মোবাইল ইন্টারনেটে কোন সংযোগ প্রযুক্তি ব্যবহার হয় না?
A
ADSL
B
GPRS
C
EDGE
D
WAP
উত্তরের বিবরণ
ADSL এবং মোবাইল ইন্টারনেট
-
ADSL (Asymmetric Digital Subscriber Line):
-
এটি একটি তারযুক্ত ব্রডব্যান্ড প্রযুক্তি, যা টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে।
-
ADSL সাধারণত মোবাইল ইন্টারনেটে ব্যবহার হয় না।
-
-
মোবাইল ইন্টারনেট:
-
প্রযুক্তি যেমন GPRS, EDGE, WAP এর মাধ্যমে মোবাইল ফোনেও ইন্টারনেট ব্যবহার সম্ভব হয়েছে।
-
মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ই-মেইল, ওয়েব ব্রাউজিং, সোশ্যাল নেটওয়ার্কিং, টিভি দেখা সহ বিভিন্ন তথ্য এক মুহূর্তে পাওয়া যায়।
-
উপযুক্ত হ্যান্ডসেট বা স্মার্টফোন ব্যবহার করতে হয়, কারণ সব ফোন ইন্টারনেট ব্যবহার সক্ষম নয়।
-
বাজারে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের উপযোগী মোবাইল ফোন পাওয়া যায়।
-
-
মোবাইল ইন্টারনেটের সুবিধা:
-
সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করা যায়।
-
যে কোনো কভারেজের আওতাভুক্ত স্থান থেকে সংযোগ করা সম্ভব।
-
সার্বক্ষণিক ইন্টারনেট সংযুক্ত থাকা যায়।
-
যে কোনো স্থান থেকে ই-মেইল চেক ও পাঠানো সম্ভব।
-
দূরবর্তী বন্ধু-বান্ধবের সঙ্গে চ্যাটিং করা যায়।
-

0
Updated: 1 day ago
ChatGPT কোন প্রতিষ্ঠান তৈরি করেছে?
Created: 2 weeks ago
A
Microsoft
B
C
IBM
D
OpenAI
ChatGPT – OpenAI-এর তৈরি একটি সফটওয়্যার
ChatGPT:
-
ChatGPT হলো একটি সফটওয়্যার যা স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দেয়।
-
এটি চালু করেছে OpenAI, একটি আমেরিকান প্রতিষ্ঠান, ৩০ নভেম্বর ২০২২ সালে।
-
দ্রুতই শিক্ষাবিদ ও সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে, কারণ মানুষের লেখা এবং ChatGPT-এর লেখা আলাদা করা কঠিন।
-
ChatGPT GPT (Generative Pre-training Transformer) আর্কিটেকচারে তৈরি একটি নিউরাল নেটওয়ার্ক।
-
এর কাজ হলো মানুষের মতো স্বাভাবিক লেখা তৈরি করা, যেমন: চ্যাটবট, কন্টেন্ট তৈরি, ভাষা অনুবাদ।
-
ChatGPT শব্দের সম্ভাবনা হিসাব করে টেক্সট তৈরি করে, পূর্ববর্তী শব্দগুলোর ওপর নির্ভর করে।
-
এটি প্রায় ৪৫ টেরাবাইট ইন্টারনেটের লেখা দিয়ে প্রশিক্ষিত GPT-3 মডেলের ওপর ভিত্তি করে।
-
ChatGPT-এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি করা (“হ্যালুসিনেশন”)।
-
ChatGPT নিজে বলে যে এটি একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র নয় এবং তথ্য যাচাই করা প্রয়োজন।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
কম্পিউটার ভাইরাস নয় কোনটি ?
Created: 2 weeks ago
A
ওয়ার্ম
B
ট্রোজান হর্স
C
জেরুজালেম
D
অ্যাভাস্ট
অ্যাভাস্ট – একটি এন্টিভাইরাস সফটওয়্যার
এন্টিভাইরাস সফটওয়্যার:
-
কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
-
এটি ভাইরাস আক্রমণের পূর্বেই সমস্যা শনাক্ত করে রোধ করে বা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
উল্লেখযোগ্য এন্টিভাইরাস সফটওয়্যার:
-
এভিজি (AVG)
-
অ্যাভাস্ট (Avast)
-
নরটন (Norton)
-
এভিরা (Avira)
-
পান্ডা (Panda) ইত্যাদি
কম্পিউটার ভাইরাস:
-
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন।
-
ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে ধীরে ধীরে পুরো সিস্টেমকে সংক্রমিত করে এবং অচল করে দিতে পারে।
উল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাস:
-
ভিবিএস/হেল্পার (VBS/Helper)
-
ওয়ার্ম (Worm)
-
ভিবিএস/আকুই (VBS/Aqui)
-
ট্রোজান হর্স (Trojan Horse)
-
এক্স ৯৭এম/হপার (X97M/Hopper)
-
বুট সেক্টর ভাইরাস (Boot Sector Virus)
-
জেরুজালেম (Jerusalem)
-
স্টোন (Stone)
-
ঢাকা ভাইরাস
-
ভিয়েনা (Vienna)
-
সিআইএইচ (CIH) ইত্যাদি
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
Created: 3 weeks ago
A
TCP/IP
B
Novel netware
C
Net BEUI
D
Linux
TCP/IP প্রোটোকল
-
TCP/IP হলো ইন্টারনেটে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে প্রচলিত প্রোটোকল।
-
ইন্টারনেটের সব কম্পিউটার ডেটা পাঠানো ও গ্রহণ করার জন্য TCP/IP ব্যবহার করে।
-
TCP/IP ব্যবহার করে বিশ্বের যে কোনো দুটি কম্পিউটার সহজেই সংযুক্ত হতে পারে।
-
একটি কম্পিউটার প্রথমে স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়, এবং পরে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ করতে সক্ষম হয়।
-
প্রতিটি ইন্টারনেট কম্পিউটারের একটি ইউনিক IP ঠিকানা থাকে এবং প্রায় সব কম্পিউটারের একটি ডোমেইন নামও থাকে, যা DNS (ডোমেইন নেম সিস্টেম) দ্বারা ব্যবহারযোগ্য হয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 3 weeks ago