Which of the following is an antonym of "dross"?
A
Garbage
B
Worthful
C
Smooth
D
Devalue
উত্তরের বিবরণ
Correct Answer:
Worthful.
• Dross (noun)
English Meaning: Something that has no use or no value.
Bangla Meaning: (১) ধাতু গলালে যে ময়লা বা গাদ জমে; ধাতুমল; ময়লা। (২) (লাক্ষণিক) মূল্যহীন বস্তু; আবর্জনা।
Synonyms: Rubbish (আবর্জনা), Garbage (ময়লা, আবর্জনা),
Debris (ধ্বংসাবশেষ), Junk (আবর্জনা, মূল্যহীন বস্তু),
Trash (জঞ্জাল)।
Antonyms: Asset (সম্পদ), Resource (সম্বল, সম্পদ),
Valuable (সম্পদ, মূল্যবান বস্তু), Worthful (মূল্যবান) Significant (গুরুত্বপূর্ণ)।
Other Forms:
- Drossy (Adjective).
Other Options:
- Smooth - মিষ্টভাষী; ভদ্র, শান্ত; সৌহার্দ্যপূর্ণ।
- Devalue - মূল্য কমানো।
Example Sentence:
1. We read all the manuscripts, but 95 percent are dross.
2. This movie is not completely without value, but there's a lot of sub-par
dross to be sifted through to get to the worthwhile material.

0
Updated: 12 hours ago
What does RSVP on an invitation typically ask the recipient to do?
Created: 1 month ago
A
Bring a gift
B
Confirm attendance
C
Dress formally
D
Arrive early
RSVP
সংজ্ঞা ও অর্থ:
-
RSVP হলো ফরাসি শব্দগুচ্ছ “Répondez s'il vous plaît” এর সংক্ষিপ্ত রূপ।
-
অর্থ: “অনুগ্রহ করে উত্তর দিন” (Please respond)।
-
Invitation Card বা আমন্ত্রণপত্রে RSVP ব্যবহৃত হয় যাতে আয়োজক জানতে পারে যে আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানটিতে উপস্থিত হবেন কি না।
উদ্দেশ্য:
-
RSVP-এর মাধ্যমে আয়োজক guests-এর উপস্থিতি নিশ্চিত করতে পারেন।
-
এটি পরিকল্পনা সহজ করে, যেমন:
-
আসন সংখ্যা নির্ধারণ
-
খাবারের পরিমাণ ঠিক করা
-
অন্যান্য অনুষ্ঠানিক প্রস্তুতি
-
সঠিক উত্তর:
-
C) Confirm attendance
Source:
-
Cambridge Dictionary
-
Collins Dictionary

0
Updated: 1 month ago
Sailing to Byzantium is -
Created: 1 week ago
A
short story
B
poem
C
play
D
novel
Sailing to Byzantium হলো William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি ১৯২৭ সালে তাঁর কাব্যসংকলনে প্রকাশিত হয় এবং Yeats-এর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত। কবিতায় Yeats প্রাচীন Byzantium-কে শিল্পের চিরন্তন রূপান্তরের সবচেয়ে বিশুদ্ধ প্রতিচ্ছবি হিসেবে দেখিয়েছেন। এছাড়াও, এটি তার অসাধারণ গীতিময়তার (remarkable lyricism) জন্য বিখ্যাত।
W. B. Yeats:
-
Irish কবি, যাকে Ireland-এর National poet বলা হয়।
-
প্রথম আয়রিশ কবি হিসেবে Nobel Prize in Literature লাভ করেন (১৯২৩ সালে)।
-
কবি এবং নাট্যকার হিসেবে তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির দ্বারা প্রভাবিত।
-
নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা তার বিভিন্ন কবিতায় প্রকাশিত।
-
তিনি Abbey Theatre, Irish National Theatre Society-এর প্রতিষ্ঠাতা এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক ছিলেন।
W. B. Yeats-এর কিছু নাটক:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
প্রধান কবিতাসমূহ:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
প্রসেস (Prose):
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source:

0
Updated: 1 week ago
The Sun Rising is a famous poem written by
Created: 3 weeks ago
A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
✦ The Sun Rising (কবিতা)
-
লেখক: John Donne
-
প্রকাশকাল: ১৬৩৩ (মৃত্যুর পর, Songs and Sonnets-এ)
-
ধরণ: Metaphysical lyric poem
-
মূল বিষয়: কবির প্রেমিকাকে ঘিরে ভালোবাসার বহিঃপ্রকাশ
-
কবিতার সারাংশ:
-
কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেন তার রশ্মি দিয়ে তাদের ঘর আলোকিত ও বিছানাকে উষ্ণ রাখে
-
এতে কবি ও তার প্রেমিকা সারাদিন একসাথে থাকতে পারবেন
-
✦ John Donne (১৫৭২–১৬৩১)
-
পরিচয়: Renaissance যুগের কবি
-
খ্যাতি: Father of Metaphysical poetry
-
বৈশিষ্ট্য:
-
Metaphysical poetry-এর সূচনা
-
Poet of Love and Religious
-
-
প্রভাব: রবীন্দ্রনাথ ঠাকুর John Donne-এর কবিতায় প্রভাবিত
✦ উল্লেখযোগ্য কবিতা
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning

0
Updated: 3 weeks ago