Edge Computing ব্যবহারের মূল কারণ কী?
A
ডাটা প্রসেসিং গতি বৃদ্ধি
B
ক্লাউড স্টোরেজ ব্যবহার করা
C
ডাটা প্রসেসিংকে কেন্দ্রীয় সার্ভারে পাঠানো
D
ইন্টারনেট এর উপর নির্ভরতা কমানো
উত্তরের বিবরণ
এজ কম্পিউটিং (Edge Computing)
-
Edge computing হলো এমন একটি প্রযুক্তি যেখানে ডেটা উৎসের কাছাকাছি (যেমন সেন্সর, IoT ডিভাইস, স্মার্টফোন, লোকাল সার্ভার) ডেটা প্রসেস করা হয়।
-
এতে ডেটা ক্লাউড বা সেন্ট্রাল সার্ভারে পাঠানোর আগে প্রাথমিক প্রসেসিং সম্পন্ন হয়।
Edge computing-এর প্রধান সুবিধা:
-
Latency কমে: ডেটা দ্রুত প্রসেস হওয়ায় রিয়েল-টাইম রেসপন্স সম্ভব হয়।
-
Bandwidth খরচ কমে: সব ডেটা ক্লাউডে পাঠানোর দরকার হয় না, ফলে ইন্টারনেট ব্যান্ডউইথের ব্যবহার কমে।
-
Security বাড়ে: লোকালি ডেটা প্রসেসিং করার কারণে ডেটা ট্রান্সমিশনের সময় ঝুঁকি কমে।

0
Updated: 1 day ago
IBM 1620-এর মাধ্যমে বাংলাদেশে কম্পিউটারের সূচনা ঘটে কোন সালে?
Created: 2 weeks ago
A
১৯৭৬ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৬৬ সালে
D
১৯৬৪ সালে
বাংলাদেশে কম্পিউটারের সূচনা
-
১৯৬৪ সালে IBM 1620 কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের ব্যবহার শুরু হয়
-
এটি দেশের প্রথম বৈজ্ঞানিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত কম্পিউটার
-
শিক্ষামূলক ও বৈজ্ঞানিক হিসাবের জন্য ডিজাইন করা হয়েছিল
-
প্রথমে সরকারি ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো ব্যবহার শুরু করে
-
IBM 1620-এর আগমনে দেশে তথ্যপ্রযুক্তির ভিত্তি গড়ে ওঠে
-
কম্পিউটারটি স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে (বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র)
-
বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৬৯ সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে
উৎস:
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল

0
Updated: 2 weeks ago
নেটফ্লিক্স মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
Created: 4 weeks ago
A
বিজ্ঞাপন পরিষেবা
B
স্ট্রিমিং পরিষেবা
C
অনলাইন মার্কেটিং পরিষেবা
D
চাকরি বিজ্ঞপ্তি পরিষেবা
নেটফ্লিক্স (Netflix)
সংজ্ঞা:
নেটফ্লিক্স হলো একটি নিবন্ধনভিত্তিক (subscription-based) স্ট্রিমিং সার্ভিস, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা দেয়।
মূল বৈশিষ্ট্য:
-
ব্যবহারকারীরা প্রয়োজনে শো বা মুভি ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭ সালের ২৯ আগস্ট, রিড হ্যাস্টিংস ও মার্ক রেন্ডলফ কর্তৃক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশসহ ১৩০টি দেশে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান।
-
শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকরা ব্যবহার করতে পারে এবং মাসিক ফি দিতে হয়।
-
নামকরা চলচ্চিত্র ও টিভি সিরিজ তৈরি করে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

0
Updated: 4 weeks ago
প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার 'EDSAC' এর পূর্ণরূপ কী?
Created: 1 week ago
A
Electronic Delay Storage Automatic Calculator
B
Electronic Data System for Advanced Computing
C
Extended Digital Storage and Arithmetic Computer
D
Electronic Device for Scientific and Academic Calculation
EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) হলো বিশ্বের প্রথম stored-program electronic computer, যা সংরক্ষিত প্রোগ্রামের ভিত্তিতে কাজ করতে সক্ষম।
EDSAC:
-
EDSAC কম্পিউটার প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
-
পূর্ণরূপ: Electronic Delay Storage Automatic Calculator।
-
নির্মিত হয় ১৯৪৯ সালে।
-
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস নেতৃত্বে একদল বিজ্ঞানী EDSAC তৈরি করেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পিউটার:
-
ENIAC: বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
-
UNIVAC: প্রথম বাণিজ্যিক কম্পিউটার, তৈরি ১৯৫১ সালে।
-
EDVAC: ENIAC-এর পরবর্তী সংস্করণ, তৈরি ১৯৪৯ সালে।

0
Updated: 1 week ago