সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ কোনটি?
A
ফিরোজা বেগম
B
রায়নন্দিনী
C
তারা-বাঈ
D
অনল প্রবাহ
উত্তরের বিবরণ
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি ও লেখক। তিনি ১৮৮০ খ্রিষ্টাব্দের ১৩ জুলাই সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি একজন ভেষজ চিকিৎসক ছিলেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
অনল প্রবাহ
-
উচ্ছ্বাস
-
উদ্বোধ
-
স্পেনবিজয় কাব্য
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
তারা-বাঈ
-
রায়নন্দিনী
-
ফিরোজা বেগম

0
Updated: 1 day ago
'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি॥'- পঙ্ক্তিদ্বয় সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 4 days ago
A
হরতাল
B
ঘুম নেই
C
পূর্বাভাস
D
ছাড়পত্র
সুকান্ত ভট্টাচার্য ও ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ
-
কবি: সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭), বাংলা সাহিত্যের কিশোর কবি।
-
জীবন: মাত্র একুশ বছর বয়সে ১৯৪৭ সালে তিনি প্রয়াত হন।
-
কাব্যধারা: তিনি কবিতায় আধুনিকতার ছোঁয়া এবং কিশোর-কিশোরীর অনুভূতি, মানবজীবনের তীব্রতা ও সমাজবোধ ফুটিয়ে তোলেন।
‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ:
-
প্রকাশ: ১৯৪৮
-
রচনা সময়: ১৯৪৩-১৯৪৭
-
বৈশিষ্ট্য: কাব্যের স্নিগ্ধতা ও লালিত্যপূর্ণ ছন্দ থেকে সরে এসে গদ্যময় কঠোরতার ছোঁয়া; মানুষের জীবন, ক্ষুধা, সংগ্রাম ও বাস্তবতার দিকে মনোযোগ।
-
উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
ছাড়পত্র
-
আগামী
-
চারাগাছ
-
খবর
-
আঠারো বছর বয়স
-
হে মহাজীবন
-
দেশলাই কাঠি
-
কৃষকের গান
-
মধ্যবিত্ত
-
কবিতা ‘হে মহাজীবন’ থেকে উদাহরণ:
“হে-মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো!
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা—
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি॥”
সুকান্ত ভট্টাচার্যের অন্যান্য কাব্যগ্রন্থ:
-
পূর্বাভাস
-
ঘুম নেই
-
অভিযান
গদ্যগ্রন্থ:
-
হরতাল
এই কাব্যগ্রন্থে সুকান্তের সমাজবোধ, মানবদর্শন এবং তরুণ মানসিকতার প্রকাশ লক্ষ্য করা যায়।

0
Updated: 4 days ago
১৫) ধর্মমঙ্গল কাব্যে কোন কাহিনির কথা উল্লেখ আছে?
Created: 1 month ago
A
রামায়ণ কাহিনি
B
কৃষ্ণলীলার কথা
C
লাউসেনের কাহিনি
D
সীতার বনবাস কাহিনি
ধর্মমঙ্গল কাব্য
রচয়িতা ও শ্রেষ্ঠ কবি
-
আদি কবি: ময়ূর ভট্ট (কাব্যের নিদর্শন পাওয়া যায়নি)
-
শ্রেষ্ঠ কবি: ঘনরাম চক্রবর্তী
-
উল্লেখযোগ্য কবি: রূপরাম, সীতারাম দাস
কাব্যের বিভাজন ও বিষয়বস্তু
ধর্মমঙ্গল কাব্য মূলত দুটি পালায় বিভক্ত:
১. রাজা হরিশ্চন্দ্রের কাহিনি
২. লাউসেনের সংগ্রামী জীবন
অন্যান্য কবি
-
আদি রূপরাম
-
খেলারাম চক্রবর্তী
-
মানিকরাম
-
রূপরাম চক্রবর্তী প্রমুখ
উৎস
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
Created: 3 months ago
A
বারীন্দ্রকুমার ঘোষ
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
বীরজাসুন্দরী দেবী
D
মুজাফফর আহমদ
কবি কাজী নজরুল ইসলাম তাঁর 'সঞ্চিতা' কাব্যগ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন।
'সঞ্চিতা' হলো কাজী নজরুল ইসলামের একটি কবিতা সংকলন, যা ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থটি নজরুল ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। এতে মোট ৭৮টি কবিতা ও গান অন্তর্ভুক্ত রয়েছে। নজরুলের কবিতার প্রকৃত ধারা ও বৈশিষ্ট্য বোঝার জন্য 'সঞ্চিতা' একটি গুরুত্বপূর্ণ সংকলন, কারণ জীবিত অবস্থায় তিনি নিজেও এটিকে তাঁর শ্রেষ্ঠ কাব্য সৃষ্টি হিসেবে মেনে নিয়েছিলেন।
অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত নাটক 'বসন্ত' কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago