'চর কুকড়ি মুকড়ি' কোন জেলায় অবস্থিত?
A
রাজশাহী
B
নোয়াখালী
C
লক্ষ্মীপুর
D
ভোলা
উত্তরের বিবরণ
বাংলাদেশে নদী ও মোহনায় পলি জমে যে নতুন ভূখণ্ড তৈরি হয়, তাকে চর বলা হয়। এসব চর মূলত নদীর ভাঙন ও পলি সঞ্চয়ের ফলে গঠিত হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত আকারে দেখা যায়।
-
লক্ষ্মীপুর জেলা: চর গজারিয়া, চর আলেকজান্ডার।
-
ভোলা জেলা: চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
-
নোয়াখালী জেলা: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
-
ফেনী জেলা: মুহুরীর চর।
-
রাজশাহী জেলা: নির্মল চর।
-
সুন্দরবন এলাকা: দুবলার চর, পাটনি চর।

0
Updated: 1 day ago
বাংলাদেশের বৃহত্তর হাওর কোনটি?
Created: 1 week ago
A
টাঙ্গুয়ার হাওর
B
হাইল হাওর
C
শনির হাওর
D
হাকালুকি হাওর
হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর এবং এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত। হাওরটির আয়তন ১৮১.১৫ বর্গকিমি এবং এটি ৫টি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত। হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে এবং এর প্রধান জলরাশির প্রবাহ হলো জুরী ও পানাই নদী।
অন্যান্য উল্লেখযোগ্য হাওরসমূহ:
-
টাঙ্গুয়ার হাওর: ১১,৭০০ হেক্টর, সুনামগঞ্জ জেলায় অবস্থিত এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর।
-
হাইল হাওর: ১৫,১০০ হেক্টর, মৌলভীবাজার জেলায় অবস্থিত।
-
শনির হাওর: ৬,৬৩৮ হেক্টর, সুনামগঞ্জ জেলায় অবস্থিত।

0
Updated: 1 week ago