ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম কবি ছিলেন -
A
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ্
B
সুকুমার রায়
C
সুধীন্দ্রনাথ দত্ত
D
সৈয়দ আলী আহসান
উত্তরের বিবরণ
সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। তিনি ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে জন্মগ্রহণ করেন। ত্রৈমাসিক ‘পরিচয়’ পত্রিকা সম্পাদনা করার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। তিনি ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের একজন এবং ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ অনুসরণ করতেন।
তাঁর কাব্যগ্রন্থ ‘তন্বী’ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গিত। তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য হলো ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য। বাংলা কবিতায় দর্শনচিন্তার নান্দনিক প্রকাশ ঘটানো এবং বাংলা গদ্যের আধুনিক রূপের প্রবর্তনও তাঁর অবদানের অন্তর্ভুক্ত। তিনি ১৯৬০ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
তন্বী
-
অর্কেষ্ট্রা
-
ক্রন্দসী
-
উত্তর ফাল্গুনী
-
সংবর্ত
-
প্রতিদিন
-
দশমী
0
Updated: 1 month ago
‘কুলায় ও কালপুরুষ’ - প্রবন্ধগ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
অমিয় চক্রবর্তী
B
বিষ্ণু দে
C
প্রেমেন্দ্র মিত্র
D
সুধীন্দ্রনাথ দত্ত
‘কুলায় ও কালপুরুষ’
-
রচয়িতা: সুধীন্দ্রনাথ দত্ত
-
প্রকাশকাল: ১৯৫৭
-
ধরন: প্রবন্ধগ্রন্থ
সুধীন্দ্রনাথ দত্ত
-
জন্ম: ১৯০১ সালের ৩০ অক্টোবর, কলকাতার হাতীবাগান
-
পেশা ও পরিচিতি: কবি, প্রাবন্ধিক, পত্রিকা সম্পাদক
-
সম্পাদকতা: ত্রৈমাসিক পরিচয় পত্রিকা
-
সাহিত্যিক অবদান:
-
ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবি
-
বাংলা গদ্যের আধুনিক রূপের প্রবর্তক
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
-
তন্বী
-
অর্কেষ্ট্রা
-
ক্রন্দসী
-
উত্তরফাল্গুনী
-
সংবর্ত
-
প্রতিদিন
-
দশমী
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
সুধীন্দ্রনাথ দত্ত কোন দশকের কবি ছিলেন?
Created: 2 months ago
A
বিশের দশক
B
তিরিশের দশক
C
চল্লিশের দশক
D
আশির দশক
সুধীন্দ্রনাথ দত্ত
জীবন ও পরিচিতি:
জন্ম: ১৯০১ সালের ৩০ অক্টোবর, কলকাতা, হাতীবাগান
পেশা: কবি, প্রাবন্ধিক, পত্রিকা সম্পাদক
সম্পাদিত পত্রিকা: ত্রৈমাসিক 'পরিচয়'
তিনি ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী এবং ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ অনুসরণকারী
কাব্যগ্রন্থ:
তন্বী
অর্কেষ্ট্রা
উত্তরফাল্গুনী
সংবর্ত
প্রবন্ধগ্রন্থ:
স্বগত
কুলায়
কালপুরুষ
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
সুধীন্দ্রনাথ দত্ত কোন পত্রিকা সম্পাদনা করে অমর হয়ে আছেন?
Created: 2 months ago
A
পরিচয়
B
বাসন্তিকা
C
ভারতী
D
কবিতা
সুধীন্দ্রনাথ দত্ত:
-
তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
-
১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
-
ত্রৈমাসিক ‘পরিচয়’ পত্রিকা সম্পাদনার জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম ছিলেন।
-
ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যধারার অনুসারী ছিলেন তিনি।
তাঁর কাব্যগ্রন্থ:
-
তন্বী
-
অর্কেষ্ট্রা
-
উত্তরফাল্গুনী
-
সংবর্ত ইত্যাদি
তাঁর প্রবন্ধগ্রন্থ:
-
স্বগত
-
কুলায় ও কালপুরুষ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago