রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কবি হচ্ছেন -
A
গোবিন্দদাস
B
কোরেশী মাগন ঠাকুর
C
বিদ্যাপতি
D
ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তরের বিবরণ
রোমান্টিক প্রণয়োপাখ্যান মূলত মুসলিম চরিত্রনির্ভর এবং প্রণয়সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে রচিত সাহিত্যকর্ম। এটি মধ্যযুগের অনুবাদ সাহিত্য ধারার অন্তর্ভুক্ত, যেখানে মুসলিম সাহিত্যিকরা বিভিন্ন কাহিনি বাংলায় অনুবাদ ও রূপান্তর করে।
এই ধারার প্রধান কবিগণ—
-
শাহ মুহম্মদ সগীর
-
সৈয়দ সুলতান
-
আবদুল হাকিম
-
আলাওল
-
কোরেশী মাগন ঠাকুর প্রমুখ
অন্যদিকে, বাংলা সাহিত্যে—
-
বৈষ্ণব পদাবলির প্রধান কবি: গোবিন্দদাস, বিদ্যাপতি
-
মঙ্গলকাব্যের প্রধান কবি: ভারতচন্দ্র রায়গুণাকর
উৎস:
0
Updated: 1 month ago
'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
মস্যা + ধার
B
মসি + আধার
C
মসী + ধার
D
মসী + আধার
'মস্যাধার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ
-
মসী + আধার = মস্যাধার
🔹 সন্ধির নিয়ম
-
ই-কার (◌ি) বা ঈ-কার (◌ী)-এর পর ই বা ঈ ছাড়া অন্য কোনো স্বর এলে, ই/ঈ স্থলে য/য-ফলা বসে।
-
এই য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
📌 সূত্র: [ ঈ + আ = য্ + আ ]
উদাহরণ:
-
মসী + আধার = মস্যাধার
তথ্যসূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago
‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 2 months ago
A
The Lost Cousin
B
The Spoiled Child
C
The Royal Nephew
D
The Child Spoiled
'আলালের ঘরের দুলাল' উপন্যাস
-
লেখক: প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর)
-
প্রকাশকাল: ১৮৫৮ খ্রিষ্টাব্দ
-
উপন্যাসের বৈশিষ্ট্য:
-
বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা
-
কথ্য ভাষা: ‘আলালী ভাষা’
-
প্রধান চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা
-
চরিত্রের বৈশিষ্ট্য: ধূর্ততা, বুদ্ধিমত্তা ও প্রাণবন্ততা
-
-
-
অনুবাদ: ইংরেজীতে ‘The Spoiled Child’ নামে অনূদিত
প্যারীচাঁদ মিত্র
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা
-
পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী
-
লিখিত পত্রিকা: দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া, বেঙ্গল স্পেক্টেটর
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
‘আবেগ’ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
বিশেষণ
B
ক্রিয়াবিশেষণ
C
পদ
D
অব্যয়
বাংলা ভাষায় ‘আবেগ’ পদ-এর অন্তর্ভুক্ত।
পদ হলো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু। অন্যভাবে বলা যায়, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
বাক্যের অন্তর্গত এসব পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সেগুলো হলো—
-
বিশেষ্য
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
-
ক্রিয়াবিশেষণ
-
অনুসর্গ
-
যোজক
-
আবেগ
0
Updated: 1 month ago