নিচের কোন দেশটি আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
A
থাইল্যান্ড
B
সিঙ্গাপুর
C
ভিয়েতনাম
D
মালয়েশিয়া
উত্তরের বিবরণ
ভিয়েতনাম আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য নয়, বরং পরবর্তীতে যুক্ত হওয়া দেশগুলোর একটি।
-
ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations
-
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ঐক্যের উদ্দেশ্যে গঠিত একটি আঞ্চলিক সংগঠন
-
প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সাল
-
প্রতিষ্ঠাস্থল: ব্যাংকক, থাইল্যান্ড
-
প্রতিষ্ঠার মাধ্যম: ব্যাংকক ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে
-
প্রথম সদস্য দেশ: থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন (মোট ৫টি)
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সদস্য দেশ: ১০টি [আগস্ট, ২০২৫ অনুযায়ী]
-
অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া
-
বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (সদর জাকার্তায় অবস্থিত)
উৎস:

0
Updated: 21 hours ago
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
Created: 1 month ago
A
আব্রাহাম লিংকন
B
থমাস জেফারসন
C
জন অ্যাডামস
D
জর্জ ওয়াশিংটন
মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত তথ্য
-
স্বাধীনতা ও জাতীয় দিবস:
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে
-
জাতীয় দিবস: ৪ জুলাই
-
-
অঙ্গরাজ্য:
-
মোট অঙ্গরাজ্য: ৫০টি
-
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই
-
পতাকায় তারকা সংখ্যা: ৫০টি
-
-
আইনসভা (Congress):
-
দ্বিকক্ষ বিশিষ্ট
-
নিম্নকক্ষ: House of Representatives (হাউস অফ রিপ্রেজেন্টেটিভ)
-
উচ্চকক্ষ: Senate (সিনেট)
-
-
প্রেসিডেন্ট:
-
বর্তমান (আগস্ট ২০২৫): ডোনাল্ড ট্রাম্প (৪৭তম)
-
প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন
-
১৬তম প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন
-
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ: ১৮৬৩
-
-
-
অন্যান্য তথ্য:
-
যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছে: ফ্রান্স
-
জর্জ ওয়াশিংটন কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
দুই নদীর মধ্যবর্তী সভ্যতা ছিল কোনটি?
Created: 3 weeks ago
A
গ্রিক সভ্যতা
B
পারস্য সভ্যতা
C
মেসোপটেমিয়া সভ্যতা
D
মিনীয় সভ্যতা
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
মেসোপটেমিয়া সভ্যতা
সাম্রাজ্যের পতন
মেসোপটেমিয়া সভ্যতা
-
অবস্থান: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপত্যকা।
-
অর্থ: "মেসোপটেমিয়া" একটি গ্রিক শব্দ, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
-
প্রাচীনতম সভ্যতা: পৃথিবীর প্রাচীনতম নগর সভ্যতার অন্যতম।
-
ভৌগোলিক বিস্তার: বর্তমান ইরাকের বেশিরভাগ অঞ্চল, এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতের কিছু অংশ।
-
ধর্ম: বহুঈশ্বরবাদে বিশ্বাসী ছিল।
-
বিভাগ: উত্তর অংশ (অ্যাসেরীয়) ও দক্ষিণ অংশ (মেসোপটেমিয়া)।
মেসোপটেমীয় সভ্যতার পর্যায়
১. সুমেরীয় সভ্যতা
২. ব্যাবিলনীয় সভ্যতা
৩. অ্যাসেরীয় সভ্যতা
৪. ক্যালেডীয় সভ্যতা
অবদানসমূহ
🔹 সুমেরীয় সভ্যতা
-
পৃথিবীর প্রাচীনতম সভ্যতা।
-
চাকা আবিষ্কার (সবচেয়ে বড় অবদান)।
-
জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কার।
🔹 ব্যাবিলনীয় সভ্যতা
-
পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলন (হাম্মুরাবির আইন)।
-
সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন।
-
আইন প্রণয়ন ছিল প্রধান অবদান।
🔹 অ্যাসেরীয় সভ্যতা
-
বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করা।
-
সামরিক শক্তি, যুদ্ধবিদ্যা ও অস্ত্র তৈরিতে অবদান।
🔹 ক্যালেডীয় সভ্যতা
-
৭ দিনে সপ্তাহ গণনা শুরু।
-
প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি আবিষ্কার।
-
রাজা নেবুচাঁদনেজার এই সভ্যতা গড়ে তুলেছিলেন।
তুলনা
-
মেসোপটেমীয় সভ্যতা: নদীমাতৃক সভ্যতা (টাইগ্রিস ও ইউফ্রেটিস)।
-
গ্রিক সভ্যতা: সাগরমুখী সভ্যতা (Oceanian civilization)।
উৎস:
i) History.com
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি মিয়ানমারের একটি গেরিলা সংগঠন?
Created: 1 month ago
A
হিজবুল্লাহ
B
গডস আর্মি
C
এলটিটিই
D
এমএনএলএফ
গডস আর্মি (God’s Army)
-
মিয়ানমারের একটি গেরিলা সংগঠন।
-
এটি কারেন ন্যাশনাল ইউনিয়নের (Karen National Union) একটি বিচ্ছিন্ন দল।
-
নেতৃত্ব দেয় যমজ ভাই জনি ও লুথার হটু।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৭, প্রতিষ্ঠাতা সাউ তুই তুই।
অন্য দেশের গেরিলা সংগঠন:
-
শ্রীলঙ্কা: LTTE
-
লেবানন: হিজবুল্লাহ
-
ফিলিপাইন: MNLF
উৎস: Federation of American Scientists

0
Updated: 1 month ago