'আলবেরুনী' - গ্রন্থটি রচনা করেন কে?
A
সমর সেন
B
শামসুজ্জামান খান
C
সত্যেন সেন
D
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরের বিবরণ
সত্যেন সেন ছিলেন একজন সাহিত্যিক ও রাজনীতিবিদ। তিনি ১৯০৭ সালে বিক্রমপুরের সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে তিনি ‘উদীচী’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং ১৯৭০ সালে উপন্যাস রচনার জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
ভোরের বিহঙ্গী
-
রুদ্ধদ্বার মুক্তপ্রাণ
-
পদচিহ্ন
-
আলবেরুনী
-
সাত নম্বর ওয়ার্ড

0
Updated: 1 day ago
'সিরাজুম মুনীরা' কাব্যের রচয়িতার নাম-
Created: 3 months ago
A
তালিম হোসেন
B
ফররুখ আহমদ
C
গোলাম মোস্তফা
D
আবুল হোসেন
'সিরাজাম মুনীরা’ কাব্যটির রচয়িতা- 'ফররুখ আহমদ'
ফররুখ আহমদ বিংশ শতকের একজন খ্যাতিমান বাংলা কবি। তিনি ১৯১৮ সালে মাগুরা জেলার শ্রীপুর থানায় জন্মগ্রহণ করেন। আধুনিক বাংলা কবিতায় ইসলামী ভাবধারা ও সমাজসচেতনতা তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ।
সাহিত্যিক খ্যাতি ও যাত্রা
◾ প্রথম খ্যাতি:
১৯৪৪ সালে কলকাতার ভয়াবহ দুর্ভিক্ষের পটভূমিতে রচিত তাঁর বিখ্যাত কবিতা ‘লাশ’ কবিকে জনপ্রিয়তার প্রথম শিখরে পৌঁছে দেয়।
◾ প্রথম প্রকাশিত কাব্য:
‘সাত সাগরের মাঝি’ ছিল তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা তাঁকে কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত করে।
কাব্যগ্রন্থ ও সাহিত্যকর্ম
উল্লেখযোগ্য কাব্য:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
মুহূর্তের কবিতা
-
নৌফেল ও হাতেম (কাব্যনাট্য)
-
হাতেমতায়ী (কাহিনিকাব্য)
-
হাবেদা মরুর কাহিনী
বিশেষ কাব্য:
-
‘সিরাজাম মুনিরা’ — ফররুখ আহমদের অন্যতম গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এটি ইসলামী ভাবনাচিন্তা ও রূপকথার সৃজনশীল সংমিশ্রণে রচিত।
শিশুতোষ সাহিত্য
শিশুদের জন্যও তিনি চমৎকার সব সাহিত্য রচনা করেছেন। তাঁর শিশুতোষ রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর-
বাংলাপিডিয়া

0
Updated: 3 months ago
'বর্ষ-আবাহন' কবিতার রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
জীবনানন্দ দাশ
C
শামসুর রাহমান
D
বুদ্ধদেব বসু
প্রথম কবিতা:
-
স্কুলে ছাত্রাবস্থায় জীবনানন্দ দাশ রচিত প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ প্রকাশিত হয় ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬ / এপ্রিল ১৯১৯)।
জীবনানন্দ দাশ:
-
তিনি ছিলেন কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
-
তাঁর ডাক নাম ছিল মিলু।
-
পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
-
মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
-
মৃত্যু: ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
-
ঝরাপালক (প্রথম কাব্যগ্রন্থ)
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ
প্রবন্ধগ্রন্থ:
-
কবিতার কথা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago
'বাল্মীকির জয়' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 day ago
A
স্বর্ণকুমারী দেবী
B
আলী আহসান
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃত ভাষার একজন খ্যাতনামা পণ্ডিত। তিনি জীবদ্দশায় বহু সম্মাননা ও উপাধি অর্জন করেন।
-
১৮৯৮ সালে সরকারের দেওয়া সম্মান ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন (যা মহারানী ভিক্টোরিয়ার ৬০তম রাজ্যাঙ্ক উপলক্ষে প্রবর্তিত হয়)।
-
১৯১১ সালে ‘সি.আই.ই’ উপাধি পান।
-
১৯২১ সালে ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির অনারারি মেম্বার মনোনীত হন।
-
১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডি.লিট উপাধি লাভ করেন।
তাঁর রচিত সাহিত্যকর্ম:
-
বেণের মেয়ে
-
বাল্মীকির জয়
-
মেঘদূত
-
প্রাচীন বাংলার গৌরব

0
Updated: 1 day ago