অ্যামাজনের ক্লাউড সার্ভিসের নাম কী?
A
Azure
B
Google Cloud
C
AWS
D
iCloud
উত্তরের বিবরণ
অ্যামাজনের ক্লাউড সার্ভিস হলো AWS (Amazon Web Services)। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাউড প্ল্যাটফর্ম, যা কম্পিউটিং, স্টোরেজ, ডেটাবেস, কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যানালিটিক্স সহ শতাধিক সেবা প্রদান করে।
Amazon Web Services (AWS) সম্পর্কিত তথ্য:
-
AWS এর পূর্ণরূপ Amazon Web Services।
-
ক্লাউড কম্পিউটিংয়ের ধারণা ১৯৬০-এর দশক থেকে শুরু হলেও, ২০০৬ সালে অ্যামাজন বাণিজ্যিকভাবে AWS চালু করে।
AWS মূলত তিনটি Key Cloud Service Model-এ কাজ করে:
-
IaaS (Infrastructure as a Service): উদাহরণ: EC2, S3
-
PaaS (Platform as a Service): উদাহরণ: AWS Elastic Beanstalk
-
SaaS (Software as a Service): উদাহরণ: AWS WorkSpaces
অন্যান্য ক্লাউড সেবা:
-
Azure: মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস
-
Google Cloud: গুগলের ক্লাউড প্ল্যাটফর্ম
-
iCloud: অ্যাপলের ক্লাউড স্টোরেজ সেবা
0
Updated: 1 month ago
ক্লাউড কম্পিউটিং-এ "Scalability" দ্বারা কী বোঝানো হয়?
Created: 1 month ago
A
ডেটা লুকানো
B
ডেটার নিরাপত্তা বাড়ানো
C
ব্যবহারকারীর সংখ্যা সীমিত করা
D
চাহিদা অনুযায়ী রিসোর্স পরিবর্তন
Scalability (স্কেলেবিলিটি)
-
স্কেলেবিলিটি হলো ক্লাউড কম্পিউটিং-এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী কম্পিউটিং রিসোর্স (যেমন: স্টোরেজ, প্রসেসিং পাওয়ার, নেটওয়ার্ক) বাড়াতে বা কমাতে সাহায্য করে।
-
উদাহরণ: একটি ওয়েবসাইটে হঠাৎ বেশি ভিজিটর এলে ক্লাউড সার্ভার স্বয়ংক্রিয়ভাবে CPU, RAM, বা Storage বাড়িয়ে দেয়। ভিজিটর কমে গেলে রিসোর্সও কমে যায়। এতে খরচ কমে এবং পারফরম্যান্স ঠিক থাকে।
ক্লাউড কম্পিউটিং (Cloud Computing)
-
এটি হলো কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সার্ভিস প্রদান করার পদ্ধতি।
-
বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং ২০০৬ সালে Amazon Web Services (AWS) দ্বারা শুরু হয়।
ক্লাউড কম্পিউটিং-এর বৈশিষ্ট্যসমূহ:
-
On-demand self-service
-
Broad network access
-
Limited customization
-
Resource pooling
-
Rapid elasticity
-
Measured service
0
Updated: 1 month ago
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়?
Created: 1 month ago
A
Microsoft
B
Intel
C
D
Amazon
ইনটেল মূলত একটি হার্ডওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান যা প্রসেসর ও চিপ তৈরিতে বিশ্বব্যাপী সুপরিচিত। এটি সরাসরি ক্লাউড সার্ভিস প্রদান করে না।
-
ইনটেল কর্পোরেশন (Intel Corporation): একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
-
বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
-
এক্স৮৬ মাইক্রোপ্রসেসর সিরিজ এর প্রস্তুতকারক, যা অধিকাংশ ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয়।
-
প্রতিষ্ঠাতা ছিলেন সেমিকন্ডাক্টর প্রযুক্তির অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু শুভ।
-
কোম্পানির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে অবস্থিত।
-
মাইক্রোসফট: Azure প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয় ক্লাউড সার্ভিস প্রদান করে।
-
গুগল: Google Cloud Platform (GCP) একটি শীর্ষস্থানীয় ক্লাউড সেবা।
-
অ্যামাজন: Amazon Web Services (AWS) বিশ্বের সবচেয়ে বড় ও বহুল ব্যবহৃত ক্লাউড সার্ভিস।
0
Updated: 1 month ago
অ্যামাজন-এর ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Created: 1 month ago
A
Azure
B
AWS
C
Cloudera
D
উপরের সবগুলো
অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম হলো AWS, যার পূর্ণরূপ Amazon Web Services। ক্লাউড কম্পিউটিং ধারণার সূচনা হয় ১৯৬০-এর দশকে, তবে বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু হয় ২০০৬ সালে, যখন বিশ্ববিখ্যাত আমাজন তাদের ওয়েব সার্ভিস চালু করে।
-
AWS: Amazon Web Services, অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্ম
-
ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস: শুরু ১৯৬০-এর দশকে
-
বাণিজ্যিকভাবে ব্যবহার: ২০০৬ সালে আমাজনের মাধ্যমে
উৎস: aws.amazon.com
অন্যদিকে, Azure হলো মাইক্রোসফটের ক্লাউড সেবা দানকারী প্ল্যাটফর্ম এবং Cloudera একটি যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটা ম্যানেজমেন্ট সেবাদানকারী কোম্পানি।
-
Azure: মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম
-
Cloudera: যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটা ম্যানেজমেন্ট কোম্পানি
0
Updated: 1 month ago