'দুর্মর' সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থের কবিতা?
A
ঘুম নেই
B
হরতাল
C
ছাড়পত্র
D
পূর্বাভাস
উত্তরের বিবরণ
সুকান্ত ভট্টাচার্যের ‘দুর্মর’ কবিতাটি তাঁর ‘পূর্বাভাস’ কাব্যগ্রন্থভুক্ত। এটি গ্রন্থের শেষ কবিতা, যা তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত।
-
জন্ম: ১৯২৬ সালের ১৫ আগস্ট, কলকাতার মাতুলালয়ে।
-
পরিচিতি: মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী ও প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
-
উপাধি: তাঁকে কিশোরকবি বলা হয়।
-
পৈতৃক নিবাস: ফরিদপুর জেলার কোটালিপাড়া।
-
সম্পাদনা কাজ: ১৯৪৫ সালে কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।
-
বিখ্যাত উক্তি: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি।”
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
ছাড়পত্র
-
ঘুম নেই
-
পূর্বাভাস
-
অভিযান
-
মিঠেকড়া
-
হরতাল
-
গীতিগুচ্ছ
0
Updated: 1 month ago
‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ এটি কার উক্তি?
Created: 6 months ago
A
সুফিয়া কামাল
B
কায়কোবাদ
C
জসীমউদ্দীন
D
জীবনানন্দ
1
Updated: 1 month ago
'হুলিয়া' কবিতা কার রচনা?
Created: 2 months ago
A
আবুল হাসান
B
আবুল হোসেন
C
মহাদেব সাহা
D
নির্মলেন্দু গুণ
‘হুলিয়া’ ও নির্মলেন্দু গুণ
• হুলিয়া:
‘হুলিয়া’ হলো বাংলাদেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ রচিত একটি কবিতা।
কবিতায় ঘরের পরিবেশ, রোদ, হাওয়া এবং ছায়ার খেলা চিত্রিত হয়েছে, যেখানে কবির উপস্থিতি এতটাই অদৃশ্য যে কেউ তাকে চিনতে পারে না। সংক্ষেপে কবিতার অংশটি এই রকম:
“আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর,
আমার চারপাশে রোদ ঝলমল করছে, হাওয়া শোঁ শোঁ করছে।
আমার ছায়া ঘুরতে ঘুরতে একটি রেখায় এসে দাঁড়িয়েছে।
কেউ আমাকে চিনতে পারেনি।”
• নির্মলেন্দু গুণ:
-
জন্ম: ১৯৪৫, নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে।
-
পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী।
-
তিনি বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কবি এবং ‘বাংলাদেশের কবিদের কবি’ নামে খ্যাত।
-
সম্মাননা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮২), একুশে পদক (২০০১)।
• কাব্যগ্রন্থসমূহ:
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
-
পৃথিবীজোড়া গান
-
দূর হ দুঃশাসন
-
ইসক্রা
-
নেই কেন সেই পাখি
-
মুজিব-লেনিন-ইন্দিরা
-
শিয়রে বাংলাদেশ
• ভ্রমণ কাহিনি:
-
ভলগার তীরে
-
গীনসবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়া খেলার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে
• কিশোর উপন্যাস:
-
কালো মেলা
-
বাবা যখন ছোট্ট ছিলেন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘হুলিয়া’ কবিতা।
0
Updated: 2 months ago
বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?
Created: 5 months ago
A
বিহারীলাল চক্রবর্তী
B
প্যারীচাঁদ মিত্র
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
• 'রবীন্দ্রনাথ ঠাকুর'- বিহারীলাল চক্রবর্তীকে গীতি কাব্য-ধারার 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেছেন।
• 'ভোরের পাখি' বলার কারণ:
- বিহারীলালই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করেন।
- এক্ষেত্রে তিনি ছিলেন প্রথম। তাই তাকে 'ভোরের পাখি' বলা হয়েছে।
----------------------------
• বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত।
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন।
- বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতা ‘বঙ্গসুন্দরী’।
- তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদামঙ্গল।
• বিহারীলাল চক্রবর্তী রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- সারদামঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago