কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
A
তিনিই সমাজের মাথা
B
মাথা খাটিয়ে কাজ করবে
C
লজ্জায় আমার মাথা কাটা গেল
D
মাথা নেই তার মাথা ব্যথা
উত্তরের বিবরণ
• 'মাথা খাটিয়ে কাজ কর' বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত।
অন্যদিকে,
• 'তিনিই সমাজের মাথা' বাক্যে ‘মাথা’ শব্দটি প্রধান ব্যক্তি অর্থে ব্যবহৃত।
• 'লজ্জায় আমার মাথা কাটা গেল' বাক্যে ‘মাথা’ শব্দটি সম্মান অর্থে ব্যবহৃত।
• 'মাথা নেই তার মাথা ব্যাথা' বাক্যে উভয় ‘মাথা’ই মাথা অর্থে ব্যবহৃত।
উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 5 months ago
“তােমারেই যেন ভালােবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।” - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
Created: 1 month ago
A
অনন্ত প্রেম
B
উপহার
C
ব্যক্ত প্রেম
D
শেষ উপহার
রবীন্দ্রনাথ ঠাকুরের "মানসী" কাব্যগ্রন্থের অন্তর্গত ‘অনন্ত প্রেম’ কবিতার উল্লেখযোগ্য পঙ্ক্তিগুলো গভীর প্রেমের অনুভূতি প্রকাশ করে। কবিতায় প্রিয়তমকে শত রূপে, শতবার, জনমে জনমে ভালোবাসার অমর অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
কবিতায় চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গীতহার গাঁথার মাধ্যমে প্রেমের গভীরতা এবং উপহারের প্রতিফলন ফুটে উঠেছে।
-
"মানসী" কাব্যগ্রন্থ:
-
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এটি ১৮৯০ সালে প্রকাশিত হয়েছে এবং এটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক গ্রন্থ হিসেবে বিবেচিত।
-
বুদ্ধদেব বসু এই কাব্যকে “রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব” হিসেবে উল্লেখ করেছেন।
-
গ্রন্থে মোট ৬৬টি কবিতা অন্তর্ভুক্ত।
-
রবীন্দ্রনাথ নিজে লিখেছেন, “নূতন আবেষ্টনে এই কবিতাগুলি সহসা যেন নবদেহ ধারণ করল।”
-
-
মানসীর কবিতার বিভাজন:
-
কবিতাগুলো মূলত দুই ভাগে বিভক্ত: একদিকে অতীত জীবনের পিছুটানমূলক কবিতা এবং অন্যদিকে নবযৌবনের নিরুদ্ধ উদ্দীপনার খরদীপ্তি।
-
-
উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
উপহার
-
নিস্ফল উপহার
-
ক্ষণিক মিলন
-
নিস্ফল কামনা
-
অহল্যার প্রতি
-
নবদম্পতির প্রেমালাপ
-
মানসিক অভিসার
-
পুরুষের উক্তি
-
নারীর উক্তি
-
ব্যক্ত প্রেম
-
গুপ্ত প্রেম
-
অনন্ত প্রেম
-
শেষ উপহার
-
-
‘অনন্ত প্রেম’ কবিতা:
-
কবিতায় প্রেমিক বা প্রিয়তমকে চিরকাল ধরে অনন্তভাবে ভালোবাসার অনুভূতি ফুটে উঠেছে।
-
প্রেমের গভীরতা প্রকাশ পেয়েছে গীতহার ও উপহারের প্রতীকী ব্যবহার দ্বারা।
-
পঙ্ক্তিগুলোর পুনরাবৃত্তি ও ছন্দ প্রেমের স্থায়িত্ব এবং যুগপৎ অনুভূতির জোরদার প্রতিফলন ঘটায়।
-
0
Updated: 1 month ago
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-
Created: 5 months ago
A
কবিতার নাম
B
গল্প সংকলনের নাম
C
উপন্যাসের নাম
D
কাব্য সংকলনের নাম
• শেষের কবিতা:
- শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- প্রবাসী পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- ভাষার অসমান্য ঔজ্জ্বল্য,দৃপ্তিশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থটিকে এমন স্বাতন্ত্র্য দিয়েছে, যার জন্য এই গ্রন্থটি রবীন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টির অন্যতম।
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- অমিত,
- লাবণ্য,
- কেতকী,
- শোভনলাল প্রমুখ।
• উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে-
- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও - এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের সমাপ্তি টানেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?
Created: 1 month ago
A
স্বরবৃত্ত
B
মাত্রাবৃত্ত
C
অক্ষরবৃত্ত
D
ত্রিপদী
‘কবর’ কবিতা
-
সংকলন: জসীম উদ্দীনের রাখালী কাব্যগ্রন্থ থেকে
-
প্রথম প্রকাশ: রাখালী (১৯২৭) এবং 'কল্লোল' পত্রিকায়
-
ছন্দ: মাত্রাবৃত্ত ছন্দ, মোট ১১৮টি পঙক্তি
-
বিষয়বস্তু: এক গ্রামীণ বৃদ্ধের জীবনের প্রিয়জন হারানোর বেদনার স্মৃতি, সহজ সরল ভাষায় কাহিনীধর্মীভাবে প্রকাশিত
জসীম উদ্দীন সম্পর্কে:
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলা, তাম্বুলখানা গ্রাম
-
পরিচিতি: বাংলাদেশে ‘পল্লীকবি’ হিসেবে
-
উল্লেখযোগ্য রচনা: নক্সী কাঁথার মাঠ (গাথাকাব্য)
প্রধান কাব্যগ্রন্থসমূহ:
-
নক্সী কাঁথার মাঠ
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
-
বালুচর
-
রাখালী
-
সূচয়নী
-
নিমন্ত্রণ
-
রূপবতী
বিখ্যাত কবিতা:
-
মুসাফির
-
রাখাল ছেলে
-
পল্লী জননী
-
আসমানী
-
নিমন্ত্রণ
0
Updated: 1 month ago