বাংলা ভাষায় শ্রীচৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ কোনটি
A
শ্রীচৈতন্য-লীলা
B
চৈতন্য-চরিত্রামৃত
C
চৈতন্য-ভাগবত
D
চৈতন্য-মঙ্গল
উত্তরের বিবরণ
শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেন ১৪৮৬ সালের ১৮ ফেব্রুয়ারি শনিবার, নবদ্বীপে। তাঁর প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র, তবে তিনি কৃষ্ণ চৈতন্য নামেও পরিচিত এবং ডাক নাম রাখা হয় নিমাই।
শ্রীচৈতন্যদেবের জীবনী রচনার মাধ্যমে বাংলায় জীবনীসাহিত্য শুরু হয়। গুরুত্বপূর্ণ জীবনীগ্রন্থসমূহ—
-
‘চৈতন্য-ভাগবত’: রচয়িতা বৃদ্ধাবন দাস, বাংলা ভাষায় প্রথম শ্রীচৈতন্যদেবের জীবনী।
-
‘চৈতন্য-মঙ্গল’: রচয়িতা লোচন দাস, দ্বিতীয় জীবনীগ্রন্থ।
-
‘চৈতন্য-চরিত্রামৃত’: রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ, সর্বাপেক্ষা তথ্যবহুল চৈতন্যজীবনী।
উৎস:
0
Updated: 1 month ago
রামপ্রসাদ সেন কোন ধরনের গানের জন্য বিশেষভাবে পরিচিত?
Created: 1 month ago
A
রাজসঙ্গীত
B
লোকগীতি
C
শ্যামাসঙ্গীত
D
ভজনগীতি
রামপ্রসাদ সেন ছিলেন বাংলা ভক্তিগীতির, বিশেষ করে শ্যামাসঙ্গীতের শ্রেষ্ঠ রূপকার, এক সাধককবি ও গায়ক। তিনি সংসারের বিভিন্ন দুঃখ-কষ্টকে গৌরব মনে করে মায়ের উদ্দেশে গান রচনা করেছিলেন, যেমন: ‘আমি কি দুঃখেরে ডরাই’।
-
রামপ্রসাদ প্রচুর গান রচনা করেছিলেন, যার বেশির ভাগ আজ হারিয়ে গেছে।
-
কৃষ্ণচন্দ্র তাঁকে ‘কবিরঞ্জন’ উপাধিতে ভূষিত করেন।
-
তিনি ভক্তিভাব এবং রাগ ও বাউল সুরের মিশ্রণে একটি স্বতন্ত্র সুর সৃষ্টি করেন, যা বাংলা সঙ্গীতজগতে ‘রামপ্রসাদী সুর’ নামে পরিচিত।
-
রামপ্রসাদ নিজে এই সুরে কালী বা শ্যামার উদ্দেশে অনেক সঙ্গীত রচনা করেন, যা বিশেষভাবে শ্যামাসঙ্গীত নামে পরিচিত।
0
Updated: 1 month ago
'পথের পাঁচালী' উপন্যাসটি প্রকাশিত হয় কবে?
Created: 1 month ago
A
১৯১৯ সালে
B
১৯২৯ সালে
C
১৯৩৯ সালে
D
১৯৪৯ সালে
• 'পথের পাঁচালী' উপন্যাস:
-
'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
-
এটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
প্রথম প্রকাশিত হয় 'বিচিত্রা' পত্রিকায়।
-
উপন্যাসের পটভূমি বাংলাদেশের গ্রাম এবং তার পরিচিত মানুষের জীবন।
-
এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
-
উপন্যাসটি তিনটি ভাগে বিভক্ত: বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
-
'পথের পাঁচালী'র নায়ক হলো বালক অপু।
প্রধান চরিত্র:
-
অপু
-
দুর্গা
-
ইন্দির ঠাকরুন
-
সর্বজয়া
অতিরিক্ত তথ্য:
-
'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 'পথের পাঁচালী' উপন্যাস।
0
Updated: 1 month ago
দ্বিজ বংশীদাস কোন কাব্যের অন্যতম কবি ছিলেন?
Created: 1 month ago
A
মনসামঙ্গল
B
চণ্ডীমঙ্গল
C
পদ্মাপুরাণ
D
ক ও গ উভয়ই
দ্বিজ বংশীদাস মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি মনসামঙ্গল গ্রন্থ রচনা করেছেন। তিনি পদ্মাপুরাণ ও মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি হিসেবেও পরিচিত।
প্রধান তথ্যসমূহ—
-
জন্মগ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে।
-
কাব্যে ব্যবহৃত শব্দ যেমন ‘মঘ-ফিরিঙ্গি’, ‘বন্দুক-পলিতা’ ইঙ্গিত দেয় যে তিনি সম্ভবত সতেরো শতকে আবির্ভূত।
-
তিনি সংস্কৃত, পুরাণ, আগম ও তন্ত্র শাস্ত্রে পণ্ডিত ছিলেন।
-
সুকণ্ঠ গায়ক হিসেবেও তিনি প্রসিদ্ধি লাভ করেন।
-
বংশীদাস কবি চন্দ্রাবতীর পিতা, এবং কবি চন্দ্রাবতী রামায়ণের অনুবাদে তাঁর পিতৃপরিচয় তুলে ধরেছেন।
উৎস:
0
Updated: 1 month ago