হাজংরা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বসবাস করে?
A
কক্সবাজার
B
ময়মনসিংহ
C
বান্দরবান
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
হাজং জনগোষ্ঠী
-
হাজং বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী।
-
প্রধান বসবাস: ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন এলাকা।
-
অন্যান্য অঞ্চল: শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও কিছু সংখ্যক হাজং বসবাস করে।
-
নির্দিষ্ট এলাকা: শ্রীবর্দি, ঝিনাইগাতি, হালুয়াঘাট, ধোবাউড়া, নালিতাবাড়ি, সুসং, দুর্গাপুর, কলমাকান্দা ও বিরিশিরি।
-
আদি নিবাস: নৃ-বিজ্ঞানীদের মতে, হাজংদের পূর্বপুরুষের আদি নিবাস উত্তর বার্মায় ছিল।
-
ইতিহাস: প্রাকৃতিক বিপর্যয় ও সপ্তদশ শতকে মুগলদের বিতাড়নের কারণে হাজংরা ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় আসেন এবং পরে সমতলভূমিতে বসতি স্থাপন করেন।
-
ভাষা: প্রধানত বাংলা।
-
পোশাক: হাজং নারীরা ‘পাথিন’ নামে পরিচিত বিশেষ পোশাক পরিধান করে।
-
ধর্মীয় আচার: প্রতিটি বাড়িতে আলাদা প্রার্থনার ঘর ‘দেওঘর’ নির্মাণ করে সৃষ্টিকর্তাকে প্রণাম জানানো হয়।
-
উৎসব ও আচার: নবজাতকের মঙ্গল কামনায় ‘ময়লাদেও’ পূজা অনুষ্ঠিত হয়।
0
Updated: 1 month ago
নিচের কোন জেলায় মুন্ডা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
Created: 1 month ago
A
সিলেট
B
কক্সবাজার
C
বান্দরবান
D
খাগড়াছড়ি
মুন্ডা জনগোষ্ঠী
-
মুন্ডা হলো বাংলাদেশে বসবাসকারী একটি আদিবাসী জনগোষ্ঠী।
-
এরা বসবাস করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল, সিলেট জেলার চা বাগান এলাকায় এবং বৃহত্তর যশোর ও খুলনা জেলায়।
-
মুন্ডারা নিজেদের মধ্যে মুন্ডারী ভাষায় কথা বলে।
-
তাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হাতকা।
-
মৃত্যুর পর মুন্ডাদের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়।
-
ধর্মবিশ্বাসে মুন্ডারা প্রকৃতি পূজারী।
-
প্রধান দেবতা শিং বোঙ্গা, যিনি এ বিশ্বব্রহ্মান্ড সৃষ্টি ও পরিচালনা করেন বলে তারা বিশ্বাস করে।
-
গ্রাম পূজা হলো মুন্ডাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি?
Created: 2 months ago
A
চাকমা
B
মারমা
C
ত্রিপুরা
D
লুসাই
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
চাকমা / কার্পাস বিদ্রোহ
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ক্ষুদ্র নৃগোষ্ঠী
-
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যা: ১৬,৫০,৪৭৮ জন।
-
বিভাগভিত্তিক অবস্থান:
-
চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে (৬০.০৪%)।
-
বরিশাল বিভাগে সবচেয়ে কম ক্ষুদ্র নৃগোষ্ঠী (০.২৫%)।
-
-
বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী: চাকমা (৪,৮৩,৩৬৫ জন)।
-
অন্যান্য প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী:
-
মারমা: ২,২৪,২৯৯ জন
-
ত্রিপুরা: ১,৫৬,৬২০ জন
-
সাঁওতাল: ১,২৯,০৫৬ জন
-
ওরাওঁ: ৮৫,৮৫৮ জন
-
গারো: ৭৬,৮৫৪ জন
-
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা তে বাংলাদেশে মোট কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে?
Created: 1 month ago
A
৪৫টি
B
৪৮টি
C
৫০টি
D
৫২টি
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান নিম্নরূপ:
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন প্রতি বর্গকিমি
-
ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যা: ৫০টি
-
সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৮০%
-
পুরুষের সাক্ষরতার হার: ৭৬.৭১%
-
মহিলার সাক্ষরতার হার: ৭২.৯৪%
-
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ – ৭৮.২৪%
-
সর্বনিম্ন: ময়মনসিংহ বিভাগ – ৬৭.২৩%
-
-
জেলা ভিত্তিক সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: পিরোজপুর – ৮৫.৫৩%
-
সর্বনিম্ন: জামালপুর – ৬১.৭০%
-
0
Updated: 1 month ago