বাংলা ভাষায় শ্রীচৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ কোনটি
A
শ্রীচৈতন্য-লীলা
B
চৈতন্য-চরিত্রামৃত
C
চৈতন্য-ভাগবত
D
চৈতন্য-মঙ্গল
উত্তরের বিবরণ
শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেন ১৪৮৬ সালের ১৮ ফেব্রুয়ারি শনিবার, নবদ্বীপে। তাঁর প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র, তবে তিনি কৃষ্ণ চৈতন্য নামেও পরিচিত এবং ডাক নাম রাখা হয় নিমাই।
শ্রীচৈতন্যদেবের জীবনী রচনার মাধ্যমে বাংলায় জীবনীসাহিত্য শুরু হয়। গুরুত্বপূর্ণ জীবনীগ্রন্থসমূহ—
-
‘চৈতন্য-ভাগবত’: রচয়িতা বৃদ্ধাবন দাস, বাংলা ভাষায় প্রথম শ্রীচৈতন্যদেবের জীবনী।
-
‘চৈতন্য-মঙ্গল’: রচয়িতা লোচন দাস, দ্বিতীয় জীবনীগ্রন্থ।
-
‘চৈতন্য-চরিত্রামৃত’: রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ, সর্বাপেক্ষা তথ্যবহুল চৈতন্যজীবনী।
উৎস:

0
Updated: 11 hours ago
'বায়ু' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
Created: 3 days ago
A
অনিল
B
পবন
C
অগ্নিসখ
D
কৃশানু
‘বায়ু’ শব্দের প্রতিশব্দ হলো—
-
বাতাস
-
অনিল
-
পবন
-
হাওয়া
-
সমীর
-
সমীরণ
-
বায়
-
বাত
-
মলয়
-
মরুৎ
-
প্রভঞ্জন
-
মারুত
-
অগ্নিসখ
-
বহ্নিসখ
-
জগতায়ু
-
জগৎপ্রাণ
-
জগদ্বল
-
গন্ধবহ
-
গন্ধবাহ
-
শব্দবহ
-
সদাগতি
-
প্রবমান
-
নভঃশ্বাস
-
বাভাস ইত্যাদি
উল্লেখ্য, ‘কৃশানু’ বায়ু শব্দের প্রতিশব্দ নয়।
‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ হলো—
-
অনল
-
বহ্নি
-
পাবক
-
হুতাশন
-
বৈশ্বানর
-
জ্বলন
-
কৃশানু
-
শিখাবৎ
-
শিখিন
-
বায়ুসখা
-
হুতভুক
-
শুচি
-
পিঙল
-
বিশ্বপা
-
হিমারাতি
-
বায়ুসখ
-
অনিলসখ
-
জগন্নু
-
সর্বভুক ইত্যাদি
সূত্র:

0
Updated: 3 days ago
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কবি হচ্ছেন -
Created: 11 hours ago
A
গোবিন্দদাস
B
কোরেশী মাগন ঠাকুর
C
বিদ্যাপতি
D
ভারতচন্দ্র রায়গুণাকর
রোমান্টিক প্রণয়োপাখ্যান মূলত মুসলিম চরিত্রনির্ভর এবং প্রণয়সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে রচিত সাহিত্যকর্ম। এটি মধ্যযুগের অনুবাদ সাহিত্য ধারার অন্তর্ভুক্ত, যেখানে মুসলিম সাহিত্যিকরা বিভিন্ন কাহিনি বাংলায় অনুবাদ ও রূপান্তর করে।
এই ধারার প্রধান কবিগণ—
-
শাহ মুহম্মদ সগীর
-
সৈয়দ সুলতান
-
আবদুল হাকিম
-
আলাওল
-
কোরেশী মাগন ঠাকুর প্রমুখ
অন্যদিকে, বাংলা সাহিত্যে—
-
বৈষ্ণব পদাবলির প্রধান কবি: গোবিন্দদাস, বিদ্যাপতি
-
মঙ্গলকাব্যের প্রধান কবি: ভারতচন্দ্র রায়গুণাকর
উৎস:

0
Updated: 11 hours ago
“আবে হায়াত ও জীবন ক্ষুধা” এ দুটি উপন্যাসের লেখক কে?
Created: 5 days ago
A
আলাউদ্দিন আল আজাদ
B
আবুল মনসুর আহমদ
C
আহমদ শরীফ
D
ড. লুৎফর রহমান
আবুল মনসুর আহমদ
-
জীবন ও পরিচিতি:
-
জন্ম: ১৮৯৮, ময়মনসিংহ
-
পেশা: সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক
-
রাজনীতি: বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়
-
সাহিত্য: বিদ্রুপাত্মক রচনার জন্য বিশেষ পরিচিত
-
-
গল্পগ্রন্থ:
-
ফুড কনফারেন্স
-
আয়না
-
আসমানী পর্দা
-
-
উপন্যাস:
-
সত্য মিথ্যা
-
জীবনক্ষুধা
-
আবে হায়াত
-
-
আত্মচরিত:
-
আত্মকথা
-

0
Updated: 5 days ago