খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, দেশে উচ্চ দারিদ্র্যের হার -
A
১৫.২%
B
১৮.৭%
C
২১.৮%
D
২৫.৪%
উত্তরের বিবরণ
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ (Household Income and Expenditure Survey, HIES 2022)
-
প্রকাশক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
-
প্রকাশের তারিখ: ২৭ ডিসেম্বর, ২০২৩
মূল পরিসংখ্যান:
-
জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণ: ২,৩৯৩ কিলোক্যালরি
-
খানাপ্রতি মাসিক গড় আয়: ৩২,৪২২ টাকা
-
শহুরে আয়: ৪৫,৭৫৭ টাকা
-
গ্রামীণ আয়: ২৬,১৬৩ টাকা
-
-
সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব): ৭৪%
-
পুরুষ: ৭৫.৮%
-
নারী: ৭২.৬%
-
উচ্চ দারিদ্র্যতার হার:
-
দেশের মোট: ১৮.৭%
-
শহরে: ১৪.৭%
-
গ্রামে: ২০.৫%
নিম্ন দারিদ্র্যতার হার:
-
দেশের মোট: ৫.৬%
-
শহরে: ৩.৮%
-
গ্রামে: ৬.৫%

0
Updated: 23 hours ago
দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি?
Created: 1 day ago
A
চা
B
চামড়াজাত পণ্য
C
পাটজাত পণ্য
D
চিংড়ি
দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
অবস্থান: তৈরি পোশাকের পর বাংলাদেশে দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত।
-
রপ্তানি মূল্য (২০২৪-২৫): ৩৪ কোটি মার্কিন ডলার (রপ্তানি উন্নয়ন ব্যুরো, ইপিবি)।
প্রধান বাজার:
-
যুক্তরাষ্ট্র: ৯ কোটি ডলার
-
ভারত: ৭ কোটি ১৯ লাখ ডলার
-
জাপান: ৫ কোটি ৬৩ লাখ ডলার
-
বেলজিয়াম: ২ কোটি ৮২ লাখ ডলার
উল্লেখযোগ্য তথ্য:
-
চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার বিস্তারের জন্য ২০১৭ সালে ট্যানারি শিল্প স্থানান্তর করা হয়েছে সাভারের হেমায়েতপুরে।

0
Updated: 1 day ago
বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ একক অবকাঠামো নির্মাণ প্রকল্প কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 5 days ago
A
পদ্মা বহুমুখী সেতু
B
পায়রা সমুদ্র বন্দর
C
মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্র
D
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
তথ্যগুলো হলো:
-
প্রকল্পের গুরুত্ব: দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক অবকাঠামো নির্মাণ প্রকল্প।
-
বাস্তবায়ন সংস্থা: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন।
-
স্থান: পাবনার ঈশ্বরদী।
-
ক্ষমতা: ১,২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট।
-
অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা: রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায়, রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট প্রকল্পের প্রধান ঠিকাদার।
-
প্রকল্প খরচ: প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা।
-
মেয়াদ: জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৫; পরে বাড়িয়ে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত করা হয়েছে।

0
Updated: 5 days ago
কোনটি সাংবিধানিক পদ নয়?
Created: 2 weeks ago
A
চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
B
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
C
প্রধান নির্বাচন কমিশনার
D
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
সাংবিধানিক পদ ও সংজ্ঞা
-
সংজ্ঞা:
-
সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন।
-
সাংবিধানিক উপায়ে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, সেগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়।
-
সংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, পদ, মেয়াদ, পদমর্যাদা, পদত্যাগ, অপসারণ পদ্ধতি এবং দায়িত্ব সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে।
-
বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিল সাংবিধানিক পদের তালিকা প্রকাশ করে।
-
সাংবিধানিক পদসমূহ
-
রাষ্ট্রপতি
-
প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, প্রতি-মন্ত্রী ও উপমন্ত্রী
-
স্পীকার
-
ডেপুটি স্পীকার
-
সংসদ সদস্য
-
প্রধান বিচারপতি
-
প্রধান নির্বাচন কমিশনার
-
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
সরকারী কর্ম কমিশনের সদস্য
উল্লেখ্য:
-
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন সাংবিধানিক পদ নয়।
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago