সর্বপ্রথম ওপেকের সদর দপ্তর কোথায় স্থাপিত ছিল?
A
কারাকাস, ভেনেজুয়েলা
B
জেনেভা, সুইজারল্যান্ড
C
বাগদাদ, ইরাক
D
তেহরান, ইরান
উত্তরের বিবরণ
ওপেক একটি আন্তর্জাতিক জোট, যেখানে তেল রপ্তানিকারক দেশগুলো একত্র হয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে নিজেদের স্বার্থ রক্ষা ও নীতি সমন্বয়ের জন্য কাজ করে।
-
পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries (OPEC)
-
প্রতিষ্ঠার প্রক্রিয়া: বাগদাদ কনফারেন্সের মাধ্যমে
-
প্রতিষ্ঠার প্রস্তাবক দেশ: ভেনেজুয়েলা
-
প্রতিষ্ঠাকাল: সেপ্টেম্বর, ১৯৬০
-
প্রতিষ্ঠাস্থল: বাগদাদ, ইরাক
-
প্রাথমিক সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা (মোট ৫টি)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভায় ছিল)
-
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি দেশ [আগস্ট, ২০২৫ অনুযায়ী]
অতিরিক্ত তথ্য হিসেবে,
-
কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে
-
ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে; জানুয়ারি ২০১৬-তে পুনরায় সক্রিয় করে, তবে নভেম্বরে আবার স্থগিত করে
উৎস:

0
Updated: 21 hours ago
উইঘুর মুসলিম সম্প্রদায় নিচের কোন দেশে বসবাস করে?
Created: 9 hours ago
A
তুরস্ক
B
চীন
C
রাশিয়া
D
পাকিস্তান
উইঘুর মুসলমান:
- উইঘুর মুসলমান জাতি হলো মূলত চীন বসবাস কারী গোষ্ঠী।
- জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে বসবাসকারী একটি তুর্কিক ভাষাভাষী মুসলিম জাতিগোষ্ঠী।
- তারা জাতিগতভাবে তুর্কি গোত্রভুক্ত এবং ধর্মীয়ভাবে ইসলামের অনুসারী।
- ধর্ম: ইসলাম (সুন্নি মুসলমান)
- ভাষা: উইঘুর ভাষা (Uyghur language), এটি একটি তুর্কিক ভাষা।
- প্রধান আবাসস্থল: জিনজিয়াং (Xinjiang), পশ্চিম চীন।
উল্লেখ্য,
উজবেকিস্তান, কাজাখস্তান এবং কিরগিজস্তানে বসবাস করে।

0
Updated: 9 hours ago
"Clean Development Mechanism" নিম্নের কোন চুক্তির অংশ?
Created: 3 weeks ago
A
প্যারিস জলবায়ু চুক্তি
B
কিয়োটো প্রোটোকল
C
রটারডাম কনভেনশন
D
কার্টাগেনা প্রোটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
কিয়োটো চুক্তি
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
সংজ্ঞা: কিয়োটো প্রটোকল হলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাসের (GHG) নির্গমন হ্রাসে বাধ্যতামূলক করা আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরিত: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
স্থান: কিয়োটো, জাপান
-
স্বাক্ষরকারী দেশ: ৮৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৯২টি
লক্ষ্য ও উদ্দেশ্য
-
গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস:
-
প্রোটোকলের অধীনে শিল্পোন্নত দেশগুলোকে নির্দিষ্ট হারে GHG নির্গমন হ্রাসের লক্ষ্য দেওয়া হয়েছে।
-
নীতি: “common but differentiated responsibility and respective capabilities”
-
উন্নত দেশগুলোকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, কারণ তারা ইতিহাসে বেশি GHG নির্গমনের জন্য দায়ী।
-
-
Clean Development Mechanism (CDM):
-
কিয়োটো প্রটোকলের ১২ অনুচ্ছেদের আওতায় CDM চালু।
-
উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশে বিনিয়োগ করে বা প্রকল্প বাস্তবায়ন করে GHG নির্গমন কমাতে পারে।
-
এর মাধ্যমে দেশগুলো নিজেদের নির্গমন হ্রাসের বাধ্যবাধকতা পূরণ করতে পারে।
-
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
চীন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে কোন স্থানে?
Created: 1 week ago
A
লুপ নার
B
মরুরোয়া দ্বীপ
C
পুঙ্গগেয়রি
D
কিরিতিমাতি দ্বীপ
পারমাণবিক অস্ত্র পরীক্ষার ইতিহাসে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন সময়ে প্রথমবারের মতো পরীক্ষা পরিচালনা করেছে। এসব পরীক্ষা মূলত সামরিক সক্ষমতা প্রদর্শন এবং প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে করা হয়।
-
যুক্তরাষ্ট্র: ১৯৪৫ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা; স্থান – নিউ মেক্সিকো।
-
রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন): ১৯৪৯ সালে; স্থান – সেমিপালাটিনস্ক।
-
যুক্তরাজ্য: ১৯৫২ সালে; স্থান – অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মন্টে বেলো দ্বীপপুঞ্জ।
-
ফ্রান্স: ১৯৬০ সালে; স্থান – আলজেরিয়ার সাহারা মরুভূমি।
-
চীন: ১৯৬৪ সালে; স্থান – লুপ নার।
-
ভারত: ১৯৭৪ সালে প্রথমবার পোখরান এলাকায় পরীক্ষা এবং ১৯৯৮ সালে আবারও পরীক্ষা চালায়।
-
পাকিস্তান: ১৯৯৮ সালে; স্থান – চাগাই।
-
উত্তর কোরিয়া: ২০০৬ সালে; স্থান – পুঙ্গগেয়রি।
উৎস:

0
Updated: 1 week ago