কোনটি ‘সংশপ্তক’ উপন্যাসের চরিত্র নয়?
A
আলমগীর
B
রামদয়াল
C
জাহেদ
D
রাবেয়া খাতুন
উত্তরের বিবরণ
‘সংশপ্তক’ উপন্যাস রচনা করেছেন শহীদুল্লাহ কায়সার। উপন্যাসের নাম ‘সংশপ্তক’ মহাভারত থেকে নেওয়া হয়েছে, যার অর্থ সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে। এটি একটি মহাকাব্যিক উপন্যাস। উপন্যাসে হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ, বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ ও সাম্প্রদায়িকতা প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রধান চরিত্রসমূহ: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল।
শহীদুল্লাহ কায়সারের সম্পর্কে কিছু তথ্য:
-
জন্ম: ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি, ফেনি।
-
পুরো নাম: আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
-
পারিবারিক সম্পর্ক: জহির রায়হান তাঁর সহোদর।
-
স্মৃতিকথামূলক রচনা: রাজবন্দীর রোজনমাচা
0
Updated: 1 month ago
‘সংশপ্তক’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
B
ঢাকা সেনানিবাসে
C
জয়দেবপুর চৌরাস্তায়
D
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
ভাস্কর হামিদুজ্জামান খান
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সংশপ্তক’ ভাস্কর্য তাঁর সৃষ্টি।
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক অধিকাংশ ভাস্কর্য তাঁর হাতে নির্মিত।
-
স্বাধীনতার পর ১৯৭২ সালে ভাস্কর আবদুর রাজ্জাকের সঙ্গে মিলিত হয়ে জয়দেবপুর চৌরাস্তায় ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্য নির্মাণে কাজ করেন। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম ভাস্কর্য।
-
অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্য:
-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘জাগ্রত বাংলা’
-
ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’
-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা চিরন্তন’
-
আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশন প্রাঙ্গণে ‘মৃত্যুঞ্জয়ী’
-
মাদারীপুরে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’
-
জীবনবৃত্তান্ত:
-
জন্ম: ১৯৪৬ সালের ১৬ মার্চ, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার সহশ্রাম গ্রাম।
-
সম্মাননা: ২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক।
-
মৃত্যু: ২০ জুলাই, ২০২৫, ঢাকার ইউনাইটেড হাসপাতালে, বয়স ৭৯ বছর।
0
Updated: 2 months ago