'স্বাধীনতা ও সংস্কৃতি' - প্রবন্ধটি রচনা করেন কে?
A
সোমেন চন্দ
B
সিরাজুল ইসলাম চৌধুরী
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
উত্তরের বিবরণ
সিরাজুল ইসলাম চৌধুরী একজন খ্যাতিমান প্রাবন্ধিক ও অধ্যাপক। তাঁর রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ হলো “স্বাধীনতা ও সংস্কৃতি”।
-
জন্ম: ১৯৩৬ সালের ২৩শে জুন, বিক্রমপুরের বাড়ৈখালিতে।
-
পরিচিতি: তিনি মূলত প্রাবন্ধিক, অধ্যাপক ও সাহিত্য বিশ্লেষক হিসেবে খ্যাত।
-
পুরস্কার ও সম্মাননা: লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, লেখিকা সংঘ পুরস্কার, একুশে পদক, এবং ঋষিজ পদক লাভ করেছেন।
-
রচিত গল্প: “ভালো মানুষের জগৎ”, “দরজাটা খোলো”।

0
Updated: 1 day ago
‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি'।-পঙ্ক্তিটির রচয়িতা কে?
Created: 19 hours ago
A
আল মাহমুদ
B
সুকান্ত ভট্টাচার্য
C
নির্মলেন্দু গুণ
D
মাইকেল মধুসূদন দত্ত
উক্ত পঙক্তিটি কবি সুকান্ত ভট্টাচার্য রচনা করেছেন। তাঁর কবিতায় দেশপ্রেম, শোষিত মানুষের দুঃখ-কষ্ট, বিদ্রোহ ও মানবতার বাণী বারবার প্রকাশ পেয়েছে।
-
সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন।
-
তিনি পরিচিত কিশোর কবি, মার্কসবাদী কবি এবং মানবতার কবি হিসেবে।
-
তাঁর কাব্যে পৃথিবীর শোষিত মানুষের জীবনযন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের চিত্র ফুটে উঠেছে।
-
নজরুল ইসলাম-এর পর সুকান্তের কবিতায় সবচেয়ে স্পষ্টভাবে বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো:
-
পূর্বাভাস
-
হরতাল
-
ঘুম নেই
-
ছাড়পত্র
-
অভিযান

0
Updated: 19 hours ago
'সেক শুভোদয়া' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
রামাই পণ্ডিত
B
বড়ু চণ্ডীদাস
C
হলায়ূধ মিশ্র
D
বৃন্দাবন দাস
'সেক শুভোদয়া' গ্রন্থ
-
রচয়িতা: হলায়ূধ মিশ্র
-
ভাষা ও শৈলী: অশুদ্ধ বাংলা ও সংস্কৃত মিশ্রিত, সংস্কৃত গদ্য-পদ্যে লেখা চম্পুকাব্য
-
ঐতিহাসিক প্রেক্ষাপট: অনেকে একে রজা লক্ষ্মণ সেনের সভাকবি হলায়ূধ মিশ্রের রচনা বলে মনে করেন।
- ড. মুহম্মদ এনামুল হকের মতে, খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকের রচনা। -
গঠন: গদ্য ও পদ্য মিলিয়ে ২৫টি অধ্যায়
-
বিশেষত্ব: গ্রন্থে বাংলা ছড়া ও বাগধারার ব্যবহার লক্ষ্য করা যায়; তবে প্রচুর ভুল সংস্কৃত ব্যবহার রয়েছে।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় একে ‘dog Sanskrit’ বলেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস

0
Updated: 1 month ago
'কৃপার শাস্ত্রের অর্থ ভেদ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 weeks ago
A
মানোএল দা আসসুম্পসাঁউ
B
দোম আন্তোনিও
C
উইলিয়াম কেরি
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ
-
রচয়িতা: রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁউ
-
রচনা ও প্রকাশ: ১৭৩৪ সালে রচিত; ১৭৪৩ সালে লিসবনে রোমান হরফে মুদ্রিত
-
লিখিত স্থান: ঢাকার ভাওয়াল অঞ্চলের নাগরী
-
বিশেষত্ব: বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন
-
ভাষা ও রচনার ধরণ:
-
বাঁ দিকের পৃষ্ঠা: বাংলা
-
ডান দিকের পৃষ্ঠা: পর্তুগিজ
-
বিষয়বস্তু: গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিষ্টধর্মের মহিমা এবং খ্রিষ্টানদের আচার-অনুষ্ঠান
-
মনোএল দা আসসুম্পসাঁউ
-
জাতীয়তা: পর্তুগিজ
-
পেশা: খ্রিস্টান ধর্মযাজক
-
সাহিত্যিক অবদান:
-
বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রয়াসকারী
-
১৭৪৩ সালে দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেছেন
-
মনোএল দা আসসুম্পসাঁউ রচিত গ্রন্থসমূহ
-
কৃপা শাস্ত্রের অর্থভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 2 weeks ago