নিচের কোন জেলায় ওরাওঁ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস নেই?
A
নীলফামারী
B
বগুড়া
C
বান্দরবান
D
হবিগঞ্জ
উত্তরের বিবরণ
ওরাওঁ নৃগোষ্ঠী
-
ওরাওঁ বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের মূল বাসস্থান বরেন্দ্র অঞ্চল।
-
নৃবিজ্ঞানীদের মতে, তারা অস্ট্রিক-ভাষী এবং ভাষাতাত্ত্বিকভাবে দ্রাবিড়।
-
মুঘল শাসনামলে তারা বরেন্দ্র অঞ্চলে প্রবেশ করে স্থায়ী নিবাস স্থাপন করে।
-
বর্তমানে তারা বাংলাদেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করছে।
-
ওরাওঁরা জড়োপাসক। তাদের ভগবানের নাম ধরমী, বা 'ধার্মেশ/ধরমেশ'।
-
তারা ধরমেশকে সন্তুষ্ট রাখার জন্য পূজা করে এবং ‘ডানডাকাঁটা’ উৎসব আয়োজন করে।
-
ওরাওঁদের ভাষার নাম কুরুক।
-
বান্দরবান জেলায় ওরাওঁদের বসবাস নেই।

0
Updated: 23 hours ago
তঞ্চঙ্গ্যা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রধাণত কোন ধর্মের অনুসারী?
Created: 23 hours ago
A
মুসলিম
B
হিন্দু
C
বৌদ্ধ
D
খ্রিস্টান
তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী
-
তঞ্চঙ্গ্যা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী একটি আদিবাসী জনগোষ্ঠী।
-
প্রধান বসতি এলাকাঃ রাঙামাটি জেলার কাউখালি উপজেলার রইস্যাবিলি ও কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা, এছাড়াও বান্দরবান ও খাগড়াছড়ি জেলা এবং কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ।
-
প্রধান পেশা: জুমচাষ।
-
ভাষা: ভারতীয় আর্য ভাষার অন্তর্গত, পালি, প্রাকৃত ও সদভুত বাংলা ভাষার প্রভাব।
-
গোত্র ব্যবস্থা: মোট ১২টি গোত্র বা গছায় বিভক্ত।
-
বিয়ের প্রথা: বিয়েকে সাঙা বলা হয়।
-
ধর্ম: প্রধানত বৌদ্ধ ধর্ম অনুসারী।
-
উৎসব: বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠানকে ‘বিষু’ বলা হয়।
-
সাংস্কৃতিক বৈশিষ্ট্য: ঐতিহ্যবাহী উবাগীত, বারোগীত এবং আধুনিক সংগীত বিদ্যমান।

0
Updated: 23 hours ago