বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী কোনটি?
A
ত্রিপুরা
B
চাকমা
C
মারমা
D
গারো
উত্তরের বিবরণ
চাকমা জনগোষ্ঠী
-
চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
-
নিজেদেরকে তারা চাঙমা বলে পরিচয় দেয়।
-
প্রধান বসতি: পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চল।
-
রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় তাদের ৯০% এর বেশি জনসংখ্যা কেন্দ্রীভূত।
-
ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যেও চাকমাদের কিছু বসতি রয়েছে।
-
উত্পত্তি: মূলত মধ্য মায়ানমার ও আরাকান এলাকা।
-
প্রধান উৎসব: বর্ষবরণ উৎসব বিজু।
-
ভাষা: চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও বর্তমানে ব্যবহার হয় না, এবং সাধারণত বাংলা লিপিতে লেখা হয়।

0
Updated: 23 hours ago
বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
Created: 2 weeks ago
A
বৈদিক
B
অস্ট্রিক
C
পালি
D
ধ্রুপদী
বাংলা ভাষার উৎপত্তি
-
ভাষা পরিবার: বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-গোষ্ঠীর সদস্য।
-
উৎপত্তি: ইন্দো-ইরানীয় শাখাভুক্ত নব্য-ভারতীয় আর্য ভাষা থেকে।
-
ইন্দো-ইউরোপীয় ভাষার দুটি শাখা: কেন্তম এবং শতম। বাংলা ভাষা শতম শাখা থেকে উদ্ভূত।
-
-
আদি জনগোষ্ঠী: অস্ট্রিক ভাষাভাষী।
প্রাচীন ও মধ্যযুগীয় প্রভাব
-
ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষার মূল উৎস অনার্য ভাষা।
-
আর্যদের ভাষা: বৈদিক ভাষা।
-
বৈদিক ভাষার সংস্কারজাত নতুন ভাষা: সংস্কৃত।
-
শব্দ “সংস্কৃত” প্রথম উল্লেখ: মহাকাব্য ‘রামায়ণ’।
-
-
বাংলা ভাষার নিকটতম আত্মীয়: অহমিয়া ও ওড়িয়া।
-
ধ্রুপদী সংস্কৃতি ও পালি ভাষার সঙ্গে বাংলার ঘনিষ্ঠ সম্পর্ক।
বিশেষজ্ঞদের মতামত
-
ড. মুহম্মদ শহীদুল্লাহ: গৌড়ি প্রাকৃত → গৌড়ি অপভ্রংশ → বঙ্গ-কামরুপি → বাংলা।
-
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়: মাগধী প্রাকৃত → মাগধী অপভ্রংশ → বাংলা।
-
ভাষাবিদরা ড. শহীদুল্লাহর মতামতকে অধিক গ্রহণযোগ্য মনে করেন।
বাংলা ভাষার ঐতিহাসিক পর্যায়
১. প্রাচীন বাংলা: ৯০০/১০০০ – ১৩৫০
-
উল্লেখযোগ্য লিখিত নিদর্শন: চর্যাগীতিকাগুলি
২. মধ্যবাংলা: ১৩৫০ – ১৮০০
৩. আধুনিক বাংলা: ১৮০০ পরবর্তী
উৎস:
-
বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago