Which of the following is an antonym of "dross"?
A
Garbage
B
Worthful
C
Smooth
D
Devalue
উত্তরের বিবরণ
Dross হলো এমন একটি পদার্থ বা বস্তু যা মূল্যহীন বা ব্যবহারহীন। এটি সাধারণত ধাতু গলানোর সময় তৈরি হওয়া অবশিষ্ট ধাতু বা ময়লার জন্য ব্যবহৃত হয়, তবে রূপকভাবে যেকোনো অমূল্য বা তুচ্ছ বস্তু বোঝাতেও ব্যবহৃত হয়।
-
Correct Answer: Worthful
-
Bangla Meaning: (১) ধাতু গলালে যে ময়লা বা গাদ জমে; ধাতুমল; ময়লা। (২) (লাক্ষণিক) মূল্যহীন বস্তু; আবর্জনা
-
English Meaning: Something that has no use or no value
-
Synonyms: Rubbish (আবর্জনা), Garbage (ময়লা, আবর্জনা), Debris (ধ্বংসাবশেষ), Junk (অমূল্য বস্তু), Trash (জঞ্জাল)
-
Antonyms: Asset (সম্পদ), Resource (সম্বল), Valuable (মূল্যবান বস্তু), Worthful (মূল্যবান), Significant (গুরুত্বপূর্ণ)
-
Other Forms: Drossy (adjective)
-
Other Options:
-
Smooth – মিষ্টভাষী; ভদ্র, শান্ত; সৌহার্দ্যপূর্ণ
-
Devalue – মূল্য কমানো
-
-
Example Sentences:
-
We read all the manuscripts, but 95 percent are dross.
-
This movie is not completely without value, but there's a lot of sub-par dross to be sifted through to get to the worthwhile material.
-
0
Updated: 1 month ago
The most famous satirist in English literature is -
Created: 2 months ago
A
Jonathan Swift
B
Alexander Pope
C
Joseph Addison
D
Richard Steel
ইংরেজি সাহিত্যের প্রসিদ্ধ ব্যঙ্গাত্মক লেখক: Jonathan Swift
Jonathan Swift (1667–1745):
-
তিনি একজন Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
তার স্ত্রীর নাম ছিল Abigail Erick।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং Tories পার্টির পক্ষে প্যাম্পলেট লিখেছেন।
-
তাঁর সবচেয়ে পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) রচনা হলো ‘Gulliver’s Travels’।
-
তিনি প্রায়শই ছদ্মনাম Isaac Bickerstaff ব্যবহার করতেন।
প্রধান রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Modest Proposal
-
Journal to Stella
-
The Battle of Books
-
A Tale of a Tub
উৎস: Britannica.com
0
Updated: 2 months ago
Before which of the following is an article not used?
Created: 2 months ago
A
Noun
B
Adjective
C
Pronoun
D
Adverb
Answer: Pronoun
Rule:
-
Adjective, noun এবং adverb-এর আগে Article বসতে পারে।
-
কিন্তু pronoun-এর আগে Article বসে না।
Examples:
-
Article + Noun → a boy
-
Article + Adjective + Noun → a good boy
-
Article + Adverb + Adjective + Noun → a very good boy
❌ কিন্তু pronoun-এর আগে Article ব্যবহার করা যায় না।
যেমন: a he, an he, the he — এগুলো ভুল।
0
Updated: 2 months ago
Who wrote the influential scientific work titled "The Origin of Species"?
Created: 2 months ago
A
Charles Darwin
B
Karl Marx
C
Thomas Babington Macaulay
D
John Stuart Mill
• The influential scientific work titled "On the Origin of Species" was written by – Charles Darwin.
• On the Origin of Species
-
১৮৫৯ সালে Darwin এই গ্রন্থটি রচনা করেন।
-
১৮৩১ সালে তিনি British Royal Navy এর জাহাজ HMS Beagle-এ করে বিশ্বজুড়ে পাঁচ বছরের সমুদ্রযাত্রা শুরু করেছিলেন।
-
এই ভ্রমণের সময় উদ্ভিদ ও প্রাণিজগত পর্যবেক্ষণ তাঁর Evolutionary Theory গঠনে সহায়তা করে।
-
এই বইয়ের মাধ্যমে তিনি Natural Selection মতবাদ উপস্থাপন করেন।
• Charles Darwin
-
তিনি একজন ইংরেজ প্রকৃতিবিদ (Naturalist)।
-
তিনি Natural Selection-এর মাধ্যমে Theory of Evolution প্রস্তাব করেন।
-
তিনি Agnostic ছিলেন।
-
তাঁর মতে, মানুষ ও প্রাণীর একটি সাধারণ পূর্বপুরুষ ছিল।
-
তাঁর তত্ত্ব তৎকালীন ধর্মীয় সমাজকে চমকে দিয়েছিল।
• Notable Works
-
On the Origin of Species (1859),
-
The Descent of Man (1871),
-
The Voyage of the Beagle (1839)।
Source: Britannica
0
Updated: 2 months ago