A
রন্টজেন
B
ফ্যারাডে
C
মার্কনি
D
এডিসন
উত্তরের বিবরণ
ফনোগ্রাফ আবিষ্কার করেন টমাস আলভা এডিসন।
ফনোগ্রাফ:
- শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হলো ফনোগ্রাফ (Phonograph)।
- ফনোগ্রাফ আবিষ্কার করেন টমাস আলভা এডিসন।
- ফোনোগ্রাফ শব্দ ধারণ (রেকর্ড) করে পরে তা শোনাতে পারে।
- পাতলা এক খণ্ড টিনফয়েলে প্যাঁচানো খাঁজকাটা ধাতব সিলিন্ডার ছিল প্রথম ফোনোগ্রাফ যন্ত্র।
- ফনোগ্রাফকে পরবর্তী সময়ে গ্রামোফোনও বলা হতো।
উল্লেখ্য,
- এডিসনের সবচেয়ে মৌলিক উদ্ভাবন ছিল ফোনোগ্রাফ।
- এটিই ছিল সর্বপ্রথম প্রযুক্তি, যা শব্দ রেকর্ড করে তা পুনরায় শোনাতে সক্ষম হয়।
- ১৮৭৭ সালে এডিসন মেনলো পার্ক ল্যাবে ফনোগ্রাফ আবিষ্কার করেন।
- পরবর্তীকালে আলেক্সান্ডার গ্রাহাম বেলসহ বেশ ক'জন বিজ্ঞানী ফোনোগ্রাফকে আরো উন্নত করে তোলেন।
- টমাস আলভা এডিসন ফনোগ্রাফ এবং বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন।
অন্যদিকে,
- রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন।
- মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার এবং তড়িৎ বিশ্লেষণের জনক হিসাবে পরিচিত।
- মার্কনি বেতার যন্ত্র আবিষ্কার করেন।
উৎস: i) ২১ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
ii) উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 2 weeks ago