স্মার্টফোনে GPS (Global Positioning System) এর প্রধান ব্যবহার কী?
A
ইন্টারনেট ব্রাউজিং
B
অবস্থান ও দিক নির্ণয়
C
গান শোনা
D
ভিডিও দেখা
উত্তরের বিবরণ
GPS (Global Positioning System) ও স্মার্টফোনে ব্যবহার
-
GPS পরিচিতি:
-
GPS-এর পূর্ণরূপ হলো Global Positioning System।
-
এটি একটি স্যাটেলাইট-ভিত্তিক ন্যাভিগেশন সিস্টেম, যা ব্যবহারকারীদের অবস্থান, নেভিগেশন ও সময় সংক্রান্ত তথ্য প্রদান করে।
-
GPS-এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থানে বসে বর্তমান লোকেশন বা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা সম্ভব।
-
-
স্মার্টফোনে GPS-এর ব্যবহার:
-
অবস্থান নির্ণয়: আপনি কোথায় আছেন তা ম্যাপে দেখানো।
-
দিকনির্দেশনা: Google Maps, Apple Maps, Waze-এর মাধ্যমে পথনির্দেশনা পাওয়া।
-
রাইড-শেয়ারিং অ্যাপ: Uber, Pathao, Bolt ইত্যাদিতে গন্তব্য নির্ধারণ।
-
ট্র্যাকিং সেবা: ডেলিভারি ট্র্যাকিং বা ফিটনেস অ্যাপে রানিং রুট মাপা।
-
লোকেশন-ভিত্তিক সার্ভিস: ফেসবুক চেক-ইন, “Find My Phone” ব্যবহার।
-
চুরি-প্রতিরোধ: স্মার্টফোন চুরি হলে অবস্থান ট্র্যাক করা।
-
0
Updated: 1 month ago
স্মার্টফোনে ডেটা রূপান্তরের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
সার্কিট সুইচিং
B
প্যাকেট সুইচিং
C
ফ্রিকোয়েন্সি হপিং
D
সিগন্যাল মড্যুলেশন
স্মার্টফোন (Smartphone) হলো একটি বিশেষ ধরনের মোবাইল ফোন, যা মোবাইল কম্পিউটিং প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। এটি কেবল কল করার জন্য নয়, বরং বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানোর ক্ষমতাসম্পন্ন।
স্মার্টফোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
-
সর্বপ্রথম IBM প্রতিষ্ঠান ১৯৯৩ সালে "Simon" নামে স্মার্টফোন ডিজাইন করে।
-
বেলসাউথ প্রতিষ্ঠান ১৯৯৩ সালে স্মার্টফোন বাজারে প্রবর্তন করে।
-
প্রথম স্মার্টফোনে টাচস্ক্রিন ইন্টারফেস এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ছিল, যেমন ক্যালেন্ডার, ঠিকানা বই, ক্যালকুলেটর এবং অন্যান্য ইউটিলিটি।
-
স্মার্টফোনে ডেটা রূপান্তর ও স্থানান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
-
এই প্রযুক্তির মাধ্যমে ডেটা স্থানান্তর উচ্চ গতিসম্পন্ন ও কার্যকরী হয়।
0
Updated: 1 month ago
Which method is used for data transfer in smartphones?
Created: 1 month ago
A
Circuit switching
B
Packet switching
C
Virtual Circuit Switching
D
Bluetooth connection
0
Updated: 1 month ago
Android প্রথম বাজারে আসে কোন সালে?
Created: 1 month ago
A
২০০৫ সালে
B
২০০৮ সালে
C
২০১০ সালে
D
২০১২ সালে
Android হলো স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটি Open Handset Alliance দ্বারা উদ্ভাবিত এবং পরে গুগল দ্বারা অধিগ্রহণ করা হয়েছে। Android একটি ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে স্মার্টফোনের জগতের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম। বর্তমানে এটি গুগলের মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়। Android এপ্লিকেশন ফাইলের এক্সটেনশন হলো .apk। Android OS ব্যবহৃত প্রথম ফোন হলো T-Mobile G1, যা HTC Dream নামেও পরিচিত। Android অপারেটিং সিস্টেম প্রথম বাজারে আসে ২০০৮ সালে।
-
Android স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য লিনাক্স ভিত্তিক ওপেন সোর্স OS।
-
Open Handset Alliance দ্বারা উদ্ভাবিত এবং পরে গুগল কিনে নেয়।
-
এটি ওপেন সোর্স সফটওয়্যার এবং স্মার্টফোনের জগতের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার।
-
বর্তমানে গুগলের মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত।
-
Android প্যাকেজ ফাইলের এক্সটেনশন হলো .apk।
-
Android OS ব্যবহৃত প্রথম ফোন: T-Mobile G1 (HTC Dream)।
-
প্রথম বাজারে আসে ২০০৮ সালে।
0
Updated: 1 month ago