'ইতিহাসমালা ও কথোপকথন' - নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন কে?
A
রামমোহন রায়
B
উইলিয়াম কেরি
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
চণ্ডীচরণ মুন্শী
উত্তরের বিবরণ
উইলিয়াম কেরি একজন ইংরেজ মিশনারি, যিনি বাংলা গদ্যের বিকাশে বিশেষ অবদান রেখেছেন।
উল্লেখযোগ্য তথ্যসমূহ—
-
তিনি ইতিহাসমালা এবং কথোপকথন নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন।
-
ইতিহাসমালা বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ হিসেবে পরিচিত।
-
১৮১০ সালে দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন।
উৎস:

0
Updated: 11 hours ago
হাসানের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা ৩.৫। এটি দিয়ে সে ২৮ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তুলতে পারবে?
Created: 2 days ago
A
৮৬ নিউটন
B
১০৬ নিউটন
C
১১৮ নিউটন
D
৯৮ নিউটন
প্রশ্ন: “হাসানের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা ৩.৫। এটি দিয়ে সে ২৮ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তুলতে পারবে?”
সমাধান:
আমরা জানি, লিভারের যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage) নির্ধারণ হয়—
প্রদত্ত:
-
যান্ত্রিক সুবিধা = ৩.৫
-
প্রযুক্ত বল = ২৮ নিউটন
প্রশ্নমতে:
∴ ২৮ নিউটন বল প্রয়োগ করে লিভার যন্ত্র ৯৮ নিউটন ভার তুলতে পারবে।

0
Updated: 2 days ago
'বিষাদ সিন্ধু' একটি-
Created: 4 weeks ago
A
গবেষণা গ্রন্থ
B
ধর্মবিষয়ক প্রবন্ধ
C
ইতিহাস আশ্রয়ী উপন্যাস
D
আত্মজীবনী
বিষাদ-সিন্ধু উপন্যাস
-
লেখক ও খ্যাতি: মীর মশাররফ হোসেনের খ্যাতি প্রধানত বিষাদ-সিন্ধু উপন্যাসের জন্য।
-
প্রকাশকাল: ১৮৮৫–১৮৯১।
-
ধরণ ও বিষয়: ইতিহাসভিত্তিক উপন্যাস; ইমাম হাসান ও হোসেনের করুণ মৃত্যুকাহিনি, দামেস্কের অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা যুদ্ধের বর্ণনা মূল বিষয়।
-
ঐতিহাসিক সত্যতা: মূল ঘটনাগুলো ইতিহাসভিত্তিক হলেও, লেখক ইতিহাসের অন্ধ অনুসরণ করেননি।
-
রচনা: উপন্যাসটি তিনটি পর্বে বিভক্ত:
-
মহরম পর্ব (উপক্রমণিকা + ২৬টি অধ্যায়)
-
উদ্ধার পর্ব (৩০টি অধ্যায়)
-
এজিদ-বধ পর্ব (৫টি অধ্যায় + উপসংহার)
-
-
জনপ্রিয়তার কারণ:
-
ইসলাম ধর্ম সম্পর্কিত স্পর্শকাতর কাহিনির কারণে সাধারণ মুসলিম পাঠকের কাছে জনপ্রিয়।
-
জাদুকরী ভাষা ও রচনাশৈলীর কারণে সাহিত্যরসিকের কাছে প্রিয়।
-
জয়নাবের রূপসুন্দর্য ও এজিদের রূপতৃষ্ণার পরিণতি নিয়ে বর্ণিত বিপর্যয় কাহিনি উপন্যাসটিকে সর্বজনীন করে তুলেছে।
-
-
সাহিত্যিক প্রভাব: অ্যান্টি-এস্টাব্লিশমেন্ট চেতনা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য থেকে গ্রহণ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago
'বত্রিশ সিংহাসন' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
রামরাম বসু
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
রামমোহন রায়
বত্রিশ সিংহাসন
-
‘বত্রিশ সিংহাসন’ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ।
-
এটি ১৮০২ সালে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অনূদিত কাহিনি সংকলন।
-
বাংলা গদ্যের আদিপর্বের ইতিহাসে এই রচনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ ও লেখক।
-
উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পন্ডিত নিযুক্ত হন।
-
এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পন্ডিত হিসেবেও কাজ করেছেন।
-
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে তিনি সর্বাধিক গ্রন্থের রচয়িতা।
তার রচিত গ্রন্থসমূহ
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলী
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা প্রভৃতি
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago