G-77 কোন অধিবেশনে প্রতিষ্ঠিত হয়েছিল?
A
WTO- এর প্রথম অধিবেশন
B
UNCTAD- এর প্রথম অধিবেশন
C
UNESCO- এর প্রথম অধিবেশন
D
FAO- এর প্রথম অধিবেশন
উত্তরের বিবরণ
Group of 77 একটি আন্তর্জাতিক সংগঠন যা মূলত উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা ও বৈশ্বিক পর্যায়ে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উপস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৫ জুন, ১৯৬৪
-
প্রতিষ্ঠাস্থল: জেনেভা, সুইজারল্যান্ড (UNCTAD-এর প্রথম অধিবেশনে)
-
প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন এবং জাতিসংঘে সমন্বিত অবস্থান প্রকাশ
-
প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ [আগস্ট ২০২৫], তবে নাম G-77 ঐতিহাসিক কারণে অপরিবর্তিত রাখা হয়েছে
-
বাংলাদেশ: ১৯৭৩ সালে সদস্যপদ লাভ করে
-
সাম্প্রতিক কার্যক্রম: ২০২৩ সালে হাভানায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে বৈশ্বিক বৈষম্য কমানোর আহ্বান জানানো হয়
অতিরিক্ত তথ্য হিসেবে উল্লেখযোগ্য,
-
প্রথমবারের মতো “Ministerial Meeting of the Group of 77” অনুষ্ঠিত হয় আলজিয়ার্স (আলজেরিয়া), ১০-২৫ অক্টোবর ১৯৬৭
-
ঐ সম্মেলনে Charter of Algiers গৃহীত হয়
-
এর ফলে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে এবং G-77 বিভিন্ন Chapter প্রতিষ্ঠা করে
উৎস:
0
Updated: 1 month ago
ডেড সি বা মৃত সাগর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ইরাক ও সিরিয়া
B
জর্ডান ও ইসরায়েল
C
ইরান ও কুয়েত
D
তুরস্ক ও লেবানন
ডেড সি (Dead Sea)
-
অন্য নাম: লবণ সাগর
-
অবস্থান: দক্ষিণ-পশ্চিম এশিয়া, জর্ডান ও ইসরায়েলের মধ্যবর্তী অঞ্চল
-
উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩০.৫ মিটার নিচে (পৃথিবীর সর্বনিম্ন স্থলভূমি)
-
লবণাক্ততা: সাধারণ সমুদ্রের তুলনায় প্রায় ১০ গুণ বেশি
-
প্রধান পানির উৎস: জর্ডান নদী
-
প্রাকৃতিক নিষ্কাশন: নেই; পানি প্রধানত বাষ্পীভবনের মাধ্যমে হারায়
উৎস: Britannica.com
0
Updated: 2 months ago
ন্যাটো’র সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
হেগ, নেদারল্যান্ডস
B
ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
অটোয়া, কানাডা
ন্যাটো শীর্ষ সম্মেলন ২০২৫
-
স্থান: হেগ, নেদারল্যান্ড
-
সময়: ২৪–২৫ জুন (দুই দিনব্যাপী)
-
মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা ব্যয়
ন্যাটো (NATO) সম্পর্কে তথ্য:
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organization
-
গঠিত: ৪ এপ্রিল, ১৯৪৯, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে
-
ধরন: রাজনৈতিক ও সামরিক জোট
-
প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন
-
বর্তমান সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি
-
বর্তমান সদস্য: ৩২টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ সদস্য: সুইডেন
-
ন্যাটোর মুসলিম দেশসমূহ: তুরস্ক ও আলবেনিয়া
-
বর্তমান মহাসচিব: মার্ক রুট (আগস্ট, ২০২৫)
উৎস: NATO ওয়েবসাইট
0
Updated: 2 months ago
যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণের নিরাপত্তা বিষয়ক প্রটোকল কোনটি?
Created: 1 month ago
A
প্রথম জেনেভা কনভেনশন
B
দ্বিতীয় জেনেভা কনভেনশন
C
তৃতীয় জেনেভা কনভেনশন
D
চতুর্থ জেনেভা কনভেনশন
জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন, যা যুদ্ধকালীন মানবাধিকার ও মানবিক আচরণ সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ করে। এই কনভেনশন যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
-
স্থাপন: সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত
-
আঁচল: ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল
-
স্বাক্ষরিত: ১২ আগস্ট, ১৯৪৯
-
উপাধি: ‘চারটি রেডক্রস কনভেনশন’
মূল জেনেভা কনভেনশনসমূহ:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনাদের সুরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬/১৯০৭): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও চিকিৎসা; হেগ চুক্তি দ্বারা সংশোধিত।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): বেসামরিক জনগণের নিরাপত্তা ও সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।
0
Updated: 1 month ago