A
রত্না + কর
B
রত্ন + কর
C
রত্না + আকার
D
রত্ন + আকর
উত্তরের বিবরণ
• স্বরসন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
• অ + অ = আ নিয়মে:
- নর + অধম = নরাধম,
- হস্ত + অন্তর = হস্তান্তর।
এরূপ- হিমাচল, প্রাণাধিক, হিতাহিত ইত্যাদি।
• অ + আ = আ নিয়মে:
- হিম + আলয় = হিমালয়।
- রত্ন + আকর = রত্নাকর।
এরূপ- দেবালয়, রত্নাকর, সিংহাসন ইত্যাদি।
• আ + অ = আ নিয়মে:
- যথা + অর্থ = যথার্থ।
এরূপ- আশাতীত, কথামৃত, মহার্ঘ ইত্যাদি।
• আ + আ = আ নিয়মে:
- বিদ্যা+ আলয় = বিদ্যালয়।
এরূপ- কারাগার, মহাশয়, সদানন্দ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 months ago