'চণ্ডীমঙ্গল' কাব্যের কোন কবিকে 'স্বভাব কবি' বলা হয়?
A
দ্বিজমাধব
B
ভবানীশঙ্কর দাস
C
হরিরাম
D
মুকুন্দরাম
উত্তরের বিবরণ
‘চণ্ডীমঙ্গল’ কাব্য চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে রচিত। এর আদি কবি মানিক দত্ত, তবে চণ্ডীমঙ্গল ধারার প্রধান বা শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। এছাড়া এই কাব্যের কবি দ্বিজমাধবকে ‘স্বভাব কবি’ বলা হয়।
চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ—
-
কালকেতু
-
ফুল্লরা
-
ধনপতি
-
ভাঁড়ুদত্ত
-
মুরারি শীল প্রমুখ
চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ—
-
ষোল শতক: মানিক দত্ত, বলরাম, দ্বিজমাধব, মুকুন্দরাম
-
সতের শতক: হরিরাম, দ্বিজরাম দেব
-
আঠার শতক: মুক্তারাম সেন, ভারতচন্দ্র রায়, অকিঞ্চন চক্রবর্তী, জয়নারায়ণ সেন, ভবানীশঙ্কর দাস
উৎস:

0
Updated: 11 hours ago
'তিলোত্তমা' কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
দুর্গেশনন্দিনী
B
কপালকুণ্ডলা
C
বিষবৃক্ষ
D
কৃষ্ণকান্তের উইল
‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস
-
‘দুর্গেশনন্দিনী’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস।
-
দুর্গেশনন্দিনী শব্দের অর্থ হলো প্রধানের কন্যা।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে স্বীকৃত।
-
উপন্যাসটি ১৮৬৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
-
কেন্দ্রীয় নারী চরিত্র হলো তিলোত্তমা।
উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র
-
বীরেন্দ্র সিংহ
-
ওসমান
-
জগৎসিংহ
-
তিলোত্তমা
-
আয়েশা
-
বিমলা প্রমুখ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসসমূহ
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
'দনুবানু' চরিত্রটি কার সৃষ্টি?
Created: 1 month ago
A
প্যারীচাঁদ মিত্র
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
কালীপ্রসন্ন সিংহ
হুতোম প্যাঁচার নকশা
-
‘হুতোম প্যাঁচার নকশা’ আধুনিক বাংলা সাহিত্যের গোড়াপত্তনকালীন একটি গদ্য উপাখ্যান।
-
এটি ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে লেখা হয়েছে।
-
রচনাটি মূলত ব্যঙ্গ-বিদ্রূপাত্মক সামাজিক নকশা জাতীয়।
-
উল্লেখযোগ্য চরিত্র: দনুবানু।
কালীপ্রসন্ন সিংহ
-
বাংলা সাহিত্যে ‘হুতোমী বাংলা’ রীতির প্রবর্তক।
-
‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে তিনি পরিচিত।
-
জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাকোয়া, ১৮৪০ সালে।
-
‘হুতোমী বাংলা’ ভাষা রীতি অনুসরণ করে সাহিত্য রচনা করেছেন।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'রত্নবতী' কোন ধরনের গ্রন্থ?
Created: 1 month ago
A
নাটক
B
উপন্যাস
C
প্রহসন
D
গল্পগ্রন্থ
রত্নবতী (মীর মশাররফ হোসেন)
-
লেখক: মীর মশাররফ হোসেন
-
প্রকাশ: ১৮৬৯
-
বিশেষত্ব:
-
মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম গ্রন্থ যা ঐতিহাসিকভাবে মূল্যবান
-
রূপকথা জাতীয় শিক্ষামূলক দীর্ঘ গল্প
-
-
মূল বিষয়:
-
রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ‘ধন বড় না বিদ্যা বড়’ বিতর্ক ও তার সমাধান
-
মীর মশাররফ হোসেন
-
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া
-
পেশা: ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক
-
সাংবাদিকতা:
-
সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা-র মফঃস্বল সংবাদদাতা
-
পত্রিকা আজিজননেহার ও হিতকরী সম্পাদনা
-
-
সাহিত্যিক অবদান:
-
বঙ্কিমযুগের প্রধান গদ্যশিল্পী
-
উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ
-

0
Updated: 1 month ago