বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা -
A
১২ নটিক্যাল মাইল
B
২০০ নটিক্যাল মাইল
C
২২০ নটিক্যাল মাইল
D
৩৭০.৪০ নটিক্যাল মাইল
উত্তরের বিবরণ
বাংলাদেশের সমুদ্রসীমা বঙ্গোপসাগরের উপকূলে বিস্তৃত, যার উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় ৭১৬ কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা হলো ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিলোমিটার), যেখানে রাষ্ট্রের পূর্ণ সার্বভৌমত্ব বিদ্যমান। এর বাইরে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন (EEZ) বিস্তৃত হয়েছে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিলোমিটার) পর্যন্ত, যেখানে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান ও ব্যবহারের অধিকার রাখে। উল্লেখযোগ্য যে, ১ নটিক্যাল মাইল সমান ১.৮৫২ কিলোমিটার।
0
Updated: 1 month ago
'সোয়াচ অব নো গ্রাউন্ড' কী?
Created: 1 month ago
A
প্রতিবাত ঢাল
B
বদ্বীপ
C
নদীর মোহনা
D
গিরিখাত
সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) হলো খাদ আকৃতির একটি সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপের পশ্চিম দিকে অবস্থিত এবং গঙ্গা খাদ নামেও পরিচিত। এর প্রস্থ প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় এই খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ড অঞ্চলে বেঙ্গল ফ্যান ভূমিরূপ পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, এই গিরিখাত দিয়ে অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত প্রবাহিত হয়ে বঙ্গীয় ডিপ সি ফ্যানে জমা হয়। ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল মূলত গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থল থেকে উৎপন্ন।
সোয়াচ অব নো গ্রাউন্ড প্রায় ১৪ কিলোমিটার প্রশস্ত একটি গভীর সমুদ্র উপত্যকা। এর গভীরতম রেকর্ডকৃত অংশ প্রায় ১,৩৫০ মিটার। এটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার একটি অংশ, যা বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা হিসেবে পরিচিত।
0
Updated: 1 month ago
সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
Created: 2 months ago
A
২৯,০১৩ ফুট
B
২৯,০৩২ ফুট
C
২৯,৪৮৮ ফুট
D
২৯,৭৩২ ফুট
এভারেস্ট পর্বত
-
সংজ্ঞা: মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত।
-
অবস্থান: দক্ষিণ এশিয়ার গ্রেট হিমালয়ের চূড়ায়, চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে।
-
উৎপত্তি: তিব্বত এবং নেপালের সীমান্তে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে লক্ষ লক্ষ বছর আগে গঠিত।
-
উচ্চতা: ৮,৮৪৮.৮৬ মিটার (২৯,০৩২ ফুট)।
-
ভৌগোলিক অবস্থা: হিমালয়ের মাঝের অংশে অবস্থিত।
উৎস:
i) Britannica
ii) National Geographic
0
Updated: 2 months ago