G-77 কোন অধিবেশনে প্রতিষ্ঠিত হয়েছিল?
A
WTO- এর প্রথম অধিবেশন
B
UNCTAD- এর প্রথম অধিবেশন
C
UNESCO- এর প্রথম অধিবেশন
D
FAO- এর প্রথম অধিবেশন
উত্তরের বিবরণ
Group of 77 একটি আন্তর্জাতিক সংগঠন যা মূলত উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা ও বৈশ্বিক পর্যায়ে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উপস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৫ জুন, ১৯৬৪
-
প্রতিষ্ঠাস্থল: জেনেভা, সুইজারল্যান্ড (UNCTAD-এর প্রথম অধিবেশনে)
-
প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন এবং জাতিসংঘে সমন্বিত অবস্থান প্রকাশ
-
প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ [আগস্ট ২০২৫], তবে নাম G-77 ঐতিহাসিক কারণে অপরিবর্তিত রাখা হয়েছে
-
বাংলাদেশ: ১৯৭৩ সালে সদস্যপদ লাভ করে
-
সাম্প্রতিক কার্যক্রম: ২০২৩ সালে হাভানায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে বৈশ্বিক বৈষম্য কমানোর আহ্বান জানানো হয়
অতিরিক্ত তথ্য হিসেবে উল্লেখযোগ্য,
-
প্রথমবারের মতো “Ministerial Meeting of the Group of 77” অনুষ্ঠিত হয় আলজিয়ার্স (আলজেরিয়া), ১০-২৫ অক্টোবর ১৯৬৭
-
ঐ সম্মেলনে Charter of Algiers গৃহীত হয়
-
এর ফলে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে এবং G-77 বিভিন্ন Chapter প্রতিষ্ঠা করে
উৎস:

0
Updated: 21 hours ago
কোন দুই দেশের মধ্যে শত বছরব্যাপী যুদ্ধ হয়েছিল?
Created: 9 hours ago
A
স্পেন ও তুরস্ক
B
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
C
ফ্রান্স ও ইংল্যান্ড
D
জার্মানি ও ফ্রান্স
শতবর্ষব্যাপী যুদ্ধ (১৩৩৭–১৪৫৩):
- সময়কাল: ১৩৩৭ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত (মোট ১১৬ বছর)।
- পক্ষসমূহ: ইংল্যান্ড বনাম ফ্রান্স
• যুদ্ধের সূচনা:
- ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড তৃতীয়, যিনি ফ্রান্সের রাজা ফিলিপ চতুর্থের নাতি, ফরাসি সিংহাসনের উত্তরাধিকার হিসেবে নিজেকে দাবি করেন।
- তার দাবি প্রত্যাখ্যান করলে, তিনি প্রতিশোধ হিসেবে ফ্রান্স আক্রমণ শুরু করেন।
• উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:
- জোয়ান অব আর্ক (Joan of Arc): ফরাসিদের অনুপ্রাণিত করেন মাতৃভূমি রক্ষায়।
- ইংরেজদের ফ্রান্স থেকে বিতাড়িত করা হয়, শুধুমাত্র কালাই শহর (Calais) ইংরেজদের দখলে থাকে।
• ফলাফল:
- উভয় দেশের অর্থনীতি ও সমাজব্যবস্থায় ব্যাপক ধ্বংস।
- ফরাসি রাজতন্ত্র শক্তিশালী হয়।
- ইংল্যান্ড ইউরোপের
বদলে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করে।

0
Updated: 9 hours ago
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
Created: 1 month ago
A
ইয়াংসিকিয়াং নদী
B
আমুর নদী
C
হোয়াংহো নদী
D
মেকং নদী
ইয়াংসিকিয়াং (Yangtze River)
-
অবস্থান: এশিয়া, চীন
-
দৈর্ঘ্য: ৩,৯১৫ মাইল (৬,৩০০ কিমি)
-
বিশ্ব র্যাঙ্ক: পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী
-
উৎপত্তি: তিব্বতের মালভূমি
-
প্রবাহ: পশ্চিম থেকে পূর্ব চীনের উপত্যকা ধরে, পূর্ব চীন সাগরে পতিত
-
অববাহিকা বিস্তৃতি:
-
পশ্চিম থেকে পূর্ব: প্রায় ২,০০০ মাইল (৩,২০০ কিমি)
-
উত্তর থেকে দক্ষিণ: প্রায় ৬০০ মাইল (১,০০০ কিমি)
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
মুসোলিনী
Created: 1 month ago
A
ভারত
B
চীন
C
নেপাল
D
পাকিস্তান
বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প
-
নদী: ইয়ারলুং জাংবো (তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত)
-
ভারত ও বাংলাদেশে পরিচিত ব্রহ্মপুত্র নদ নামে
-
-
উদ্যোগকারী দেশ: চীন
-
প্রকল্প: বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
-
উদ্বোধন: ১৯ জুলাই, তিব্বতের মধ্য দিয়ে নদী প্রবাহের উপর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন
-
পরিকল্পনা: পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ
-
মোট ব্যয়: প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (~১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)
উৎস: প্রতিবেদনের তথ্য (২০২৫)

0
Updated: 1 month ago