মোবাইল ইন্টারনেটে কোন সংযোগ প্রযুক্তি ব্যবহার হয় না?
A
ADSL
B
GPRS
C
EDGE
D
WAP
উত্তরের বিবরণ
ADSL এবং মোবাইল ইন্টারনেট
-
ADSL (Asymmetric Digital Subscriber Line):
-
এটি একটি তারযুক্ত ব্রডব্যান্ড প্রযুক্তি, যা টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে।
-
ADSL সাধারণত মোবাইল ইন্টারনেটে ব্যবহার হয় না।
-
-
মোবাইল ইন্টারনেট:
-
প্রযুক্তি যেমন GPRS, EDGE, WAP এর মাধ্যমে মোবাইল ফোনেও ইন্টারনেট ব্যবহার সম্ভব হয়েছে।
-
মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ই-মেইল, ওয়েব ব্রাউজিং, সোশ্যাল নেটওয়ার্কিং, টিভি দেখা সহ বিভিন্ন তথ্য এক মুহূর্তে পাওয়া যায়।
-
উপযুক্ত হ্যান্ডসেট বা স্মার্টফোন ব্যবহার করতে হয়, কারণ সব ফোন ইন্টারনেট ব্যবহার সক্ষম নয়।
-
বাজারে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের উপযোগী মোবাইল ফোন পাওয়া যায়।
-
-
মোবাইল ইন্টারনেটের সুবিধা:
-
সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করা যায়।
-
যে কোনো কভারেজের আওতাভুক্ত স্থান থেকে সংযোগ করা সম্ভব।
-
সার্বক্ষণিক ইন্টারনেট সংযুক্ত থাকা যায়।
-
যে কোনো স্থান থেকে ই-মেইল চেক ও পাঠানো সম্ভব।
-
দূরবর্তী বন্ধু-বান্ধবের সঙ্গে চ্যাটিং করা যায়।
-
0
Updated: 1 month ago
'SIM'-এর পূর্ণরূপ কী?
Created: 2 months ago
A
Subscriber Information Mode
B
Subscriber Identity Module
C
System Identity Mode
D
Secure International Module
'SIM' – Subscriber Identity Module
SIM:
-
এটি একটি সমন্বিত বর্তনী (integrated circuit) যা নিরাপদে আন্তর্জাতিক মোবাইল গ্রাহকের পরিচয় (IMSI) সংরক্ষণ করে।
-
SIM একটি পোর্টেবল মেমরি চিপ, যার মাধ্যমে গ্রাহক যে কোনও স্থানে কল করতে পারে, যেখানে নেটওয়ার্ক উপলব্ধ।
-
সাধারণত GSM (Global System for Mobile Communications) নেটওয়ার্কে পরিচালিত হয় এবং মোবাইল ফোনে ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 2 months ago
Identify wrong one w.r.t. IEEE standards.
Created: 2 weeks ago
A
802.5 [Ethernet]
B
802.11 [WLAN]
C
802.16 [WiMAX]
D
802.15.4 [LR-WPAN]
এই প্রশ্নে IEEE স্ট্যান্ডার্ড অনুযায়ী কোন বিকল্পটি ভুল তা নির্ধারণ করা হয়েছে। এখানে 802.5-কে Ethernet হিসেবে উল্লেখ করা ভুল, কারণ এটি আসলে Token Ring নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড।
-
IEEE 802.5: Token Ring নেটওয়ার্কের জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড; Ethernet নয়।
-
IEEE 802.3: Ethernet নেটওয়ার্কের সঠিক স্ট্যান্ডার্ড।
-
IEEE 802.11: WLAN বা Wi-Fi-এর জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড।
-
IEEE 802.16: WiMAX (broadband wireless access) প্রযুক্তির জন্য নির্ধারিত।
-
IEEE 802.15.4: LR-WPAN (Low-Rate Wireless Personal Area Network)-এর জন্য ব্যবহৃত, যা Zigbee প্রোটোকলে প্রয়োগ করা হয়।
0
Updated: 2 weeks ago
প্লেজিয়ারিজম হলো -
Created: 2 months ago
A
অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানো
B
অন্যের লেখা নিজের নামে চালানো
C
পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করা
D
সিস্টেম ক্র্যাশ করা
প্লেজিয়ারিজম – অন্যের লেখা নিজের নামে চালানো
সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। সংক্ষেপে উল্লেখযোগ্য অপরাধসমূহ:
-
অযাচিত প্রবেশ: কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অনুমতি ছাড়াই প্রবেশ।
-
তথ্য চুরি: ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
-
প্লেজিয়ারিজম: অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানো বা প্রকাশ করা।
-
স্নিকিং (Sneaking): ব্যবহারকারীর নজর এড়িয়ে গোপনে সিস্টেমে প্রবেশ করা।
-
স্পুফিং (Spoofing): ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ক বিভ্রান্ত করা।
-
ই-মেইল বম্বিং: বিশাল ই-মেইল পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।
-
ডেটা ডিডলিং (Data Diddling): প্রসেসিংয়ের আগে ডেটা সরিয়ে রাখা এবং পরে পুনঃস্থাপন করা।
-
সালামি অ্যাটাক (Salami Attack): অবৈধ আর্থিক বিনিময় বা ক্ষতি সাধন।
-
ডিনায়াল অব সার্ভিস অ্যাটাক (DoS): অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।
-
ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
-
স্প্যামিং (Spamming): অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানো; এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
-
লজিক বম্ব: ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে আক্রমণ।
-
ট্রোজান অ্যাটাক: পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে কন্ট্রোল গ্রহণ।
-
ইন্টারনেট ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
-
ওয়েবসাইট হ্যাক করে তথ্য পরিবর্তন।
উৎস:
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 2 months ago