What is the primary meaning of the word “occult”?
A
Based on literal interpretation
B
Completely real and explainable
C
Connected with magic and unexplained phenomena
D
Related to common scientific knowledge
উত্তরের বিবরণ
Occult হলো এমন একটি শব্দ যা মহাকর্ষ, জাদু বা অজ্ঞাত ও রহস্যময় phenomena এর সঙ্গে সম্পর্কিত। এটি বোঝায় এমন বিষয় যা বিজ্ঞান বা যুক্তি দ্বারা সহজে ব্যাখ্যা করা যায় না।
-
Correct Answer: Connected with magic and unexplained phenomena
-
Bangla Meaning: গুপ্ত, গূঢ়; অজ্ঞাত বা রহস্যময়
-
English Meaning: Connected with magic powers and things that cannot be explained by reason or science; the occult (noun) refers to everything related to occult practices
-
Synonyms: Magical (জাদুকরী), Supernatural (অতিপ্রাকৃত), Mystic (অতিপ্রাকৃত, জাদু ইত্যাদি), Sorcerous (জাদুকরী), Witching (সম্মোহক)
-
Antonyms: Real (প্রকৃত), Known (জ্ঞাত), Open (বাস্তব, জ্ঞাত), Experienced (বাস্তব অভিজ্ঞ), Literal (আক্ষরিক বা প্রকৃত অর্থ)
-
Other Forms: Occultist (noun) – যারা occult বিষয় নিয়ে কাজ বা অধ্যয়ন করেন
-
Other Options:
-
Based on literal interpretation – Occult এর বিপরীত
-
Completely real and explainable – Occult এর বিপরীত
-
Related to common scientific knowledge – Occult সাধারণ বিজ্ঞান নয়, বরং রহস্যময় বা অতিপ্রাকৃত বিষয়
-
-
Example Sentence:
-
He’s interested in witchcraft and the occult.
-
She doesn't believe in the occult.
-
0
Updated: 1 month ago
Which is known as Shakespeare's swan-song?
Created: 1 month ago
A
Hamlet
B
Othello
C
The Tempest
D
A Comedy of Error
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত পাঁচ অঙ্কের নাটক। এটি প্রায় ১৬১১ সালে রচিত ও মঞ্চস্থ হয় এবং ১৬২৩ সালে ফার্স্ট ফোলিওতে প্রকাশিত হয়। নাটকটিকে শেক্সপিয়রের “swan song” বা শেষ একক রচনা হিসেবে ধরা হয়। অনেক পণ্ডিত মনে করেন, শেক্সপিয়র এটি থিয়েটারের প্রতি তার বিদায়বাণী হিসেবে রচনা করেছিলেন। নাটকের মূল থিমগুলোর মধ্যে রয়েছে ক্ষমা ও পুনর্মিলন, প্রেম, জাদু ও ন্যায়বিচার।
মূল চরিত্রসমূহ:
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature – সদাচারী)
-
Caliban (Supernatural creature – খারাপ চরিত্র)
-
Antonio (Duke-এর ভাই ও খলনায়ক)
-
Ferdinand (Hero)
-
Gonzalo ইত্যাদি
সার-সংক্ষেপ:
-
ডিউক প্রোস্পেরো ও তার কন্যা মিরান্ডা, প্রোস্পেরোর ছোট ভাই অ্যান্টোনিওর ষড়যন্ত্রের ফলে এক দূরবর্তী দ্বীপে নির্বাসিত হন।
-
প্রোস্পেরোকে অতিপ্রাকৃত শক্তিধর হিসেবে দেখানো হয়েছে, যার নিয়ন্ত্রণে রয়েছে দুটি অতিপ্রাকৃত সত্তা – Ariel ও Caliban।
-
নাটকের শুরুতেই প্রোস্পেরো তার জাদু ও জাদুমন্ত্র ব্যবহার করে সমুদ্রে একটি ভয়াবহ ঝড় (Tempest) তোলে, যার ফলে অ্যান্টোনিও এবং অন্যান্য চরিত্ররা জাহাজ দুর্ঘটনায় পড়ে এবং দ্বীপে পৌঁছায়।
কিছু বিখ্যাত উক্তি:
-
"Hell is empty and all the devils are here."
-
"We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep."
-
"This thing of darkness, I acknowledge mine."
-
"O, brave new world, that has such people in it!"
-
"Awake, dear heart, awake. Thou hast slept well. Awake."
-
"Misery acquaints a man with strange bedfellows."
William Shakespeare (1564–1616)
-
English কবি, নাট্যকার ও অভিনেতা।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন; তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
মোট ১৫৪টি sonnet এবং ৩৭টি নাটক লিখেছেন।
-
এছাড়া Long narrative poem ও রচনা করেছেন।
উৎস:
0
Updated: 1 month ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 1 month ago
A
Amateur
B
Indispensable
C
Dilapidated
D
None
• All the words are correctly spelled.
• Options:
-
ক) Amateur (Noun)
-
English Meaning: A person who is incompetent or inept at a particular activity
-
Bangla Meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ
-
-
খ) Indispensable (Adjective)
-
English Meaning: Absolutely necessary
-
Bangla Meaning: অপরিহার্য; অপরিহরণীয়
-
-
গ) Dilapidated (Adjective)
-
English Meaning: (of a building or object) in a state of disrepair or ruin as a result of age or neglect
-
Bangla Meaning: (দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত) ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত
-
-
ঘ) Secretariat (Noun)
-
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one
-
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়
-
Source:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
Which word is an antonym of "relegate"?
Created: 1 month ago
A
Expel
B
Clear
C
Distinct
D
Promote
Relegate একটি verb, যা বোঝায় কাউকে বা কোনো কিছুকে নিম্নতর পদ, স্তর বা গুরুত্বহীন অবস্থানে সরিয়ে দেওয়া। এটি সাধারণত পদমর্যাদা হ্রাস, দায়িত্ব কমানো বা অবমূল্যায়নের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
Relegate (verb)
English Meaning: To put something or someone into a lower or less important rank or position
Bangla Meaning: নিম্ন পদ বা অবস্থায় অপসারিত করা; পর্যবসিত করা -
Correct Answer: ঘ) Promote
-
Synonyms: Downgrade (নিচে নামানো; তুচ্ছ করা), Lower (অপদস্থ করা), Degrade (পদ বা মর্যাদাহানি করা), Expel (বহিষ্কার করা), Evict (উচ্ছেদ করা)
-
Antonyms: Upgrade (উচ্চতর স্তরে উন্নীত করা), Promote (পদোন্নতি দান করা; সংবর্ধিত করা), Take in (গ্রহণ করা), Disarrange (বিশৃঙ্খলা করা), Jumble (মিশ্রিত করা)
-
Other Forms:
-
Relegation (noun): দায়িত্ব অর্পণ; প্রতিনিধি নিয়োজন; নিম্নপদে অপসারণ
-
-
Other Options:
-
Clear: স্বচ্ছ
-
Distinct: সহজে দৃশ্যমান; পৃথক; স্বতন্ত্র
-
-
Example Sentences:
-
Many of them complain about the second-class role they were relegated to.
-
The bill has been relegated to committee for discussion.
-
-
Source:
0
Updated: 1 month ago