মানবসদৃশ রোবট ASIMO কোন কোম্পানি উদ্ভাবন করেছে?
A
Toyota
B
Honda
C
Boston Dynamics
D
Sony
উত্তরের বিবরণ
ASIMO ও রোবোটিক্স
-
ASIMO (Advanced Step in Innovative Mobility):
-
এটি জাপানের Honda কোম্পানি ২০০০ সালে উন্মোচন করে।
-
বিশ্বের প্রথম অত্যাধুনিক মানবসদৃশ (humanoid) রোবট হিসেবে পরিচিত।
-
-
রোবোটিক্স:
-
রোবোটিক্স হলো প্রযুক্তির সেই শাখা, যেখানে রোবটের নকশা, গঠন, পরিচালনা, কার্যপ্রণালী ও প্রয়োগক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়।
-
জনক: জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার।
-
রোবটের মুভমেন্টের জন্য অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
-
শব্দ উৎস:
-
'রোবটিক্স' এসেছে রোবট শব্দ থেকে।
-
'রোবট' শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota, যার অর্থ 'শ্রমিক'।
-
-
প্রথম রোবট: আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
-
প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট: ১৯৫০ সালে তৈরি Unimate, প্রজেক্ট উদ্যোক্তা জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার।
-
-
অন্যান্য পরিচিত রোবট:
-
সনি কর্পোরেশনের কিউরিও ও আইবো
-
স্যামসাংয়ের Roboray
-
হ্যানসন রোবটিক্সের সোফিয়া
-

0
Updated: 1 day ago