খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, দেশে উচ্চ দারিদ্র্যের হার -
A
১৫.২%
B
১৮.৭%
C
২১.৮%
D
২৫.৪%
উত্তরের বিবরণ
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ (Household Income and Expenditure Survey, HIES 2022)
-
প্রকাশক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
-
প্রকাশের তারিখ: ২৭ ডিসেম্বর, ২০২৩
মূল পরিসংখ্যান:
-
জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণ: ২,৩৯৩ কিলোক্যালরি
-
খানাপ্রতি মাসিক গড় আয়: ৩২,৪২২ টাকা
-
শহুরে আয়: ৪৫,৭৫৭ টাকা
-
গ্রামীণ আয়: ২৬,১৬৩ টাকা
-
-
সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব): ৭৪%
-
পুরুষ: ৭৫.৮%
-
নারী: ৭২.৬%
-
উচ্চ দারিদ্র্যতার হার:
-
দেশের মোট: ১৮.৭%
-
শহরে: ১৪.৭%
-
গ্রামে: ২০.৫%
নিম্ন দারিদ্র্যতার হার:
-
দেশের মোট: ৫.৬%
-
শহরে: ৩.৮%
-
গ্রামে: ৬.৫%
0
Updated: 1 month ago
এখন অব্দি বাংলাদেশে মোট কতবার গণভোট অনুষ্ঠিত হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
২
B
৩
C
৪
D
৫
গণভোট (Referendum)
-
সংজ্ঞা ও অর্থ:
-
আক্ষরিক অর্থে গণভোট মানে হলো ‘জনগণের কাছে উপস্থাপন করা’ (refer to the people)।
-
আইনসভা দ্বারা প্রণীত আইনকে ভোটের মাধ্যমে অনুমোদন বা প্রত্যাখ্যান করার জন্য জনসাধারণের কাছে উপস্থাপন করাকে গণভোট বলে।
-
অর্থাৎ, কোনো আইন চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগে জনসাধারণের মতামত নেওয়ার একটি প্রক্রিয়া।
-
-
বাংলাদেশে গণভোটের ইতিহাস:
-
মোট ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে:
১. ১৯৭৭
২. ১৯৮৫
৩. ১৯৯১ -
এর মধ্যে ২ বার প্রশাসনিক গণভোট এবং ১ বার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে।
-
সর্বশেষ গণভোট: ১৯৯১
-
-
আইনগত প্রেক্ষাপট:
-
১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীতে (সংবিধানের ১৪২ অনুচ্ছেদ) গণভোটের বিধান সংযোজন করা হয়েছিল।
-
পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করা হয়, যা সংবিধানের ৮, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদের সঙ্গে অসংগতিপূর্ণ বিবেচিত হয়েছিল।
-
২০১১ সালে পঞ্চদশ সংশোধনী আইনের ৪৭ ধারার মাধ্যমে ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাতিলকরণকে বাতিল ঘোষণা করা হয়।
-
ফলে, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান পুনরুদ্ধার হয়।
-
0
Updated: 1 month ago
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে-
Created: 1 month ago
A
পঞ্চদশ
B
দ্বাদশ
C
একাদশ
D
ত্রয়োদশ
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও রাষ্ট্রের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই সংশোধনী প্রবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সংবিধানিক কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিলো, যা হাইকোর্ট আংশিকভাবে অবৈধ ঘোষণা করেছে।
-
সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রেক্ষাপট:
• ২০১১ সালের ৩০ জুন প্রণীত, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠা।
• রাষ্ট্রের মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সংযোজন। -
পঞ্চদশ সংশোধনীর মূল বিষয়বস্তু:
• তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল।
• দলীয় সরকারের অধীনে মেয়াদ শেষ হবার আগে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান।
• সংরক্ষিত মহিলা আসন বৃদ্ধি করে ৪৫ থেকে ৫০ করা।
• ৪৭ এর ৩ অনুচ্ছেদে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের জন্য "অন্য কোন ব্যক্তি, ব্যক্তিসমষ্টি বা সংগঠন" এর বিচার করার বিধান সংযোজন।
• জরুরী অবস্থার মেয়াদ সর্বোচ্চ ১২০ দিন নির্ধারণ।
• সংবিধানে নতুন তিনটি তফসিল সংযোজন – পঞ্চম, ষষ্ঠ, ও সপ্তম। -
আদালতের কার্যক্রম ও রায়:
• হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আংশিকভাবে অবৈধ ঘোষণা।
• আওয়ামী লীগ সরকারের সময়ে প্রবর্তিত এই সংশোধনীতে মোট ৫৪টি পরিবর্তন আনা হয়েছিলো।
• আদালত পঞ্চদশ সংশোধনীর মোট ছয়টি বিধান বাতিল করেছে।
0
Updated: 1 month ago
ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান- [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
৪র্থ
B
৩য়
C
২য়
D
১ম
ইলিশ উৎপাদন
-
ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
-
আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮৬ শতাংশই হয় বাংলাদেশে।
-
বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের মডেল অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে ইলিশ উৎপাদন হবে ৫ লাখ ৩৮ হাজার থেকে ৫ লাখ ৪৫ হাজার টন।
-
২০২২-২০২৩ অর্থবছরে দেশে ৫ লাখ ৭১ হাজার টন ইলিশ ধরা পড়লেও ২০২৪–২৫ অর্থবছরে তা কমে ৫ লাখ ২৯ হাজার টনে দাঁড়ায়।
-
এভাবে ইলিশ আহরণ কমেছে ৪২ হাজার টন।
-
নদ–নদীর গভীরতা হ্রাস, দূষণসহ নানা কারণে ইলিশ উৎপাদন হুমকির মুখে পড়েছে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট
0
Updated: 1 month ago