Which of the following is the correct synonym of “Ineffable”?
A
Contingent
B
Divine
C
Terminate
D
Describable
উত্তরের বিবরণ
Correct Answer:
Divine.
• Ineffable (adjective)
English Meaning: Too great or beautiful to describe in words.
Bangla Meaning: অনবদ্য; অনির্বচনীয়।
Synonyms: Beyond Words (অবর্ণণীয়), Celestial (অকল্পনীয়, স্বর্গীয়),
Indefinable (অনুচ্চার্য), Divine (ভাষাতীত), Ethereal (গগণচারী, গগণচুম্বী)।
Antonyms: Describable (বর্ণনা করা যায় এমন), Utterable (উচ্চারণযোগ্য),
Believable (বিশ্বাসযোগ্য), Credible (বিশ্বাসযোগ্য), Expressible (প্রকাশ করা যায় এমন)।
Other Forms:
- Ineffableness (Noun);
- Effable (Adjective).
Other Options:
- Contingent - অনিশ্চিত; আকস্মিক; ঘটনাচক্রজাত।
- Terminate - (আনুষ্ঠানিক) ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া।
Example Sentence:
1. He felt an ineffable sense of peace after the long meditation.
2. The music evoked ineffable emotions that brought tears to my eyes.

0
Updated: 12 hours ago
The Old Man and the Sea is written by -
Created: 1 week ago
A
Thomas Hardy
B
Jane Austen
C
T.S Eliot
D
Ernest Hemingway
The Old Man and the Sea হলো Ernest Hemingway-এর রচিত একটি short heroic novel, যা ১৯৫২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির প্রধান চরিত্র হলো Santiago, এবং তাঁর শিক্ষানবিশ Manolin। Manolin মাত্র পাঁচ বছর বয়সে প্রথমবার Santiago-এর নৌকায় ওঠে। পারিবারিক বাধা থাকা সত্ত্বেও Manolin সবসময় Santiago-এর সঙ্গে সমুদ্রে যায়। এই উপন্যাস এবং Hemingway-এর Contemporary style-এর কারণে তিনি ১৯৫৪ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন। এছাড়াও, ১৯৫২ সালে "The Old Man and the Sea"-এর জন্য তিনি Pulitzer Prize অর্জন করেছিলেন।
-
লেখক: Ernest Hemingway (পুরো নাম Ernest Miller Hemingway), একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্পকার।
প্রখ্যাত রচনাসমূহ (Novels):
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
Source:

0
Updated: 1 week ago
Which of the following plays was written by Ben Jonson?
Created: 1 week ago
A
Volpone
B
The Tempest
C
Hamlet
D
Tamburlaine the Great
Volpone হলো Ben Jonson–এর রচিত একটি বিখ্যাত comedy play, যার পূর্ণ নাম Volpone; Or, the Fox। এটি একটি 5-act drama এবং প্রকাশিত হয় 1607 সালে। নাটকটি একটি Beast Fable, যেখানে প্রাণীদের চরিত্রকে মানবীয় বৈশিষ্ট্য ও উদ্দেশ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্র Volpone একটি fox বা খেঁকশিয়াল, যার মাধ্যমে নাটকটি লোভ, প্রতারণা ও আত্মবিশ্বাসের সমালোচনা করে।
Important Characters
-
Volpone
-
Mosca
-
Voltore
-
Pantalone
-
Celia
-
Bonario
সারসংক্ষেপ
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো ধনী প্রতারক ব্যবসায়ী Volpone, যিনি মারা যাচ্ছেন বলে ভান করেন।
-
তার উদ্দেশ্য হলো সম্পত্তি তিনটি লোভী প্রতিযোগী—Voltore (একজন আইনজীবী), Pantalone (একজন ধনী ব্যবসায়ী), এবং Mosca (Volpone-এর সহকারী)–এর কাছ থেকে নিজের স্বার্থ অনুযায়ী পাওয়া।
-
প্রতিযোগীরা Volpone-এর মৃত্যুর আগেই বিভিন্ন কৌশল অবলম্বন করে।
-
Volpone তাদেরকে ঠকিয়ে হাস্যরসাত্মকভাবে প্রতারণা করে।
-
শেষমেষ, Volpone এবং তার সহকারী Mosca তাদের প্রতারণার জন্য শাস্তি পায়।
Ben Jonson
-
তিনি একজন ইংরেজ Stuart dramatist, lyric poet এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
Famous Works
-
The Silent Woman
-
Every Man in His Humour
-
Every Man out of His Humour
-
Sejanus
-
The Alchemist
-
The Masque of Blackness
-
The Poetaster
-
Volpone
Other Options
-
Hamlet – William Shakespeare
-
Tamburlaine the Great – Christopher Marlowe
-
The Tempest – William Shakespeare

0
Updated: 1 week ago
Who is A.H.H. in Tennyson's "In Memoriam"?
Created: 1 week ago
A
Alfred H. Hallam
B
Arthur H. Hallam
C
Albert H. Hallam
D
Andrew H. Hallam
In Memoriam হলো Alfred Lord Tennyson–এর রচিত একটি বিখ্যাত elegy, যা তিনি তার বন্ধু Arthur H. Hallam–এর মৃত্যুতে লিখেছিলেন। কবিতাটি লেখা হয় ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে এবং ১৮৫০ সালে anonymously প্রকাশিত হয়।
-
কবিতাটি ১৩১টি সেকশনে বিভক্ত, যার মধ্যে একটি prologue এবং একটি epilogue রয়েছে।
-
Prologue ও epilogue–এ মূলত Tennyson-এর শোকগ্রস্ত সময়ের বিভিন্ন পর্যায়কে বিশ্লেষণ করা হয়েছে।
-
কবিতার প্রধান বিষয় হলো Victorian যুগে প্রচলিত ধর্মীয় বিশ্বাসকে নতুন বৈজ্ঞানিক তত্ত্ব, যেমন বিবর্তন ও আধুনিক ভূতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য করার প্রচেষ্টা।
Lord Alfred Tennyson (1809–1892)
-
তিনি Victorian Period–এর একজন প্রধান কবি এবং যুগের chief representative।
-
১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হন।
-
তার সাহিত্যিক বিশেষত্ব হলো melodious language, যা তাকে lyric poet হিসেবে পরিচিত করেছে।
Other Notable Poems by Tennyson
-
The Lotos Eaters
-
Morte D’Arthur
-
Oenone
-
Ulysses
-
In Memoriam
-
Tithonus
-
Aurora
Comparative References
-
John Milton–এর Lycidas (A Pastoral Elegy) লেখা হয়েছিল Edward King–এর মৃত্যুতে।
-
Percy Bysshe Shelley–এর Adonais (Pastoral Elegy) লেখা হয়েছিল তার বন্ধু John Keats–এর স্মৃতিতে, ১৮২১ সালে প্রকাশিত।

0
Updated: 1 week ago