'তোমাকে অভিবাদন, প্রিয়তমা' কাব্যগ্রন্থের রচয়িতা -
A
শহীদ কাদরী
B
শামসুর রাহমান
C
সরদার জয়েন উদ্দিন
D
সমর সেন
উত্তরের বিবরণ
‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থের রচয়িতা ছিলেন শহীদ কাদরী। তিনি স্বাধীন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আধুনিক কবি। জন্মগ্রহণ করেন ১৯৪২ সালে কলকাতার পার্কস্ট্রিটে এবং মৃত্যুর পর তাঁর ইচ্ছা অনুযায়ী ঢাকায় সমাধিস্থ করা হয়।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
উত্তরাধিকার
-
তোমাকে অভিবাদন প্রিয়তমা
-
কোথাও কোন ক্রন্দন নেই
-
আমার চুম্বনগুলো পৌছে দাও

0
Updated: 1 day ago