'দুর্মর' সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থের কবিতা?
A
ঘুম নেই
B
হরতাল
C
ছাড়পত্র
D
পূর্বাভাস
উত্তরের বিবরণ
সুকান্ত ভট্টাচার্যের ‘দুর্মর’ কবিতাটি তাঁর ‘পূর্বাভাস’ কাব্যগ্রন্থভুক্ত। এটি গ্রন্থের শেষ কবিতা, যা তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত।
-
জন্ম: ১৯২৬ সালের ১৫ আগস্ট, কলকাতার মাতুলালয়ে।
-
পরিচিতি: মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী ও প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
-
উপাধি: তাঁকে কিশোরকবি বলা হয়।
-
পৈতৃক নিবাস: ফরিদপুর জেলার কোটালিপাড়া।
-
সম্পাদনা কাজ: ১৯৪৫ সালে কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।
-
বিখ্যাত উক্তি: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি।”
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
ছাড়পত্র
-
ঘুম নেই
-
পূর্বাভাস
-
অভিযান
-
মিঠেকড়া
-
হরতাল
-
গীতিগুচ্ছ

0
Updated: 1 day ago
“তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা”- পঙক্তিটির লেখক কে?
Created: 1 month ago
A
হুমায়ুন আজাদ
B
আল মাহমুদ
C
শামসুর রাহমান
D
হুমায়ূন আহমেদ
কবিতা: তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
কবি: শামসুর রহমান
-
যুদ্ধকালীন লেখা, মুক্তিযুদ্ধ শেষে ‘বন্দী শিবির থেকে’ গ্রন্থে প্রকাশিত
-
কবিতার কিছু অংশ:
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?
তুমি আসবে বলে, হে স্বাধীনতা
শামসুর রহমান
-
বিশ শতকের দ্বিতীয়ার্ধের বাংলা সাহিত্যের অন্যতম কবি
-
জন্ম ১৯৪৩; প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত
-
সাংবাদিকতা জীবন শুরু ১৯৫৭, ইংরেজি দৈনিক মর্নিং নিউজ-এর সহসম্পাদক হিসেবে
-
জনপ্রিয় কবিতা: ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, আমি অনাহারী, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়

0
Updated: 1 month ago
'পল্লিজননী' কবিতার রচয়িতা কে?
Created: 4 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
মাইকেল মধুসূদন দত্ত
C
জসীম উদ্দীন
D
জীবনানন্দ দাশ
• 'পল্লিজননী' কবিতাটি জসীম উদ্দীন রচিত 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
- এটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
- বিখ্যাত কবর কবিতাটিও এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
• জসীম উদ্দীন:
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।
• তাঁর রচিত জনপ্রিয় খণ্ড কবিতার সংকলন:
- রাখালী,
- বালুচর,
- রূপবতী,
- ধানখেত,
- মাটির কান্না,
- সুচয়নী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

1
Updated: 4 months ago
'পল্লিজননী' কবিতার রচয়িতা কে?
Created: 4 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
মাইকেল মধুসূদন দত্ত
C
জসীম উদ্দীন
D
জীবনানন্দ দাশ
'পল্লিজননী' কবিতাটি জসীম উদ্দীন রচিত 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
'রাখালী' ছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
-
এটি প্রকাশিত হয় ১৯২৭ সালে।
-
এই কাব্যগ্রন্থেই অন্তর্ভুক্ত রয়েছে তাঁর বিখ্যাত 'কবর' কবিতাটি।
জসীম উদ্দীন সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
-
তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
-
তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য 'নক্সী কাঁথার মাঠ' ১৯২৯ সালে প্রকাশিত হয়।
-
১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
জসীম উদ্দীনের জনপ্রিয় খণ্ডকবিতার সংকলনসমূহ:
-
রাখালী
-
বালুচর
-
রূপবতী
-
ধানখেত
-
মাটির কান্না
-
সুচয়নী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 months ago