জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা -
A
পিরোজপুর
B
দিনাজপুর
C
জামালপুর
D
বগুড়া
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২ সংক্রান্ত তথ্য
-
সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা: ঢাকা (১০,০৬৭ জন প্রতি বর্গকিমি)
-
সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা: রাঙ্গামাটি (১০৬ জন প্রতি বর্গকিমি)
-
সবচেয়ে বেশি মানুষ বসবাস করে: ঢাকা বিভাগ (৪৫,৬৪,৪৫,৮৬ জন)
-
সবচেয়ে কম মানুষ বসবাস করে: বরিশাল বিভাগ (৯,৩২,৫৮২০ জন)
-
বিভাগভিত্তিক জনসংখ্যার ঘনত্ব:
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ (২,১৫৬ জন প্রতি বর্গকিমি)
-
সর্বনিম্ন: বরিশাল বিভাগ (৬৮৮ জন প্রতি বর্গকিমি)
-
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ (৭৮.২৪%)
-
সর্বনিম্ন: ময়মনসিংহ বিভাগ (৬৭.২৩%)
-
-
জেলার ভিত্তিতে সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: পিরোজপুর (৮৫.৫৩%)
-
সর্বনিম্ন: জামালপুর (৬১.৭০%)
-

0
Updated: 23 hours ago
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ইংরেজি ভাষার প্রথম বাংলাদেশি চলচ্চিত্র কোনটি?
Created: 1 month ago
A
জঁ ক্যা ১৯৭১
B
দ্য ট্রুথ অব সেভেনটি ওয়ান
C
দ্য লাস্ট কমান্ড
D
কোনটি নয়
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ইংরেজি চলচ্চিত্র
-
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রথম ইংরেজি ভাষার বাংলাদেশি চলচ্চিত্র হলো ‘জঁ ক্যা ১৯৭১’।
-
পরিচালক: ফাখরুল আরেফিন খান (ভুবন মাঝি, গণ্ডি খ্যাত)।
-
সত্য ঘটনার ভিত্তিতে নির্মিত।
-
ঘটনা:
-
৩ ডিসেম্বর ১৯৭১ সালে ফ্রান্সের তরুণ জঁ ক্যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (PIA) একটি বিমান ছিনতাই করেন।
-
তার একমাত্র দাবি ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ২০ টন ওষুধ পাঠানো।
-
-
কাহিনি মূলত জঁ ক্যা-র এই মানবিক ও সাহসী ঘটনাকে কেন্দ্র করে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর গণনায় কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে?
Created: 1 week ago
A
স্ট্যান্ডার্ড ডি-ফ্যাক্টো
B
মোডিফাইড ডি-ফ্যাক্টো
C
ডি-জুরে-ফ্যাক্টো
D
ডি-ফ্যাক্টো-সার্ভে
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে - CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে- মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।

0
Updated: 1 week ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম?
Created: 1 week ago
A
রংপুর
B
সিলেট
C
খুলনা
D
রাজশাহী
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ইন্টারনেট ব্যবহার
-
ইন্টারনেট ব্যবহারকারী (৫ বছর ও তদূর্ধ্ব):
-
মোট ব্যবহারকারী: ৩০.৬৯%
-
পুরুষ ব্যবহারকারী: ৩৮.০৪%
-
নারী ব্যবহারকারী: ২৩.৫২%
-
-
বিভাগভিত্তিক ব্যবহার:
-
ঢাকা বিভাগে সর্বাধিক: ৪০.৪২%
-
রংপুর বিভাগে সর্বনিম্ন: ২৩.৫২%
-
-
শহর ও গ্রাম:
-
শহরে: ৪১.৩০%
-
গ্রামে: ২৫.৭৩%
-
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 week ago