নিচের কোন দেশটি আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
A
থাইল্যান্ড
B
সিঙ্গাপুর
C
ভিয়েতনাম
D
মালয়েশিয়া
উত্তরের বিবরণ
ভিয়েতনাম আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য নয়, বরং পরবর্তীতে যুক্ত হওয়া দেশগুলোর একটি।
-
ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations
-
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ঐক্যের উদ্দেশ্যে গঠিত একটি আঞ্চলিক সংগঠন
-
প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সাল
-
প্রতিষ্ঠাস্থল: ব্যাংকক, থাইল্যান্ড
-
প্রতিষ্ঠার মাধ্যম: ব্যাংকক ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে
-
প্রথম সদস্য দেশ: থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন (মোট ৫টি)
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সদস্য দেশ: ১০টি [আগস্ট, ২০২৫ অনুযায়ী]
-
অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া
-
বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (সদর জাকার্তায় অবস্থিত)
উৎস:
0
Updated: 1 month ago
২০২৫ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Created: 1 month ago
A
দ্য হেগ
B
ওয়াশিংটন ডি.সি.
C
ব্রাসেলস
D
ভিয়েনা
NATO হলো North Atlantic Treaty Organisation বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে, প্রাথমিকভাবে ১২টি দেশ সদস্য ছিল এবং বর্তমানে এর ৩২টি সদস্য দেশ রয়েছে। সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়াম-এ, এবং বর্তমান মহাসচিব মার্ক রুট্টে। মুসলিম দেশ হিসেবে এর মধ্যে আলবেনিয়া ও তুরস্ক রয়েছে, এবং সর্বশেষ যোগ হওয়া সদস্য হলো সুইডেন।
-
নাটো শীর্ষ সম্মেলন:
-
২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে ৭৬তম ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
-
ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (GDP) ৫ শতাংশ নির্ধারণ করতে
-
এই ৫ শতাংশের মধ্যে কমপক্ষে ৩.৫ শতাংশ ব্যয় হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় হবে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো, নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য
-
উৎস:
0
Updated: 1 month ago
ভিয়েনা কনভেনশনে মোট কতটি ধারা রয়েছে?
Created: 1 month ago
A
৫১টি
B
৪৯টি
C
৫৫টি
D
৫৩টি
ভিয়েনা কনভেনশন-১৯৬১ হলো কূটনৈতিক আচরণ সংক্রান্ত একটি চুক্তি, যা কূটনীতিকদের নিরাপত্তা এবং কূটনৈতিক কার্যক্রমের নিয়মাবলী নির্ধারণ করে।
-
চুক্তি গৃহীত হয় ১৮ এপ্রিল, ১৯৬১।
-
চুক্তি কার্যকর হয় ২৪ এপ্রিল, ১৯৬৪।
-
স্বাক্ষর স্থল: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
চুক্তিতে মোট ৫৩টি ধারা রয়েছে।
-
কোনো দেশ এই ধারার বিরুদ্ধে কাজ করলে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়।
-
ভারত চুক্তিতে স্বাক্ষর করে ১৯৬৫ সালে।
-
বাংলাদেশ চুক্তিতে সই করে ১৯৭৮ সালে।
0
Updated: 1 month ago
'পালাউ' কোন মহাদেশে অবস্থিত?
Created: 1 month ago
A
এশিয়া
B
দক্ষিণ আমেরিকা
C
ইউরোপ
D
ওশেনিয়া
পালাউ আনুষ্ঠানিকভাবে পালাউ প্রজাতন্ত্র, এটি একটি দ্বীপ দেশ এবং ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
পালাউ সম্পর্কিত তথ্য:
-
আয়তন: ১৮৯ বর্গ মাইল (৪৯০ বর্গ কিমি)
-
রাজধানী: মেলেকোক
-
সরকারী ভাষা: পালাউয়ান, ইংরেজি
-
ধর্ম: খ্রিস্টান ধর্ম, প্রধানত রোমান ক্যাথলিক
-
মুদ্রা: মার্কিন ডলার
0
Updated: 1 month ago