'ইতিহাসমালা ও কথোপকথন' - নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন কে?
A
রামমোহন রায়
B
উইলিয়াম কেরি
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
চণ্ডীচরণ মুন্শী
উত্তরের বিবরণ
উইলিয়াম কেরি একজন ইংরেজ মিশনারি, যিনি বাংলা গদ্যের বিকাশে বিশেষ অবদান রেখেছেন।
উল্লেখযোগ্য তথ্যসমূহ—
-
তিনি ইতিহাসমালা এবং কথোপকথন নামে দুটি মৌলিক গ্রন্থ রচনা করেন।
-
ইতিহাসমালা বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ হিসেবে পরিচিত।
-
১৮১০ সালে দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন।
উৎস:
0
Updated: 1 month ago
'চাঁদের অমাবস্যা' কোন ধরনের উপন্যাস?
Created: 1 month ago
A
রাজনৈতিক উপন্যাস
B
মনস্তাত্ত্বিক উপন্যাস
C
ঐতিহাসিক উপন্যাস
D
রোমাঞ্চকর উপন্যাস
চাঁদের অমাবস্যা
-
রচয়িতা: সৈয়দ ওয়ালীউল্লাহ
-
ধরণ: মনস্তাত্ত্বিক উপন্যাস
-
প্রকাশ্য বিষয়:
-
উপন্যাসের কেন্দ্র চরিত্র: আরেফ আলী, একজন স্কুল মাস্টার
-
আরেফের মাধ্যমে মানুষের অন্তরজগতের জটিলতা, মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া ও সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের অসঙ্গতি চিত্রিত
-
অপরাধমূলক কাজের প্রত্যক্ষদর্শী হিসেবে আরেফের অভিজ্ঞতা মূল প্রতিপাদ্য
-
সৈয়দ ওয়ালীউল্লাহর অন্যান্য সাহিত্যকর্ম:
-
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো
-
গল্পগ্রন্থ: নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প
-
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ
0
Updated: 1 month ago
কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) ___ ।
Created: 1 month ago
A
একইভাবে ঘুরবে
B
আস্তে ঘুরবে
C
জোরে ঘুরবে
D
কোনোটিই নয়
প্রশ্ন: “কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) ___?”
সমাধান:
-
যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে অধিক জোরে ঘুরবে।
অতিরিক্ত তথ্য:
-
যদি চাকার আকৃতি সমান হয়, তাহলে তারা একই গতিতে ঘুরবে।
-
সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে, বড় হলে অপেক্ষাকৃত ধীর গতিতে ঘুরবে।
-
পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে এক চাকা অপরটির বিপরীত দিকে ঘুরবে।
-
সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত হলে তারা একই দিকে ঘুরবে।
0
Updated: 1 month ago
'মৈমনসিংহ গীতিকা' এর ভূমিকা কে রচনা করেছেন?
Created: 1 month ago
A
চন্দ্রকুমার দে
B
দীনেশচন্দ্র সেন
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
রামরাম বসু
ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত লোকগানসমূহকে একত্রিত করে মৈমনসিংহ গীতিকা নামে পরিচিতি দেওয়া হয়। এই গীতিকা সংগ্রহ ও প্রকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৈমনসিংহ নিবাসী চন্দ্রকুমার দে দীনেশচন্দ্র সেনের নির্দেশে এসব গান সংগ্রহ করেন। ১৯২৩ সালে দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা প্রকাশিত হয়, যার ভূমিকা রচিত হয়েছে দীনেশচন্দ্র সেনের দ্বারা। মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত ও মুদ্রিত হয়েছে।
-
গীতিকা ও রূপকথার সংখ্যা: ১০টি
-
গীতিকা ও রূপকথাসমূহ:
-
মহুয়া
-
মলুয়া
-
চন্দ্রাবতী
-
কমলা
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা
-
রূপবতী
-
কঙ্ক ও লীলা
-
কাজলরেখা (রূপকথা)
-
দেওয়ান মদিনা
-
0
Updated: 1 month ago