বাংলাদেশে বসবাসকারী একমাত্র ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি?
A
পাংখোয়া
B
পাঙন
C
বম
D
লুসাই
উত্তরের বিবরণ
পাঙন উপজাতি
-
পাঙন সম্প্রদায় মূলত সিলেট অঞ্চলে বসবাস করে।
-
অধিকাংশ পাঙনের বসতি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়।
-
পাঙনরা মণিপুরী নৃ-গোষ্ঠীর একটি শাখা।
-
এরা বাংলাদেশে বসবাসকারী একমাত্র ইসলাম ধর্মাবলম্বী উপজাতি।
-
ধর্মীয়ভাবে এরা সুন্নি মুসলিম।

0
Updated: 23 hours ago
লুসাইদের শস্য কাটার উৎসব কোনটি?
Created: 4 weeks ago
A
শর্মাকূত
B
পলকূত
C
মীমতূত
D
চাপচারকৃত
বাংলাদেশ বিষয়াবলি
উৎসব
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
লুসাই নৃগোষ্ঠী
-
উত্পত্তি: লুসাই নৃগোষ্ঠীর মূল উৎস বার্মা বলে ধারণা করা হয়। তারা নিজেদের মঙ্গোলীয় বংশের উত্তরসূরি হিসেবে পরিচয় দেয়।
-
আবাসস্থল: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায়, ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
উৎসব: ধর্মীয় উৎসবের পাশাপাশি প্রধান তিনটি উৎসব পালন করে—
-
চাপচারকূত – বসন্ত উৎসব
-
মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
-
পলকূত – শস্য কাটার উৎসব
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
হাজংরা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বসবাস করে?
Created: 23 hours ago
A
কক্সবাজার
B
ময়মনসিংহ
C
বান্দরবান
D
কোনটিই নয়
হাজং জনগোষ্ঠী
-
হাজং বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী।
-
প্রধান বসবাস: ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন এলাকা।
-
অন্যান্য অঞ্চল: শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও কিছু সংখ্যক হাজং বসবাস করে।
-
নির্দিষ্ট এলাকা: শ্রীবর্দি, ঝিনাইগাতি, হালুয়াঘাট, ধোবাউড়া, নালিতাবাড়ি, সুসং, দুর্গাপুর, কলমাকান্দা ও বিরিশিরি।
-
আদি নিবাস: নৃ-বিজ্ঞানীদের মতে, হাজংদের পূর্বপুরুষের আদি নিবাস উত্তর বার্মায় ছিল।
-
ইতিহাস: প্রাকৃতিক বিপর্যয় ও সপ্তদশ শতকে মুগলদের বিতাড়নের কারণে হাজংরা ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় আসেন এবং পরে সমতলভূমিতে বসতি স্থাপন করেন।
-
ভাষা: প্রধানত বাংলা।
-
পোশাক: হাজং নারীরা ‘পাথিন’ নামে পরিচিত বিশেষ পোশাক পরিধান করে।
-
ধর্মীয় আচার: প্রতিটি বাড়িতে আলাদা প্রার্থনার ঘর ‘দেওঘর’ নির্মাণ করে সৃষ্টিকর্তাকে প্রণাম জানানো হয়।
-
উৎসব ও আচার: নবজাতকের মঙ্গল কামনায় ‘ময়লাদেও’ পূজা অনুষ্ঠিত হয়।

0
Updated: 23 hours ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম?
Created: 4 weeks ago
A
রংপুর
B
সিলেট
C
খুলনা
D
রাজশাহী
বাংলাদেশ বিষয়াবলি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ইন্টারনেট ব্যবহার
-
ইন্টারনেট ব্যবহারকারী (৫ বছর ও তদূর্ধ্ব):
-
মোট ব্যবহারকারী: ৩০.৬৯%
-
পুরুষ ব্যবহারকারী: ৩৮.০৪%
-
নারী ব্যবহারকারী: ২৩.৫২%
-
-
বিভাগভিত্তিক ব্যবহার:
-
ঢাকা বিভাগে সর্বাধিক: ৪০.৪২%
-
রংপুর বিভাগে সর্বনিম্ন: ২৩.৫২%
-
-
শহর ও গ্রাম:
-
শহরে: ৪১.৩০%
-
গ্রামে: ২৫.৭৩%
-
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago