‘আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই’ - গানটি রচনা করেন কে?
A
সিকান্দার আবু জাফর
B
আব্দুল গাফফার চৌধুরী
C
হাসান আজিজুল হক
D
গোবিন্দ হালদার
উত্তরের বিবরণ
সিকান্দার আবু জাফর ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক। তিনি ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তাঁদের আদি নিবাস পাকিস্তানের পেশোয়ারে ছিল। তাঁর পূর্ণ নাম ছিল সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার। ১৯৫০ সালে তিনি কলকাতা থেকে ঢাকায় আসেন এবং বিভিন্ন সময়ে দৈনিক নবযুগ, ইত্তেফাক, সংবাদ ও মিল্লাত পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি মাসিক ‘সমকাল’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক (১৯৫৭–১৯৭০) ছিলেন। তাঁর রচিত গান ‘আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই’ মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
পূরবী
-
মাটি আর অশ্রু
-
নবী কাহিনী
-
জয়ের পথে
-
নতুন সকাল

0
Updated: 1 day ago
'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 2 weeks ago
A
আহমদ ছফা
B
সিকান্দার আবু জাফর
C
রফিক আজাদ
D
শামসুদ্দীন আবুল কালাম

0
Updated: 2 weeks ago