'তিন পুরুষ' - কাব্যগ্রন্থের রচয়িতা কে?
A
সিরাজুল ইসলাম চৌধুরী
B
সমর সেন
C
সোমেন চন্দ
D
সুকুমার রায়
উত্তরের বিবরণ
সমর সেন ছিলেন কবি এবং আধুনিক যুগের একজন নাগরিক কবি হিসেবে পরিচিত। তিনি ১৯১৬ সালের ১০ অক্টোবর কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ ছিলেন প্রথিতযশা গবেষক দীনেশচন্দ্র সেন। সমর সেন ‘Frontier’ (ফ্রন্টিয়ার) ও ‘নাও’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি নিজেকে কবি হিসেবে চিহ্নিত করতে গিয়ে বলেন, “আমি রোমান্টিক কবি নই, আমি মার্ক্সিস্ট”, যা তাঁর মার্কসবাদের প্রতি প্রবল আকর্ষণ প্রকাশ করে।
তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ:
-
কয়েকটি কবিতা
-
গ্রহণ ও অন্যান্য কবিতা
-
নানাকথা
-
খোলাচিঠি
-
তিন পুরুষ
-
সমর সেনের কবিতা
0
Updated: 1 month ago
'আমি রোমান্টিক কবি নই, আমি মার্ক্সিস্ট' - উক্তিটি কার?
Created: 1 month ago
A
সিকান্দার আবু জাফর
B
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
C
সমর সেন
D
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
সমর সেন:
-
সমর সেন ১৯১৬ সালের ১০ অক্টোবর কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পিতামহ ছিলেন প্রথিতযশা গবেষক দীনেশচন্দ্র সেন।
-
তিনি মূলত কবি ছিলেন এবং আধুনিক যুগের নাগরিক কবি হিসেবে খ্যাত।
-
‘Frontier’ (ফ্রন্টিয়ার) ও ‘নাও’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
-
তিনি নিজেকে মার্কসিস্ট হিসেবে অভিহিত করতেন এবং বলেছেন, ‘আমি রোমান্টিক কবি নই, আমি মার্ক্সিস্ট’।
সমর সেন রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ:
-
কয়েকটি কবিতা
-
গ্রহণ ও অন্যান্য কবিতা
-
নানাকথা
-
খোলাচিঠি
-
তিন পুরুষ
-
সমর সেনের কবিতা
0
Updated: 1 month ago