
-
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সেবা প্রদান
-
সামাজিক নেতৃত্ব, নৈতিকতা ও সম্প্রদায়ে সহযোগিতা বৃদ্ধি
বিশেষ তথ্য
-
বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৪০,০০০-এর বেশি ক্লাব রয়েছে
-
২০ মিলিয়নেরও বেশি সদস্য সক্রিয়ভাবে কাজ করছে
-
Lions Clubs Sights First প্রোগ্রাম দৃষ্টিশক্তি রক্ষা ও চোখের স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে
-
Lions Clubs বহুবার আন্তর্জাতিক ও জাতীয় স্তরে মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রকল্পে নেতৃত্ব দিয়েছে
উৎস:

0
Updated: 21 hours ago