রামায়ণ সংস্কৃত ভাষার কাব্য, যা বাল্মীকি রচিত। প্রথমবার বাংলা ভাষায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা, গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে।
কৃত্তিবাস ওঝা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য—
-
তিনি সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি এবং রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হিসেবে পরিচিত।
-
তাঁর রচিত বাংলা রামায়ণের অন্য নাম ‘শ্রীরাম পাঞ্চালী’।
-
বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণ করে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
-
কৃত্তিবাসী রামায়ণ ১৮০২-১৮০৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।
উৎস: