Which of the following is a correct synonym of “cognizant”?
A
Suppress
B
Ignorant
C
Informed
D
Composure
উত্তরের বিবরণ
Cognizant হলো এমন একটি বিশেষণ যা বোঝায় যে কেউ কোনো বিষয় সম্পর্কে জ্ঞাত বা অবগত। এটি প্রকাশ করে যে কেউ কোন তথ্য বা পরিস্থিতি সম্পর্কে সচেতন ও বোঝাপড়া সম্পন্ন।
-
Correct Answer: Informed
-
Bangla Meaning: জ্ঞাত; অবগত
-
English Meaning: Having knowledge or understanding of something
-
Synonyms: Conscious (সচেতন), Informed (জ্ঞাত), Acquainted (সুপরিচিত), Aware (সচেতন), Mindful (মননশীল)
-
Antonyms: Ignorant (অজ্ঞাত), Unaware (বেখবর), Unfamiliar (অপরিচিত), Strangers (অপরিচিত), Incognizant (অজ্ঞাত)
-
Other Forms:
-
Cognizance (noun) – (আইন সম্বন্ধীয়) কোনো বিষয় সম্পর্কে অবগতি; সচেতন জ্ঞান। এছাড়াও কোনো বিষয়ে আদালতে বিচারের অধিকার।
-
-
Other Options:
-
Suppress – দমন করা; প্রকাশ বা প্রচার নিরুদ্ধ করা; চাপা দেওয়া; নিগৃহীত করা
-
Composure – শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ
-
-
Example Sentence:
-
He was cognizant of his opponent's hostility.
-
0
Updated: 1 month ago
What causes the poet’s sadness in the poem?
Created: 1 month ago
A
The loss of his youthful ability to see nature with wonder
B
The death of a close friend
C
The destruction of nature
D
The hardships of adult life
কবিতার শুরুতে কবির যে বিষণ্নতা প্রকাশ পেয়েছে, তার মূল কারণ হলো শৈশবের সেই ক্ষমতা হারিয়ে ফেলা, যখন তিনি প্রকৃতিকে বিস্ময় ও স্বপ্নময় সৌন্দর্যে ভরা এক জগৎ হিসেবে দেখতে পারতেন। সেই সময় প্রকৃতি ছিল একধরনের “celestial light” বা “visionary gleam”-এ ভাসমান, যা ধীরে ধীরে প্রাপ্তবয়সে এসে ম্লান হয়ে গেছে। শৈশবে তিনি প্রকৃতিকে আত্মার স্বর্গীয় উৎসের প্রতিফলন হিসেবে দেখতেন, কিন্তু এখন সেই আধ্যাত্মিক দৃষ্টি মিলিয়ে গিয়ে কেবল “the light of common day”-তে পরিণত হয়েছে। যদিও তিনি এখনও প্রকৃতির সৌন্দর্য—রংধনু, গোলাপ কিংবা চাঁদ—উপভোগ করতে পারেন, তবুও সেগুলোর ভেতরে এককালের সেই মহিমা আর অনুভব করেন না। বয়স বাড়ার সাথে সাথে পার্থিব বিষয় ও বস্তুগত জটিলতায় জড়িয়ে পড়া মানুষকে আত্মার ঈশ্বরীয় উৎস থেকে দূরে সরিয়ে দেয়। কবির বিষণ্নতা তাই মূলত সময়ের প্রবাহ ও শৈশবের নিষ্পাপ আনন্দ হারানোর অনিবার্যতার প্রতিফলন।
-
শৈশবে প্রকৃতি ছিল আত্মার দিব্য জগতের আভাস, যা প্রাপ্তবয়সে হারিয়ে যায়।
-
“Visionary gleam” ম্লান হয়ে গিয়ে সাধারণ দিনের আলোর মতো হয়ে ওঠে।
-
কবি এখনও প্রকৃতিকে সুন্দর মনে করেন, তবে শৈশবের মতো মহিমান্বিত অনুভূতি আর পান না।
-
বয়স বাড়ার সাথে সাথে পার্থিব দায়িত্ব ও ভোগবাদী জগৎ মানুষের আধ্যাত্মিক দৃষ্টি আচ্ছন্ন করে।
-
শৈশবের নিষ্পাপতা ও অবারিত আনন্দ হারানোই কবির দুঃখের কেন্দ্রীয় বিষয়।
-
এই দুঃখ সময়ের পরিবর্তন এবং আত্মার স্বর্গীয় সংযোগ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রতীক।
0
Updated: 1 month ago
His negative attitude is detrimental _____ team spirit.
Created: 2 months ago
A
with
B
in
C
to
D
at
Detrimental (Adjective)
সংজ্ঞা:
-
English: Causing or capable of causing harm
-
Bangla: ক্ষতিকর
ব্যবহার:
-
Detrimental-এর পরে সাধারণত preposition "to" বসে।
উদাহরণ বাক্য:
-
His negative attitude is detrimental to team spirit. ✅
-
Laziness is detrimental to success.
-
Excessive screen time can be detrimental to children's eyesight.
-
Pollution is highly detrimental to the environment.
Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
Heifer is a _______ gender.
Created: 2 months ago
A
Masculine
B
Feminine
C
Common
D
Neuter
লিঙ্গ অনুযায়ী প্রাণীর নাম
| Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ |
|---|---|---|
| Colt | Filly | অশ্বশাবক |
| Hart | Roe | পুরুষ হরিণ |
| Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া |
| Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি |
| Bullock | Heifer | এঁড়ে বাছুর / বকনা বাছুর |
Source: Accessible Dictionary
0
Updated: 2 months ago