‘বেদের মেয়ে’ নাটকটির রচয়িতা পল্লিকবি জসীম উদ্দীন। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৫১ খ্রিষ্টাব্দে।
• জসীম উদ্দীন রচিত অন্যান্য নাটক:
-
পদ্মাপার
-
বেদের মেয়ে
-
মধুমালা
-
পল্লীবধূ
-
গ্রামের মেয়ে
'কেরামতমঙ্গল' - নাটকটি রচনা করেন কে?
A
আবুল কালাম শামসুদ্দীন
B
আব্দুল্লাহ আল মামুন
C
সেলিম আল দীন
D
মামুনুর রশীদ
উত্তরের বিবরণ
সেলিম আল দীন ছিলেন আধুনিক বাংলা নাটকের অন্যতম প্রধান নাট্যকার। তিনি ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথমদিকে কবিতা লিখলেও ১৯৭২ সালে তাঁর রচিত ‘নীল শয়তান: তাহিতি ইত্যাদি’ নাটকটি টেলিভিশন ও বেতারে প্রচারিত হলে তাঁর নাট্যরচনার পরিচিতি শুরু হয়। একই বছরে ডাকসু মঞ্চস্থ করে ‘জন্ডিস ও বিবিধ বেলুন’, যা নাট্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে। পরবর্তীতে ১৯৭৩ সালে ডাকসু নাট্যচক্র তাঁর লেখা ‘এক্সপ্লোসিভ ও মূল সমস্যা’ মঞ্চস্থ করলে তিনি নাট্যকার হিসেবে ব্যাপক পরিচিতি পান।
তাঁর রচিত নাট্যগ্রন্থসমূহ:
সর্প বিষয়ক গল্প ও অন্যান্য
বাসন
কেরামতমঙ্গল
কিত্তনখোলা
হাতহদাই
শকুন্তলা
মুনতাসীর ফ্যান্টাসি
জন্ডিস ও বিবিধ বেলুন
চাকা
যৈবতী কন্যার মন
হরগজ
নিমজ্জন
0
Updated: 1 month ago
"মুখরা রমণী বশীকরণ" কী ধরনের রচনা?
Created: 1 month ago
A
কবিতা
B
প্রবন্ধ
C
ছোটগল্প
D
অনুবাদ নাটক
"মুখরা রমণী বশীকরণ" মুনীর চৌধুরী রচিত একটি অনুবাদ নাটক। মুনীর চৌধুরী ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং বাগ্মী, যিনি তার জীবনকাল জুড়ে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন ও বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
মুনীর চৌধুরী:
জন্ম: ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহরে।
শিক্ষা ও পেশাগত জীবনের পাশাপাশি ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি এবং ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে, ১৪ ডিসেম্বর, পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।
নাটকসমূহ:
রক্তাক্ত প্রান্তর
চিঠি
কবর
দণ্ডকারণ্য
পলাশী ব্যারাক ইত্যাদি
অনুবাদ নাটকসমূহ:
কেউ কিছু বলতে পারে না
রূপার কৌটা
মুখরা রমণী বশীকরণ
প্রবন্ধগ্রন্থ:
মীর মানস
তুলনামূলক সমালোচনা
বাংলা গদ্যরীতি
0
Updated: 1 month ago
'নীল দর্পণ' নাটক কত সালে প্রকাশিত হয়?
Created: 5 months ago
A
১৮৬০ সালে
B
১৮৬৩ সালে
C
১৮৬৪ সালে
D
১৮৬৬ সালে
‘নীল-দর্পণ’ (১৮৬০) দীনবন্ধু মিত্রের অন্যতম শ্রেষ্ঠ নাটক ও রচনা। এটি ১৮৬০ সালে প্রকাশ পায়। নাটকের মূল বিষয় ছিল তৎকালীন নীলচাষি কৃষক ও নীলকর শাসকদের অবিচার এবং শাসক শ্রেণীর পক্ষপাতমূলক আচরণ।
এই নাটক তৎকালীন সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং কৃষকদের নীল বিদ্রোহে প্রেরণা যুগিয়েছিল।
মাইকেল মধুসূদন দত্ত ‘A Native’ ছদ্মনামে এর ইংরেজি অনুবাদ করেন, যার শিরোনাম ছিল ‘Nil Darpan or The Indigo Planting Mirror’ (১৮৬১)। এই অনুবাদ প্রকাশের কারণে পাদ্রি জেমস লং আদালত থেকে অর্থদণ্ডে দণ্ডিত হন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘নীল-দর্পণ’কে মার্কিন ‘Uncle Tom’s Cabin’ নাটকের সঙ্গে তুলনা করেছিলেন।
১৮৬০ সালে ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় এবং ১৮৭২ সালের ৭ ডিসেম্বর ‘নীল-দর্পণ’ দিয়েই শুরু হয় সাধারণ রঙ্গালয়ের অভিনয়।
দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটকগুলো হলো:
নবীন তপস্বিনী,
লীলাবতী,
কমলে কামিনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
কাজী নজরুল ইসলাম
B
জসীম উদদীন
C
আল মাহমুদ
D
দ্বিজেন্দ্রলাল রায়
0
Updated: 1 month ago