সত্যেন্দ্রনাথ দত্ত কোন ছদ্মনামে কাব্যচর্চা করেননি?
A
কলমগীর
B
কবিরঞ্জন
C
ত্রিবিক্রম বর্মণ
D
নবকুমার
উত্তরের বিবরণ
সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন কবি ও ছান্দসিক। তিনি ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনিসমৃদ্ধি ব্যবহার করে নতুন ছন্দসৃষ্টি করা তাঁর কবিপ্রতিভার অন্যতম মৌলিক কীর্তি। এজন্য তিনি সাধারণভাবে ‘ছন্দের জাদুকর’ ও ‘ছন্দোরাজ’ নামে পরিচিত।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
তিনি একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।
-
কবিরঞ্জন নামটি রামপ্রসাদ সেনের উপাধি, সত্যেন্দ্রনাথ দত্ত কোনো সময় এই ছদ্মনামে কাব্যচর্চা করেননি।
-
মৃত্যু: ১৯২২ সালে।
-
তাঁর মৃত্যুর পর কাজী নজরুল ইসলাম ‘সত্যেন-প্রয়াণ’ কবিতা রচনা করেন।

0
Updated: 1 day ago